বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৮

সময়ঃ ১ ঘন্টা, পূর্ণমানঃ ১০০
[মোট প্রশ্ন ১০০(একশত)। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১(এক) নম্বর]

১। Which of the following words is misspelt?
(ক) dynosaur
(খ) lieutenant
(গ) colonel
(ঘ) caterpillar


২। He is intent – getting a good degree in Chemistry.
(ক) in
(খ) of
(গ) at
(ঘ) to

৩। 'There is three mistake in this sentence' how many mistakes are there in this sentence?
(ক) 3
(খ) 2
(গ) 4
(ঘ) 1


৪। What time - news on television?
(ক) the
(খ) the broadcast
(গ) is the
(ঘ) are the

৫। She -- her parents and got married.
(ক) defied
(খ) denied
(গ) denounced
(ঘ) approached


৬। Which one is the correct spelling?
(ক) Beaurocrat
(খ) Beaurokrat
(গ) Beaurokrat
(ঘ) Bureaucrat

৭।  — should pay more taxes.
(ক) Rich
(খ) The rich
(গ) The richer
(ঘ) Richest


৮। What is the meaning of 'Herculean task'?
(ক) a very difficult task
(খ) an easy job
(গ) simple task
(ঘ) manageable task

৯। I don't have any intention of — Politics.
(ক) pulling up
(খ) giving up
(গ) joining up
(ঘ) winding up


১০। The plural form of 'index' is —
(ক) indii
(খ) indices
(গ) indexess
(ঘ) indexum

১১। Electric wires should always be well — with non-conductive material.
(ক) covered
(খ) bandaged
(গ) insulated
(ঘ) isolated


১২। I explained him everything lest he ---misunderstand me.
(ক) would
(খ) could
(গ) should
(ঘ) may

১৩। My brother specialized - Physics
(ক) in
(খ) at
(গ) with
(ঘ) on


১৪। 'Mammal' means —
(ক) an animal that lives on milk
(খ) a reptile that lives on meat
(গ) an animal that feeds its baby with its milk
(ঘ) an animal living on grass

১৫। – energy may be used in future as a substitute for the rules fuel on earth.
(ক) Terrestrial
(খ) Solar
(গ) Arboreal
(ঘ) Lunar


১৬। Which one is the correct spelling?
(ক) aristocrat
(খ) aristocrate
(গ) arestocrate
(ঘ) aristicate


১৭। Which one is an Example of Homophone?
(ক) right, right
(খ) some, sum
(গ) no, knew
(ঘ) water, drink

১৮। Which one of the following days has got recognition of UNESCO?
(ক) 26th of March
(খ) 21st of February
(গ) 16th of December
(ঘ) 17th of April


১৯। The word 'massive' is a/an__
(ক) Noun
(খ) Verb
(গ) Adjective
(ঘ) Adverb

২০। The phrase 'stands for' means ___
(ক) symbolizes
(খ) locates
(গ) works
(ঘ) unties


২১। He hardly believes me,__?
(ক) dosen't he
(খ) dose he
(গ) hardly he
(ঘ) none of them

২২। Which sentence is not correct?
(ক) If he went there, he may find the man.
(খ) Simi prefers reading to writing.
(গ) I was used to having a glass of milk daily.
(ঘ) I wish I flew in the sky.


২৩। The cuckoo sings ___ spring.
(ক) at variance with
(খ) at sixes and sevens
(গ) at the advent of
(ঘ) at the foot of

২৪। Which one is correct?
(ক) I never mind go there
(খ) If you help me, I could help you.
(গ) We had better to prepare our lessons
(ঘ) He speaks as if he were a scholar.


২৫। I said to the boy, 'Are you Akib?'— The indirect form of this sentence is —
(ক) I said to the boy if he is Akib.
(খ) I asked the boy that he was Akib.
(গ) I asked the boy if he was Akib.
(ঘ) I told the boy if he was Akib.

২৬। নিচের কোন যৌগটির পলিমারকরণে টেফলন পাওয়া যাবে?
(ক) ভিনাইল ক্লোরাইড
(খ) ভিনাইল অ্যাসিটেট
(গ) ইথিলিন
(ঘ) টেট্টাফ্লোরােইথিলিন


২৭। এক মােল কঠিন পদার্থ যে পরিমাণ তাপ শােষণ করে সরাসরি তার গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, তা হলাে—
(ক) ল্যাটিস এনথালপি
(খ) উর্ধ্বপাতন এনথালপি
(গ) বাষ্পীকরণ এনথালপি
(ঘ) পরমাণুকরণ এনথালপি


২৮। পারমাণবিক সংখ্যা 59 বিশিষ্ট মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
(ক) IB
(খ) IIB
(গ) VB
(ঘ) IIIB


২৯। নিচের কোন বিক্রিয়ায় চাপ বাড়ালে উৎপাদের পরিমাণ বাড়ে?
(ক) 2HI(g) = H2(g) + I2(g)
(খ) N2O4(g) = 2NO2(g)
(গ) N2(g) + 3H2(g)= 2NH3(g)
(ঘ)  COCI2(g) = CO(g) + Cl2(g)
.

