BSc Nursing Total Fees in Private College
বেসরকারি বি.এস.সি নার্সিং যেকোনো কলেজে ভর্তি হলে আপনাকে নিম্নোক্ত ফিসমূহ দিতে হবে। এই ফিগুলো নার্সিং কাউন্সিল কর্তৃক নির্ধারীত ফি, যা সরকারি বেসরকারী সকল শিক্ষার্থীকেই দিতে হয়।
SL. | BSc Nursing Government Fees | TK. |
১. | বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল এ শিক্ষার্থী নিবন্ধন ফি | ৫৫০/- |
২. | শিক্ষাবোর্ড থেকে সনদপত্র ও নম্বরপত্র যাচাই ফি | ৮০০/- |
৩. | পরিচয়পত্র ফি | ১০০/- |
৪. | সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর নার্স পেশার নিবন্ধন ফি (স্টাফ রেজিস্ট্রেশন) | ৩০০০/- |
সর্বোমোট ফি = | ৪৪৫০/- |
অন্যান্য ফি সমূহের ক্ষেত্রে বিভিন্ন কলেজের ক্ষেত্রে ফি এর কিছুটা কম বেশি রয়েছে। নিচে কয়েকটি ভালমানের বেসরকারি বি.এস.সি নার্সিং কলেজের ফি এর তথ্য তুলে ধরা হলোঃ
১। ইসলামী ব্যাংক নার্সিং কলেজে, রাজশাহী
ভর্তির সময় এককালীন যে ফিসমূহ একসাথে দিতে হবেঃ
উন্নয়ন তহবিল ফি = ৩০,০০০ টাকা
ভর্তি ফি = ৬,০০০/=
টিউশন ফি = ৬,০০০/
সেশন চার্জ = ৬,০০০
রেজিঃ (কাউন্সিল) = ৪,২০০
সার্টিফিকেট ভেরিফিকেশন = ১,০০০
লাইব্রেরী + ল্যাব + প্রাকটিক্যাল = ২,০০০
ক্রিয়া ও সাংস্কৃতিক = ১,৫০০
- ভর্তির সময় মোট টাকা দিতে হবে = ৫৬,৭০০ টাকা
- ভর্তির পর ৪র্থ বর্ষ পর্যন্ত মোট টিউশন ফি দিতে হবে ৯০,০০০
- দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বছরে সেশন চার্জ (এককালীন প্রদেয়) ৬০০০ x ৩ = ১৮,০০০/=
- পরীক্ষার ফি নির্ধারিত হারে (পরীক্ষার পূর্বে প্রদেয়) = ১৬,০০০/=
সর্বমোট খরচঃ ১,৮০,৭০০/=
বিস্তারিত>> http://ibncr.edu.bd/admission-info/
২। শ্যামলী নার্সিং ইনস্টিটিউট, ঢাকা এবং ট্রমা নাসিং ইন্সটিটিউট, ঢাকা
বি.এস.সি নার্সিং কোর্সের ফি সমূহঃ
- ভর্তি ফিঃ ১০,০০০/-
- উন্নয়ন ফিঃ ৮০,০০০/-
- মাসিক বেতনঃ ২,০০০ x ৩৮ = ৭৬,০০০/-
- মাঠ প্রশিক্ষণ ফি ২য় বৎসর ১০,০০০/-
- মাঠ প্রশিক্ষণ ফি ৩য় বৎসর ১০,০০০/-
সর্বমোট খরচঃ- ১,৮৬,০০০/- (পরীক্ষার ফি ধরা হয়নি)
৩। ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল
- ভর্তি ফি = ১০,০০০/-
- উন্নয়ন ফি = ৫৬,০০০/-
- টিউশন ফি (প্রতি মাসের) = ২,০০০/-
- মহিলাদের হোস্টেল ফি = ১,০০০/-
সর্বমোট খরচঃ- ২,১০,০০০/- (পরীক্ষার ফি ধরা হয়নি)
৪। সি আর পর নার্সিং কলেজ, ঢাকা
বিস্তারিত>> http://www.crpnc.edu.bd/admissions/circular/বিশেষ দ্রষ্টব্য- উপরে বর্ণিত ফি সমূহ ব্যতিত বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক ধার্যকৃত রেজিস্ট্রেশন ফি, মিডটার্ম ফি, সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি যথাসময়ে ছাত্র-ছাত্রীদেরকে পরিশোধ করতে হবে।
বিঃদ্রঃউপরে কয়েকটি নার্সিং কলেজের তথ্য দেয়া হয়েছে শুধুমাত্র ধারণা নেয়ার জন্য। অনেক কলেজে এর থেকেও কম টাকা লাগে। তবে ভালোমানের কলেজগুলোতে সাধারণত এরকমই খরচ লেগে থাকে।
Social Media Icons