বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৬

বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৬
সময়ঃ ১ ঘন্টা, পূর্ণমানঃ ১০০
[মোট প্রশ্ন ১০০(একশত)। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১(এক) নম্বর]

১। কোষের শক্তিঘর কোনটি?
(ক) রাইবােজোম
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) লাইসােজোম
(ঘ) গলজি বস্তু


২। কোনটি স্তন্যপায়ী প্রাণী?
(ক) তিমি
(খ) হাঙ্গর
(গ) কচ্ছপ
(ঘ) কুমির

৩।  ডিএনএ কত সূত্রক বিশিষ্ট?
(ক) ০১
(খ) ০২
(গ) ০৩
(ঘ) ০৪


৪। কোনটিতে রক্তের লােহিত কণিকা তৈরি হয়?
(ক) অগ্নাশয়ে
(খ) যকৃত
(গ) হৃৎপিণ্ডে
(ঘ) অস্থিমজ্জায়

৫। কোনটি আমিষ খাদ্য পরিপাকে সাহায্য করে?
(ক) লাইপেজ
(খ) পেপসিন
(গ) অ্যামাইলেজ
(ঘ) সবকটি


৬। নিম্নের কোন শৈবালটি Rhodophycene-র অন্তর্ভুক্ত?
(ক) Spirogyra
(খ) Polysiphonia
(গ) Navicula
(ঘ) Nostoc

৭। যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধাপ্রাপ্ত হয়, তাকে বলে—
(ক) ইপিস্টেটিক জিন
(খ) হাইপােস্টোটিক জিন
(গ) প্রচ্ছন্ন জিন
(ঘ) কোনােটিই নয়


৮।  ক্রিস্টি কোথায় পাওয়া যায়?
(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) ক্লোরােপ্লাস্ট
(গ) রাইবােজোম
(ঘ) গলজি কমপ্লেক্স

৯। কোনটি RNA এর বৈশিষ্ট্য নয়?
(ক) এক সূত্রক
(খ) ইউরাসিল উপস্থিত
(গ) নাইট্রোজেন ক্ষারক উপস্থিত
(ঘ) ডিঅক্সিরাইবােজ সুগার উপস্থিত


১০। নিচের কোনটি নিউক্লিয়াসবিহীন জীবিত কোষ?
(ক) সঙ্গীকোষ
(খ) সীভনল
(গ) মূলরােম
(ঘ) প্যারেনকাইমা কোষ

১১। নিচের কোনটি বায়ােগ্যাসের উৎপাদক?
(ক) CH4
(খ) CO2
(গ) N2
(ঘ) H2O2
.


১২। সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ হলাে—
(ক) Acolla
(খ) Solanun
(গ) Wolffia
(ঘ) Corchorus

১৩। নিচের কোনটি ওয়াটার মোন্ড?
(ক) Penicillium
(খ) Saprolegnia
(গ) Agaricus
(ঘ) Helininthosporium


১৪। জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান উদ্দেশ্য কী?
(ক) পর্যটন উন্নয়ন
(খ) খাদ্য উৎপাদন বৃদ্ধি
(গ) বিবর্তনের ভারসাম্য রক্ষা
(ঘ) বিবর্তনের সহায়তা

১৫। ডাকবিল প্লাটিপাস কোন ভৌগােলিক অঞ্চলে বাস করে?
(ক) Oriental
(খ) Neotropical
(গ) Australian
(ঘ) African


১৬। গাটের কোন অংশ খাদ্য শোষণ করে?
(ক) Crop
(খ) Ileum
(গ) Stomach
(ঘ) Rectum


১৭।  লােহিত কণিকার আয়ু কত দিন?
(ক) 120
(খ) 60
(গ) 30
(ঘ) 15

১৮। কোন অস্থি অলিক্রানন প্রসেস বহন করে?
(ক) Tibia
(খ) Ulna
(গ) Humerus
(ঘ) Pubis


১৯। Entamoeba কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
(ক) Mastigophora
(খ) Sporozoa
(গ) Rhizopoda
(ঘ) Ciliata

২০। মানুষের রক্তে শ্বেতকণিকা ও লােহিতকণিকার অনুপাত___
(ক) ১ : ৫০০
(খ)  ১ : ৬৫০
(গ) ২ : ৭০০
(ঘ) ১ : ৭০০


২১। কোনটি চৌম্বক পদার্থ? -
(ক) পারদ
(খ) কোবাল্ট
(গ) বিসমাথ
(ঘ) অ্যান্টিমনি

২২। যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে—
(ক) ১০৫ ডিবি
(খ) ৭৫ ডিবি
(গ) ৯০ ডিবি
(ঘ) ১২০ ডিবি


২৩। একটি পাথরকে 4.9ms-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলাে । কত সেকেন্ড পরে পাথরটি ভূ-পৃষ্ঠে ফিরে আসবে?
(ক)  4.9s
(খ) 9.4s
(গ) 2s
(ঘ) 1s

২৪। নিচের কোনটি টর্কের মাত্রা সমীকরণ?
(ক) ML-1T1
(খ) ML2T -2
(গ) ML-T2
(ঘ) ML2T-1
.