৩০। নিচের কোন বিক্রিয়ার সাহায্যে কোন যৌগে-COCH3 কার্যকরী গ্রুপের উপস্থিতি শনাক্ত করা যায়?
(ক) ফ্রিডেল-ক্রাফটস বিক্রিয়া
(খ) ক্যানিজারাে বিক্রিয়া
(গ) উর্টজ বিক্রিয়া
(ঘ) হ্যালােফর্ম বিক্রিয়া


৩১। 4°Cউষ্ণতায় বিশুদ্ধ পানির মােলার গাঢ়ত্ব (মােল/লিটার) কত হবে?
(ক) 27.78
(খ) 18.00
(গ) 55.56
(ঘ) 1.00

৩২। নিচের কোনটি প্রয়ােগ করে কাঁচা ফল পাকানাে হয়?
(ক) Ca + H2O
(খ) CaC2
(গ) Cas
(ঘ) CaC2 + CH3OH
.


৩৩। 
(ক) 
(খ)
(গ) 
(ঘ) 

৩৪। শ্রেণি বিন্যাসে ডেনিয়েল কোষ হল—
(ক) এক তরল মৌলিক কোষ
(খ) দুই তরল মৌলিক কোষ
(গ) লেড সঞ্চয়ী কোষ
(ঘ) নিকেল সঞ্চয়ী কোষ

৩৫। ইথানয়িক এসিড ও জলীয় NaHCO3 এর বিক্রিয়ায় CO2 এর বুদবুদ তৈরি হয় । এখানে CO2 এর কার্বনটি আসে –--
(ক) ইথানয়িক এসিড হতে
(খ) NaHCO3 হতে
(গ)  বায়ু হতে
(ঘ) ইথানয়িক এসিড ও NaHCO3 হতে
.

৩৬। STP তে কোনাে গ্যাসের IL এ কত মােল গ্যাস থাকে?
(ক) 0.045
(খ) 0.224
(গ) 0.45
(ঘ) 2.24

৩৭। সবচেয়ে শক্তিশালী অজৈব অম্ল হল—
(ক) HCl
(খ) HNO3
(গ) H2SO4
(ঘ) HCIO2
.


৩৮। 5ml 2N NaOH এবং 2ml 5N NaOH কে একত্রে মিশালে দ্রবণের ঘনমাত্রা হবে—
(ক) 3.5 N
(খ) 3.7 N
(গ) 2.5 N
(ঘ) 2.86 N

৩৯। 44g CO2 এ কার্বন পরমাণুর সংখ্যা___
(ক) 6.023×1023
(খ) 6.023×1022
(গ)  2.24x1023
(ঘ) কোনােটিই নয়
.


৪০। NaCI পানিতে দ্রবীভূত হলে পাওয়া যায়—
(ক) NaOH + HCI
(খ) Na+(H2O)+ CI-(H2O)
(গ) NOCI + H2
(ঘ) H+ + OH-
.

৪১। H2SO4 + K2Cr207 + KI এর বিক্রিয়ায় প্রধান উৎপাদটি হলাে—
(ক) K2SO4
(খ) Cr2(SO4)3
(গ) l2
(ঘ) Crl2
.


৪২। আদর্শ দ্ৰৰণ কোন সূত্রটি মেনে চলে?
(ক) বয়েল এর সূত্র
(খ) চার্লস এর সূত্র
(গ) রাউল্ট এর সূত্র
(ঘ) ডাল্টন এর সূত্র

৪৩। শিখা পরীক্ষায় বেগুনী বর্ণের শিখা প্রদর্শন করে—
(ক) Na
(খ) CO2
(গ) Ca
(ঘ) K


৪৪। নিচের কোনটি আদর্শ গ্যাস?
(ক) O2
(খ) CO2
(গ) N2
(ঘ) কোনােটিই নয়

৪৫। ম্যাগনেটাইট যে ধাতুর আকরিক, তাহলাে—
(ক) Mg
(খ) Mn
(গ) Fe
(ঘ) Zn

 
৪৬। নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে?
(ক) CH2 = CH2
(খ) CHCI = CHCI
(গ) CH3-CH3
(ঘ) CH3-CHO

৪৭। লুকাস বিকারক হলাে—
(ক) HCI + ZnCl2
(খ) H2SO4 + ZnCl2
(গ) H2O+ ZnCl2
(ঘ) NaOH + ZnCl2
.


