বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৭

সময়ঃ ১ ঘন্টা, পূর্ণমানঃ ১০০
[মোট প্রশ্ন ১০০(একশত)। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১(এক) নম্বর]

১।  I am looking forward --- you.
(ক) to seeing
(খ) seeing
(গ)  to see
(ঘ) to have seen


২। 'Blockbuster' means.
(ক) a large solid piece of stone
(খ) a device to cut off of a person's head as a punishment.
(গ) something that makes movement difficult
(ঘ) a book or film that is very successful, especially because its exciting.

৩।  A person who has come to live permanently in country from his own is called___
(ক) an immigrant
(খ) an emigrant
(গ)  a foreigner
(ঘ) a traveler


৪। 'How do you do' is___
(ক) an inquiry about somebody' health
(খ) merely a formal greeting
(গ) a formal question when one meets one's friend
(ঘ) use to know the profession of a person

৫। The abbreviation GRE stands for__
(ক) General Reading English
(খ) Graduation Reading Exam
(গ) Grade Reading Examination
(ঘ) Graduate Record Examination


৬। The Good Earth deals with ___
(ক) Irish life
(খ) English life
(গ) Chinese life
(ঘ) Japanese life

৭। Which one of these sentences is a compound sentence?
(ক) Owing to weakness I can not walk
(খ)  As I am weak I can not walk
(গ) I am weak but I can walk
(ঘ) I am too weak to walk


৮। A synonym of 'resentment's is—
(ক) fear
(খ) indignation
(গ) panic
(ঘ) anger

৯। Which type of noun is kindness?
(ক) proper
(খ) common
(গ) abstract
(ঘ) material


১০। The king left — heir.
(ক) the
(খ) a
(গ) an
(ঘ) two

১১। His wife reminded him___
(ক) of his appointment
(খ) to go his appointment
(গ) to his appointment
(ঘ) his a appointment


১২। Change the verb 'lose' into noun.
(ক) lost
(খ) loose
(গ) loss
(ঘ) losing

১৩। It's impolite to break -- when someone else is talking.
(ক) in
(খ) on
(গ) into
(ঘ) off


১৪। What do we call a man who controls a game of football?
(ক) Captain
(খ) Coach
(গ) Goalkeeper
(ঘ) Referee

১৫। Choose the correct spelling.
(ক) etiquet
(খ) ettiquettee
(গ) etiquette
(ঘ) etiqutte


১৬। What is meteorology?
(ক) to measure with a meter
(খ) the scientific study of weather and climate
(গ) branch or geography dealing with ocean
(ঘ) the scientific study of a mountain


১৭। The customer gets what he pays—
(ক) off
(খ) at
(গ) for
(ঘ) form

১৮। When a writer writes the story of his own it is called__
(ক) an autobiography
(খ) a biography
(গ)  a diary
(ঘ) a chronology


১৯। The antonym of the word 'benign' is___
(ক) tenfold
(খ) peaceful
(গ) blessed
(ঘ) malignant

২০।  The 'Protagonist' means___
(ক) the villain in a play
(খ) The central figure of a drama
(গ) the clown in a play
(ঘ) the stage director of a play


২১।  'Out and out' means___
(ক) not at all
(খ) man of outside
(গ) to be last
(ঘ) thoroughly

২২। No sooner had I reached the station --- the train left.
(ক) then
(খ) while
(গ) than
(ঘ) when


২৩। 'Justice delayed is justice denied' was stated by___
(ক) Disraeli
(খ) Emerson
(গ) Gladstone
(ঘ) Shakespeare

২৪। 'All the perfumes of Arabia will not sweeten this little hand' is a quotation from__
(ক) Hamlet
(খ) Othello
(গ) King Lear
(ঘ) Macbeth


২৫।  The relationship --- poverty and resources is a political, as well as an economic issue.
(ক) of
(খ) among
(গ) with
(ঘ) between

২৬। কোনটি আদি কোষের উদাহরণ?
(ক) ভাইরাস
(খ) ব্যাকটেরিয়া
(গ) সবুজ শৈবাল
(ঘ) ছত্রাক


২৭। কোন অঙ্গাণুটি শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়?
(ক) নিউক্লিয়াস
(খ) ক্লোরােপ্লাস্ট
(গ) রাইবােজোম
(ঘ) গলগি বডি


২৮। কোনটিতে ‘গিল’ থাকে?
(ক) Penicillium
(খ) Agaricus
(গ) Aspergillus
(ঘ) Mucor


২৯। কোনটিতে সারসিনেট ভার্নেশন দেখা যায়?
(ক) Pteri's
(খ) Richie
(গ) Gnetum
(ঘ) Artocarpus