২৫। একটি চাকার ভর 10.0kg এবং চক্ৰগতির ব্যাসার্ধ 0.5m. এর জড়তার ভ্রামক কত?
(ক) 3.0 kg-m2
(খ) 5.0 kg-m2
(গ) 2.5 kg-m2
(ঘ) 4.0 kg-m2
.

২৬। দুটি ভেক্টর A = 2i^ + 2j^ এবং B = 6i^-3j^ হলে এদের মধ্যবর্তী কোণের মান হবে__
(ক) 61°
(খ) 71°
(গ) 800°
(ঘ) 105°


২৭। লােহার ইয়ং এর গুণাংক 20/1010Nm-2 এবং ঘনত্ব p = 7800kg m-3 লােহার মধ্য দিয়ে শব্দের বেগ কত?
(ক) 5062.7 ms-1
(খ) 6300 ms-1
(গ) 7200 ms-1
(ঘ) 5500 ms-1
.


২৮। একটি শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেলে, এর কম্পাঙ্ক—
(ক)  বৃদ্ধি পায়
(খ) হ্রাস পায়
(গ) ধ্রুব থাকে
(ঘ) বেগের সমান হয়


২৯। একটি কার্নোর ইঞ্জিন 300°C এবং 100°C তাপমাত্রার মধ্যে কাজ করে। ইঞ্জিনটির দক্ষতা বের কর।
(ক) 50%
(খ) 34.9%
(গ)  70.8%
(ঘ)  90%

৩০। বায়ু ও হীরকের সংকট কোণ 25° হীরকের প্রতিসরাংক কত?
(ক) 2.37
(খ) 1.37
(গ) 3.37
(ঘ) 2.0


৩১। নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেট অনুমােদন যােগ্য নয়?
(ক) n = 1, 1 = 0, m= 0
(খ) n = 2, 1 = - 1, m = 0
(গ) n = 2, 1 = 2, m = 1
(ঘ) n = 3, 1 = 1, m = -1

৩২। নিমের কোন যুগল বাফার দ্রবণ তৈরি করে?
(ক) HCl and NaOH
(খ) CH3COOH and NaOH
(গ) CH3COOH and CH3COONa
(ঘ) CaCl and K2CO3
.


৩৩। গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান?
(ক) sp3
(খ) sp2
(গ) sp
(ঘ) sp3d

৩৪। নিচের কোন যৌগটি cis-trans সমাণুতা প্রদর্শন করে?
(ক) C6H5CEBrCI
(খ) CICH = CHCl
(গ) CH2 = CH
(ঘ) Citric acid

৩৫। লেবুর রসে কোন যৌগটি উপস্থিত?
(ক) Ethanoic acid
(খ) Lactic acid
(গ) Tartaric acid
(ঘ) Toluene

৩৬। ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করা হয় নিচের কোন যৌগটি থেকে?
(ক) Aniline
(খ) Lactic acid
(গ) Tartaric acid
(ঘ) Toluene

৩৭। 100 mL 0.01 M Na2C03 দ্রবণকে প্রশমিত করার জন্য 0.2M HCl দ্রবণের যে আয়তন প্রয়ােজন হবে__
(ক) 4.0 mL
(খ) 10.0 mL.
(গ) 5.0 mol-! p-1
(ঘ) 2.5mL


৩৮। বিক্রিয়ার হার = K [A] ]B]2, এ হার সূত্রটির জন্য এর একক কি হবে, যখন ঘনত্বের একক mol/L?
(ক) P-1
(খ)  P
(গ) L mol-1 p-1
(ঘ) L2 mol-2p-1
.

৩৯। Cu(OH)2, Fe(OH)3 এবং Zn(OH)2 অধঃক্ষেপসমূহের রং এর ক্রম হলাে—
(ক) বাদামী,নীল, সাদা
(খ) নীল, সাদা, বাদামী
(গ)  সাদা, বাদামী, নীল
(ঘ) নীল, বাদামী, সাদা


৪০। নিচের কোনটি অসত্য?
(ক) NH4+এবং NH3 ক্ষারকের অনুবন্ধী
(খ) NH- এবং H2O ক্ষারকের অনুবন্ধী যুগল
(গ) OH- এবং H2O অম্লের অনুবন্ধী খারক
(ঘ) NH4+ এবং H2O অনুবন্ধী যুগল
.