৪৮। CaF2 গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় HF এসিড প্রস্তুতিতে ব্যবহৃত পাত্র হলাে—
(ক) প্লাটিনাম পাত্র
(খ) চীনামাটির পাত্র
(গ) নিকেল পাত্র
(ঘ) তামার পাত্র

৪৯। ‘ফ্রি-ব্যাডিকেল' গুলােতে মুক্ত ইলেকট্রন থাকার কারণে তারা ___
(ক) ক্যাটায়ন
(খ) রাসায়নিকভাবে নিষ্ক্রিয়
(গ) অ্যানায়ন
(ঘ) রাসায়নিকভাবে বেশি সক্রিয়


৫০। প্রােটিনে এমাইনাে এসিডগুলাে-বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে।
(ক) গ্লাইকোসাইডিক
(খ) আয়নিক
(গ) সমযােজী
(ঘ) পেপটাইড

৫১। m-এর মান কত হলে 5i^ + 2j^+ 3k^ এবং 15i^ + mj^+9k^ ‘ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে?
(ক) 2
(খ) 4
(গ) 6
(ঘ) 8


৫২। একটি বস্তুকে 98ms-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলাে । বস্তুটি সর্বাধিক উচ্চতায় পৌছতে কত সেকেন্ড লাগবে?
(ক) 10
(খ) 15
(গ) 18
(ঘ) 20

৫৩। বৃত্তের গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি?
(ক) mrω
(খ) mr2ω
(গ) mrω2
(ঘ) ωmr
.


৫৪। 2N বল কোনাে নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60° কোণ উৎপন্ন করে 5m দূরে গেল । কাজের পরিমাণ কত?
(ক) 2.5J
(খ) 5J
(গ) 10J
(ঘ) 15J

৫৫। 25N বল দ্বারা কোনাে স্প্রিংকে টেনে 10cm বৃদ্ধি করা হলাে । এর স্প্রিং ধ্রুবক কত?
(ক) 22.5 Ncm
(খ) 250Ncm
(গ)  2.5Nm
(ঘ) 250Nm-1
.

৫৬। পৃথিবীর ভর M এবং ব্যাসার্ধ R হলে, h উচ্চতায় কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ—
(ক) √[GM➗(R+h)]
(খ) √[(R+h)➗GM]
(গ) [GM➗(R+h)]
(ঘ) [(R+h)➗GM]
.


৫৭। সরল ছন্দিত গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ y = 4sin[2π(360t-0.2)]:কণাটির বিস্তার কত?
(ক) 0.2
(খ) 360
(গ) 2π
(ঘ) 4

৫৮। তরলের পৃষ্ঠে কোনাে তেল বা চর্বি জাতীয় পদার্থ ভাসমান থাকলে তরলের পৃষ্ঠটান কি হয়?
(ক) বেড়ে যায়
(খ) দ্বিগুণ বাড়ে
(গ) কমে যায়
(ঘ) সমান থাকে


৫৯। L দৈর্ঘ্য এবং A প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারে দৈর্ঘ্য বরাবর F বল প্রয়ােগ করায় দৈর্ঘ্য l পরিমাণ বৃদ্ধি পায়। তারটিতে কৃতকাজের পরিমাণ কত?
(ক) F × L
(খ) F× L/2
(গ) E × L
(ঘ) F× 1/2
.

৬০। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায় :
(ক)  80°
(খ) –80°
(গ) - 40°
(ঘ)  40°

৬১। তাপমাত্রার পরিবর্তন না করে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হতে একক ভরের বর্জিত তাপকে বলা হয়—
(ক) সুপ্ততাপ
(খ) গলনের আপেক্ষিক সুপ্ততাপ
(গ) কঠিনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ
(ঘ) বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ


৬২।  কোনাে তরঙ্গের উপর অবস্থিত সমদশাসম্পন্ন কণাগুলাের গতিপথকে বলা হয় –
(ক) বিস্তার
(খ) তীব্রতা
(গ) দশা
(ঘ) তরঙ্গমুখ

৬৩। একটি নির্দিষ্ট মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গের কম্পাঙ্ক 480 Hz । তরঙ্গের পর পর দুটি নিস্পন্দ বিন্দুর দুরত্ব 0.75m । ঐ মাধ্যমে তরঙ্গ বেগের মান কত?
(ক) 75.5 ms-1
(খ)  730 ms-1
(গ) 720 ms-1
(ঘ) 715 ms-1
.