৩০। কোনটি উৎপাদক?
(ক) ফাইটোপ্লাংক্টন
(খ) জুপ্লাংক্টন
(গ) ছােট মাছ
(ঘ) বড় মাছ


৩১। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমােজোমগুলাে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে?
(ক) প্রফেজ
(খ) মেটাফেজ
(গ) টেলােফেজ
(ঘ) অ্যানাফেজ

৩২। ফায্ কোন প্রকৃতির অণুজীব?
(ক) ছত্রাক
(খ) ব্যাকটেরিয়া
(গ) ভিরয়েড
(ঘ) ভাইরাস


৩৩। রাইজয়েড কোন উদ্ভিদে থাকে?
(ক) Petri's
(খ) Cycas
(গ) Hibiscus
(ঘ) Riccia

৩৪। ফ্লোয়েম টিস্যুর অংশ কোনটি?
(ক) ট্রাকিড
(খ) সীভনল
(গ) ভেসেল
(ঘ) ক্যাম্বিয়াম

৩৫। সেলুলেজ কোন জাতীয় পদার্থ?
(ক) শর্করা
(খ) লবণ
(গ) উৎসেচক
(ঘ) স্নেহ

৩৬।  নিচের কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম?
(ক) Azotobacter
(খ) Bacillus
(গ) Escherichia
(ঘ) Salmonella

৩৭।  ছত্রাক ঘটিত রােগ কোনটি?
(ক) পেপের রিং স্পষ্ট
(খ)  ধানের ব্লাইট
(গ) কলেরা
(ঘ) আলুর বিলম্বিত ধ্বসা


৩৮।  গ্লাইকোলাইসিস কোষের কোন অংশে সংঘটিত হয়?
(ক) রাইবােজোম
(খ) সাইটোপ্লাজম
(গ) নিউক্লিয়াস
(ঘ) ক্লোরােপ্লাস্ট

৩৯। নিচের কোনটি রােধ করার জন্য ইমাঙ্কুলেশন করা হয়?
(ক) স্বপরাগায়ন
(খ) মুক্ত পরাগায়ন
(গ) পর পরাগায়ন
(ঘ) সংকরায়ন


৪০।  কোনটি ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদ?
(ক) শাল
(খ) গরান
(গ) কুরচি
(ঘ) শতমূলী

৪১। শ্রেণিবিন্যাসের ক্ষুদ্রতম একক কোনটি?
(ক) প্রজাতি
(খ) গণ
(গ) পরিবার
(ঘ) পর্ব


৪২। বাংলাদেশের জাতীয় মাছের বৈজ্ঞানিক নাম কোনটি?
(ক) Labeo rohita
(খ) Tenualosa ilisha
(গ) Gavialis gangeticus
(ঘ) Panthera tigris

৪৩। নেমাটোসিস্ট কোন প্রাণিতে পাওয়া যায়?
(ক) হাইড্রা
(খ) তেলাপােকা
(গ) তেলাপিয়া
(ঘ) রুই


৪৪। ঘাস ফড়িং-এর কোন উপাঙ্গটি জিহ্বার মতাে কাজ করে?
(ক) ল্যাব্রাম
(খ) ম্যান্ডিবল
(গ) ম্যাক্সিলা
(ঘ) হাইপােফ্যারিংস

৪৫। রুই মাছ প্রকৃতিতে কোথায় প্রজনন করে?
(ক) পুকুরে
(খ) হ্যাচারীতে
(গ) নদীতে
(ঘ) অভয়াশ্রমে

 
৪৬। ম্যালপিজিয়ান নালিকা কোন প্রাণীর প্রধান রেচন অঙ্গ?
(ক) কেঁচো
(খ) হাইড্রা
(গ) কবুতর
(ঘ) ঘাস ফড়িং

৪৭। জীবের বাহ্যিক লক্ষণকে বলে—
(ক) মরফোটাইপ
(খ) ফিনােটাইপ
(গ) জিনােটাইপ
(ঘ) এপ্রােটাইপ


৪৮। মানব দেহের দীর্ঘতম কোষ হচ্ছে—
(ক) স্নায়ু কোষ
(খ) রক্ত কোষ
(গ) যকৃত কোষ
(ঘ) পেশী কোষ

৪৯। কোনটি মানুষের লালায় থাকে না?
(ক) গ্যাস্ট্রিক হরমােন
(খ) মিউকাস
(গ) টায়ালিন
(ঘ) মলটেজ


৫০।  মানুষের দেহের কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়?
(ক) A গ্রুপ
(খ) Bগ্রুপ
(গ) AB গ্রুপ
(ঘ) O গ্রুপ

৫১। ডায়ামভের গঠনে প্রতিটি কার্বন পরমাণুর সংকরিত অরবিটালের আকৃতি হলাে—
(ক) sp2
(খ) sp3
(গ) sp3 d2
(ঘ) sp3 d
.


