Diploma Nursing Admission Eligibility
বাংলাদেশে চলমান ডিপ্লোমা নার্সিং শিক্ষাক্রমের ভর্তি পরীক্ষা শুধুমাত্র নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক হয়ে থাকে। সরকারি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট ৪৬ টি এবং মোট আসন ২৭৩০ টি। BNMC অনুমোদিত বেসরকারি ইনস্টিটিউট রয়েছে ২৩৮ টি এবং মোট আসন ১১,৫০০ টি। BNMC অনূমোদিত বেসরকারি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট ২১৮ টি, আসন ১১,৫০০ টি।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক প্রণীত নার্সিং ভর্তির নীতিমালা অনুযায়ী ডিপ্লোমা নার্সিং ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা নিম্নরূপ: সরকারি ও বেসরকারী যেকোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে অবশ্যই ভর্তি পরীক্ষায় কমপক্ষে ৩০ নম্বর পেতে হবে। ৩০ এর কম পেলে কোনো বেসরকারী প্রতিষ্ঠানেও ভর্তি হওয়া যাবেনা।
ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য....
- প্রার্থীকে ২০২২ ও ২০২৩ ইংরেজী সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে।
- ২০২০ ও ২০২১ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- প্রার্থী SSC ও HSC তে Science/ Arts/ Commerce বা সমমান অন্য কোনোটি থেকে পাশ করলেই হবে।
- এজন্য নূন্যতম পয়েন্ট থাকতে হবে
- SSC = GPA 3.00 (minimum)
- HSC = GPA 3.00 (minimum)
- মোট পয়েন্ট কমপক্ষে 7.00 হতে হবে।
- বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- অবিবাহিত ও সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
- পুুরুষ/ মহিলা উভয়েই ভর্তি হতে পারবেন।
- ভর্তির পরে বিয়ে করলে বা আগে কেউ বিয়ে করে থাকলে, পরে প্রমাণিত হলে ভর্তি বাতিল হবে।
ভর্তি পরীক্ষায় কত নাম্বার পেলে ডিপ্লোমা নার্সিং এ চান্স পাওয়া যাবে?
কত নাম্বার পেলে নার্সিং এ চান্স পাবেন তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। তবে ২০২৩ সালের ভর্তি পরীক্ষার রেসাল্ট থেকে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কেউ ৬০ এর নিচে পেয়ে চান্স পায়নি। তবে জেলা কোটায় এবং উপজাতী/ মুক্তিযোদ্ধা প্রভৃতি কোটায় সর্বনিম্ন ৪০ পেয়েও চান্স হয়েছে।
৫ বছর আগেও নার্সিং ভর্তি পরীক্ষায় এতো বেশি কম্পিটিশন ছিলনা। নার্সদের জন্য দ্বিতৃয় শ্রেণীর সরকারী গেজেটেড অফিসার পদমর্যাদা দেয়ার পর থেকে এই পেশাতে শিক্ষার্থীদের আগ্রহ পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া চাকরীর ক্ষেত্রেও অন্য সকল পেশার চেয়ে নার্সিং পেশায় গত ছয় বছরে সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হয়ে সরকারীভাবে (BPSC Non Cader)
Social Media Icons