৬৪। ব্যান্ড সংগীতের তীব্রতা লেভেল কত?
(ক) 60dB
(খ) 80dB
(গ) 120dB
(ঘ) 30dB

৬৫। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 25cm ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য 150V । তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত?
(ক) 600Vm-1
(খ) 60Vm-1
(গ) 60OVm
(ঘ) 60Vm
.

৬৬। একটি কোষের তড়িৎ চালক শক্তি 1.5V এবং অভ্যন্তরীন রােধ 2Ω । এর প্রান্তদ্বয় 10Ω রােধের তার দ্বারা যুক্ত করলে কত তড়িৎ প্রবাহিত হবে?
(ক) 0.125A
(খ) 0.15A
(গ) 0.3A
(ঘ) 3A


৬৭। পানির হিমাঙ্ক কত?
(ক) 0°F
(খ) 212°F
(গ) 100°F
(ঘ) 32°F

৬৮। মানুষের শ্রাব্যতার সীমা কত?
(ক)  <20 Hz
(খ) 20 Hz- 20 kHz
(গ) 20 Hz-20 MHz
(ঘ) > 20 kHz


৬৯। '-50 D' ক্ষমতা বিশিষ্ট একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব কত?
(ক)  0.02m
(খ) 0.20m
(গ) 0.25m
(ঘ) - 0.02m

৭০। পরম শূন্য (Absolute zero) সমান কত?
(ক) 0°C
(খ) 0°F
(গ) 0°R
(ঘ) 0 K

৭১। ১ টেসলা সমান কত?
(ক) 1gauss
(খ)  1 weber
(গ) 1 weber m -2
(ঘ) 1 weber m -1
.


৭২। একটি কক্ষে গরম পানিপূর্ণ একটি পাত্র রাখা হলে এটি 80°C থেকে 75°C-এ শীতল হতে T1 সেকেন্ড, 70°C এ শীতল হতে T2 সেকেন্ড এবং 70°C থেকে 65°C এ শীতল হতে T3 সেকেন্ড লাগবে । নিচের কোন রাশিটি সঠিক?
(ক) T1 < T2 <T3
(খ) T1 > T2 > T3
(গ) T1 < T2 >T3
(ঘ) T1 + T2 = T3
.

৭৩। দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হলে, আধানদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বল কি হয়?
(ক) দ্বিগুণহাস পায়
(খ) দ্বিগুণ বৃদ্ধি পায়
(গ) চারগুণ হাস পায়
(ঘ) চারগুণ বৃদ্ধি পায়


৭৪। আপেক্ষিক রােধ’ এর একক কি?
(ক) ohm
(খ) mho
(গ) ohm m
(ঘ) mho m

৭৫। একটি যন্ত্রের কর্মদক্ষতা সমান কত?
(ক) [নিবেশ কাজ (work input)➗উৎপাদিত কাজ (work output)] × 100%
(খ) (উৎপাদিত কাজ ➗ নিবেশ কাজ) × 100%
(গ) [নিবেশ কাজ ➗(নিবেশ কাজ + উৎপাদিত কাজ)] × 100%
(ঘ) [উৎপাদিত কাজ ➗(নিবেশ কাজ + উৎপাদিত কাজ)] × 100%
.

৭৬। ICBN (International Code of Botanical Nomenclature) অনুসারে শ্রেণিবিন্যাসের প্রতিটি একককে কি বলে?
(ক) Genus
(খ) Taxon
(গ) Species
(ঘ) Kingdom


৭৭। কোনটি স্টপ কোডন নয়?
(ক) AGA
(খ) UAG
(গ) UAA
(ঘ) UGA

৭৮। DNA হইতে RNA তে বার্তা স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে?
(ক) Replication
(খ) Tanscription
(গ) Translation
(ঘ) Mutation


৭৯। কোন বিজ্ঞানী তামাকের মােজাইক ভাইরাসকে পৃথক করতে সক্ষম হন?
(ক) Dimitri Iwanowsky
(খ) Pirie
(গ) Stanley
(ঘ) Shafferman

৮০। DNA এর জন্য অপরিহার্য কোনটি?
(ক) Glucose
(খ) Ribose
(গ) Deoxy-ribose
(ঘ) Fructose