৫২। একজন রােগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10m mol/L, mg/dL এককে এর পরিমাণ কত?
(ক) 180 mg/dL
(খ) 18 mg/dL
(গ) 180 x102 mg/dL
(ঘ) 18× 102 mg/dL

৫৩।  কোনটি অ্যারােমেটিক হাইড্রোকার্বন?
(ক) CH
(খ) - CH
(গ) CH2 - O
(ঘ) CH3 - O - CH3
.


৫৪। কোন উক্তিটি সঠিক?
(ক) N2O5 একটি শক্তিশালী বিজারক
(খ) গ্রুপ-VA শ্রেণির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে আয়নীকরণ বিভব বৃদ্ধি পায়
(গ) আয়রন পাইরাইটস আকরিক হতে SO2 উৎপাদন করা হয়
(ঘ) নিউক্লিক এসিড একটি বায়ােপলিমার

৫৫। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নিচের কোনটি নির্দেশ করে?
(ক) অরবিটালের কৌণিক অবস্থানের দিক
(খ) ইলেকট্রনের ঘূর্ণনের দিক
(গ) কক্ষপথের আকৃতি
(ঘ) কক্ষপথের আকার

৫৬। একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 50 sec হলে বিক্রিয়াটির 75% সম্পন্ন হতে কত সময়ের প্রয়ােজন হবে?
(ক) 100.21 min
(খ) 1.667 min
(গ) 1.766 min
(ঘ) 16.67 min


৫৭। নিম্নের কোন যৌগটি অলােকসমানুতা প্রদর্শন করে?
(ক) CH3 CH (OH) (COOH)
(খ) CH2 CH Br CH3
(গ) CH3 CH = CH CH3
(ঘ) CH3 CH2 COOH
.

৫৮। কঠিন জৈব যৌগকে বিশুদ্ধকরণের পদ্ধতি কোনটি?
(ক) পাতন
(খ) কেলাসন
(গ) আংশিক পাতন
(ঘ) উর্ধ্ব পাতন


৫৯। রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা কী?
(ক) সাম্যবস্থার পরিবর্তন আনা
(খ) প্রভাবকের রাসায়নিক পরিবর্তন
(গ) উৎপাদকের গুণগত পরিবর্তন আনা
(ঘ) বিক্রিয়ার সক্রিয় শক্তি হ্রাস

৬০। A জৈব যৌগটি নিনহাইড্রিনের সাথে বিক্রিয়া করে মনােরােম নীল বর্ণ ধারণ করে । A যৌগটি হচ্ছে—
(ক) গ্লুকোজ
(খ) ফিনাইল অ্যালানিন
(গ) অ্যাডিনােসিন
(ঘ) গ্লাইকোজেন

৬১। 
(ক) 
(খ) 
(গ) 
(ঘ)


৬২। নিচের কোনটি সিস ট্রান্স সমাণু দেয় না?
(ক) বিউটিন-২
(খ) 2,3- ডাইক্লোরােবিউটিন-2
(গ) 2,3- ডাইক্রোরােবিউটিন-1
(ঘ) 2.3- ডাইক্রোরােবিউটিন-2

৬৩। 10gCO2 গ্যাসের কতটি অণু থাকে?
(ক) 1.37 × 1023
(খ) 13.7 × 1023
(গ)  0.137 × 1023
(ঘ)  1.36  × 1022
.


৬৪।  K2 Cr2 07 যৌগটির কেলাস এর গঠন কাঠামাে কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
(ক) ঘনক
(খ) টেট্রাগােনাল
(গ) হেক্সাগােনাল
(ঘ) ট্রাইক্লিনিক শ্রেণির

৬৫। নিচের কোন যৌগটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়?
(ক) H-CHO
(খ) C6H5 -CHO
(গ) (CH3)3-C-CHO
(ঘ) CH3 -- CHO
.