৮১। তাপমাত্রা বৃদ্ধি হলে সাধারণত উদ্ভিদের লবণ পরিশােষণে কি পরিবর্তন হয়?
(ক) বাড়ে
(খ) কমে
(গ) প্রভাব নেই
(ঘ) কোনােটিই নয়


৮২। কিন্তু উদ্ভিদকে কোনটির কারণে C3 উদ্ভিদ বলা হয়?
(ক) Cyclic phosphorylation
(খ) Hatch-Slack cycle
(গ) Calvin cycle
(ঘ) Pentose phosphate cycle

৮৩। প্রােক্যারিওটিক কোষে কোন অঙ্গাণু বিদ্যমান?
(ক) Golgi apparatus
(খ) Mitochondria
(গ) Ribosome
(ঘ) Lysosome


৮৪। কোন ধরনের কোষে লাইসােজোম অনুপস্থিত?
(ক) Liver cell
(খ) Red blood cell
(গ) Neuron cell
(ঘ) Kidney cell

৮৫। কোনটি নন-রিডিউসিং সুগার?
(ক) Frusctose
(খ) Sucrose
(গ) Dextrose
(ঘ) Cellubiose

৮৬। কোনটি ভিরিয়ন এর ক্ষেত্রে প্রযােজ্য নয়?
(ক) নিউক্লিক এসিডবিহীন
(খ)  সংক্রমণ ক্ষমতা সম্পন্ন
(গ) ক্যাপসিড আবরণে আবৃত
(ঘ) পূর্ণাঙ্গ ভাইরাস


৮৭।  কচি পাতার কুণ্ডলিত অবস্থাকে কি বলা হয়?
(ক) র্যাকিস
(খ) সারসিনেট ভারনেশন
(গ) ফলস এন্ডুসিয়াম
(ঘ) সােরাস

৮৮। Reverse transcription প্রক্রিয়ায় কি তৈরি হয়?
(ক) DNA থাকে DNA
(খ) DNA থাকে RNA
(গ) RNA থাকে DNA
(ঘ) DNA থাকে Protein


৮৯। নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রাভ বনাঞ্চলে দেখা যায়?
(ক) খেজুর পাম।
(খ) সাগু পাম
(গ) নিপা পাম
(ঘ) তাল পাম

৯০। ডেঙ্গু রােগ ছড়ায়__
(ক) Aedes aegypti মশা
(খ) House flies
(গ) Anopheles মশা
(ঘ) ইদুর ও কাঠবেড়ালী

৯১। ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?
(ক) প্রাসটিড
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) নিউক্লিওলাস
(ঘ) ক্রোমাটিন বস্তু


৯২। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় ___
(ক) পিসিকালচার
(খ) এপিকালচার
(গ) মেরিকালচার
(ঘ) সেরিকালচার

৯৩। নিচের কোনটি ব্যাকটেরিওফাজ?
(ক) TMV
(খ) T2
(গ) Influenza
(ঘ) Cellobiose
.


৯৪। কোনটি পিউরিন বেস?
(ক) সাইটোসিন
(খ) ইউরাসিল
(গ) থাইমিন
(ঘ) অ্যাডেনিন

৯৫। শৈবালের সচল স্পােরকে কী বলে?
(ক) জুস্পাের
(খ) অ্যাপ্লানােস্পাের
(গ) হিপনােস্পাের
(ঘ) অটোম্পাের

৯৬। নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
(ক) ট্রিপসিন
(খ) লাইপেজ
(গ) টায়ালিন
(ঘ) অ্যামাইলেজ


৯৭। সিমেন্টের জমাট বাঁধার প্রক্রিয়াকে মন্থর করতে কোনটি ব্যবহার করা হয়?
(ক) Ca(OH)2
(খ) Al(OH)3
(গ) CaSO4.2H2O
(ঘ) 3CaO.Al2O3
.

৯৮। মানুষের শুক্রাণুর মাথার বেশিরভাগ অংশে ভাগ করা যায়?
(ক) সেন্টিওল
(খ) ফ্লাজেলাম
(গ) নিউক্লিয়াস
(ঘ) পােলার বডি


৯৯। কোন প্রাণিকে যেকোনাে তল বরাবর সমান অংশে ভাগ করা যায়?
(ক) সী অ্যানিমন
(খ) টিনােফোরা
(গ) ভলভক্স
(ঘ) স্পঞ্জ

১০০। সেরিব্রাল হেমিস্ফিয়ারের পৃষ্ঠতলে নিচু জায়গার নাম কি?
(ক) জাইরাস
(খ)  ফিসার
(গ) ফিকচার
(ঘ) পনস

কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....

Powered by Blogger.