৬৬। R2 C = 0 যৌগকে জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে পাওয়া যায়—
(ক) 2° অ্যালকোহল
(খ) অ্যালডিহাইড
(গ) কার্বক্সিলিক এসিড
(ঘ) 3° অ্যালকোহল


৬৭। NaCl কে H2SO4 এর সাথে উত্তপ্ত করলে নিম্নের সমীকরণ অনুসারে HCl উৎপন্ন হয় । 2NaCl + H2SO4 = Na2SO4 + 2HCl; 100g NaCl হতে কত গ্রাম HCl পাওয়া যাবে?
(ক) 62.39g
(খ) 6.239g
(গ) 0.623g
(ঘ) 63.34g

৬৮।10% Na2 CO3 দ্রবণের মােলারিটিতে মাত্রা কত?
(ক) 9434 M
(খ) 0.9434 M
(গ) 9.434 M
(ঘ) 94.34 M


৬৯।  কার্বক্সিলিক এসিডের সাথে অ্যালকোহল বিক্রিয়া করলে কি ঘটে?
(ক) এসিড হালাইড
(খ) এস্টার
(গ) এসিড অ্যান হাইড্রোইইড
(ঘ) এসিড অ্যামাইড

৭০। 0.1 মােল অ্যাসিটিক এসিড এবং 0.1 মােল সােডিয়াম এসিটের বাফার দ্রবণের PH কত হবে?
(ক) 7.4
(খ) 6.0
(গ) 4.74
(ঘ) 5

৭১। আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হবে কিনা তা নিম্নের কোনটির উপর নির্ভর করে?
(ক) Hydration enthalpy
(খ) Lattice enthalpy
(গ) উপরের কোনােটিই নয়
(ঘ) উপরের দুটোই


৭২। শিখা পরীক্ষায় কোন ধাতুটি ইটের মতাে লাল রং দেয়?
(ক) Calcium
(খ) Potassium
(গ) Copper
(ঘ) Sodium

৭৩। বেনজিন একটি অ্যারােমেটিক যৌগ, কারণ—
(ক) এতে ৩টি ০ -বন্ধন আছে
(খ) এটি কোল-টার থেকে প্রাপ্ত
(গ) এতে ৬টি কনজুগেটেড π -ইলেকট্রন আছে
(ঘ) এটি প্রতিস্থাপন বিক্রিয়া দেয়


৭৪। নিচের কোন যৌগটি সমতলীয় নয়?
(ক) BCI3
(খ) NH3
(গ) XeF4
(ঘ) C2H4
.

৭৫।  ২,০০ মােল নিকেলে সর্বমােট পরমাণুর সংখ্যা কত?
(ক) 58.9
(খ) 118
(গ) 6.023 × 1023
(ঘ)1.2 × 1024
.

৭৬। A = i^+j^,B =k হলে—
(ক) A ও B পরস্পর সমান্তরাল
(খ) A ও Bপরস্পর লম্ব
(গ) A ও B এর মধ্যবর্তী কোণ 60°
(ঘ) A ও B এর মধ্যবর্তী কোণ 45°
.


৭৭। গাছে থাকা অবস্থায় একটি আপেল পৃথিবীকে f বল দ্বারা আকর্ষণ করছে এবং পৃথিবী আপেলকে F বল দ্বারা আকর্ষণ করছে। এখানে
(ক) F >> f
(খ) F > f
(গ) F = f
(ঘ) F <f

৭৮। একজন বালক 49 ms-1 বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করে । বলটি কত সময় শূন্যে থাকবে?
(ক) 1 সে.
(খ) 10 সে.
(গ) 20 সে.
(ঘ) 30 সে.


৭৯। কৌণিক বেগের একক কোনটি?
(ক) ডিগ্রি/মি.
(খ) রেডিয়ান/সে.
(গ) মিটার/সে.
(ঘ) সেন্টিগ্রেড/ সে,

৮০। ক্ষমতার মাত্রা সমীকরণ হলাে—
(ক) ML2T -2
(খ) ML3T -3
(গ) ML2T -3
(ঘ) M2L2T -2
.

৮১। একটি বস্তুর উপর 4N বল 10 sec ক্রিয়া করল । বস্তুটির উপর প্রযুক্ত বলের ঘাত কত?
(ক) 20 N-s
(খ) 15 N-s
(গ) 10 N-s
(ঘ) 40 N-s


৮২। 6 kg ভরের একটি বস্তু স্থির অবস্থায় ছিল । 30 N বল প্রয়ােগ করায় 10 sec পর বস্তুটির বেগ কত হবে?
(ক) 5 ms-1
(খ) 25 ms-1
(গ) 15 ms-1
(ঘ) 50 ms-1
.

৮৩। বিকৃতির একক হলাে—
(ক) N/m
(খ) N/m2
(গ) একক নাই
(ঘ) N/m3


৮৪। একটি সরলদোলক গতির বিস্তার A এবং দোলনকাল T । এর সর্বোচ্চ বেগ কত?
(ক) 2πA/T
(খ) 2π/AT
(গ) A2πT
(ঘ) AT/2

৮৫। পৃথিবীর কেন্দ্রে সরলদোলকের দোলনকাল—
(ক) 0 সে.
(খ) অসীম
(গ) 10 সে.
(ঘ) 100 সে.

৮৬। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে OK তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি হবে__
(ক) সর্বাধিক
(খ) শূন্য
(গ) খুব বেশিও না আবার কমও না
(ঘ) ধনাত্মক


৮৭। রূদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ কোনটির উপর নির্ভর করে?
(ক) তাপমাত্রার পরিবর্তন
(খ) আয়তনের পরিবর্তন
(গ) চাপের পরিবর্তন
(ঘ) তাপমাত্রার ও চাপের পরিবর্তন

৮৮। তরলে তড়িতাহিত করা হলে ঐ তরলের পৃষ্ঠটান—
(ক) বৃদ্ধি পায়
(খ) হ্রাস পায়
(গ) কোনাে পরিবর্তন হয় না
(ঘ) কোনােটিই নয়


৮৯। একটি শীতল বস্তুর তাপমাত্রা -33°C হলে তাপমাত্রার পরমস্কেলে এর মান কত?
(ক) 220 K
(খ) 235K
(গ) 245 K
(ঘ) 240 K

৯০। মাধ্যমে গতির দিক ও শব্দ তরঙ্গের গতির দিক একই হলে কী হবে?
(ক) শব্দ তরঙ্গের গতি বাড়বে
(খ) শব্দের ক্ষমতা বাড়বে
(গ) শব্দের তীব্রতা বাড়বে
(ঘ) শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে

৯১। কত তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 0°C তাপমাত্রায় শব্দের বেগের তিন গুণ হবে?
(ক) 2184°C
(খ) 2184 KC
(গ) 819°C
(ঘ) ৪19 K


৯২। 1 কিলােওয়াট-ঘণ্টা সমান কত জুল?
(ক) 36× 105 J
(খ) 35 × 1010 J
(গ) 36 × 1010 J
(ঘ) 38 × 105 J
.

৯৩। একটি পরিবাহীর ধারকত্ব 2uF । এতে কি পরিমাণ চার্জ প্রদান করলে এর বিভব 20 ভােল্ট হবে?
(ক) ৪×10-5 C
(খ) 2 × 10-5 C
(গ) 4 × 10-5 C
(ঘ) 10  × 10-5 C
.


৯৪। দর্শনাভূতির স্থায়ীত্বকাল—
(ক) 0.01 সে.
(খ) 0.1 সে.
(গ) 1 সে.
(ঘ) 0.5 সে.

৯৫। একটি কোষের তড়িৎ চালক বল 2V । এতে যখন 5A বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এর বিভব পার্থক্য 1.8V হয় । কোষটির অভ্যন্তরীণ রােধ কত?
(ক) 0.06Ω
(খ) 0.04Ω
(গ) 0.02Ω
(ঘ) 0.08Ω

৯৬। চৌম্বক ভ্রামকের একক কী?
(ক) Am2
(খ) Nm-1
(গ) m
(ঘ) Nm2
.


৯৭। পৃথিবীর দুই মেরুতে বিনতির মান কত?
(ক) 0°
(খ) 90°
(গ) 45°
(ঘ) 60°

৯৮। একটি দিক পরিবর্তী প্রবাহকের শীর্ষমান 50A হলে এর গড় বর্গ-বেগের বর্গমূল এর মান কত?
(ক) 33.35A
(খ) 70.70A
(গ) 25.00A
(ঘ) 100.00A


৯৯। তড়িৎ চৌম্বক বিকিরণের সকল তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কোন সমীকরণটি প্রযােজ্য?
(ক) c= π2
(খ) c=f2
(গ) c = f λ
(ঘ) c = πfλ

১০০। অবতল দর্পনের অতি নিকটে একটি বস্তু রাখলে বস্তুটির প্রতিবিম্বের আকার দেখা যাবে___
(ক) বস্তুটির সমান
(খ) বস্তুর চেয়ে ছােট
(গ) বস্তুর চেয়ে বড়
(ঘ) বস্তুর অর্ধেক

কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....

Powered by Blogger.