৪১। White Gold কী?
(ক) তৈরি পােশাক
(খ) পাট সম্পদ
(গ) চিংড়ি সম্পদ
(ঘ) চামড়া সম্পদ


৪২। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোনটি?
(ক) উড়িষ্যার উপকূল
(খ) কক্সবাজার বন
(গ) সিলেটের বন
(ঘ) সুন্দরবন

৪৩। হাকালুকি হাওর কোন জেলায় অবস্থিত?
(ক) সিলেট
(খ) হবিগঞ্জ
(গ) সাতক্ষীরা
(ঘ) মৌলভীবাজার


৪৪। কোন সংগঠন ২১ ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা করেছে?
(ক) WHO
(খ) UNICEF
(গ) UNESCO
(ঘ) BRICS

৪৫। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলাে সেক্টরে বিভক্ত ছিল?
(ক)  ১৯টি
(খ) ১১টি
(গ) ৯টি
(ঘ) ৮টি

 
৪৬। বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
(ক) ৭
(খ) ৮
(গ) ৬
(ঘ) ৫

৪৭। লেডি উইথ দা ল্যাম্প হলেন—
(ক) মাদার তেরেসা
(খ) ইন্দিরা গান্ধী
(গ) প্রিন্সেস ডায়ানা
(ঘ) ফ্লোরেন্স নাইটেংগল


৪৮। বাংলাদেশের সরকার প্রধান কে?
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) স্পিকার
(ঘ) প্রধান বিচারপতি

৪৯। শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি কোন দেশের লােক?
(ক) ইতালি
(খ) ফ্রান্স
(গ) স্পেন
(ঘ) গ্রিস


৫০।  এই উপমহাদেশে কোন বিজ্ঞানী প্রথম নােবেল পুরস্কার পেয়েছেন?
(ক) এইচ জি খােরানা
(খ) খআব্দুস সালাম
(গ) সি ভি রমন
(ঘ) চন্দ্রশেখর

৫১। জাতিসংঘ গঠন হয়েছিল—
(ক) ১৯৪২ সালে
(খ) ১৯৪৪ সালে
(গ) ১৯৪৫ সালে
(ঘ) ১৯৪৭ সালে


৫২। UNESCO গঠন হয়েছিল—
(ক) ১৯১৯ সালে
(খ) ১৯৫৭ সালে
(গ) ১৯৪৫ সালে
(ঘ) ১৯৪৬ সালে

৫৩। দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
(ক) পকিস্তান
(খ) নেপাল
(গ) ভারত
(ঘ) বাংলাদেশ


৫৪। বিশ্ব নারী দিবস পালিত হয়—
(ক) ১ জানুয়ারি
(খ) ১১ ফেব্রুয়ারি
(গ) ৮ মার্চ
(ঘ) ১৫ ডিসেম্বর

৫৫। আন্তর্জাতিক শ্রমিক দিবস কোনটি?
(ক) ১৫ এপ্রিল
(খ) ১২ ডিসেম্বর
(গ) ১ মে
(ঘ)  ১ আগস্ট

৫৬। কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল দরকার___
(ক) ১৬%
(খ)  ২০%
(গ) ২৫%
(ঘ) ৩০%


৫৭। ক্রিকেটে বাংলাদেশে কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
(ক) ২০০০
(খ) ২০০১
(গ) ১৯৯৯
(ঘ)  ১৯৯৮

৫৮। UNO (জাতিসংঘ) এর সদর দপ্তর কোথায়?
(ক) নিউইয়র্ক
(খ) হেগ
(গ) জেনেভা
(ঘ) প্যারিস


৫৯। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
(ক) কয়লা
(খ) পেট্রোলিয়াম
(গ) প্রাকৃতিক গ্যাস
(ঘ) বায়ােগ্যাস

৬০। জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠনটি শিশু কল্যাণে নিয়ােজিত?
(ক) UNESCO
(খ) WHO
(গ) FAO
(ঘ) UNICEF

৬১। 'Lingua Franca' means__
(ক) French
(খ) Latin
(গ) A mixed language
(ঘ) Translated version


৬২। The antonym of 'Repulse' is___
(ক) Reside
(খ) Emphasize
(গ) Impulse
(ঘ) Attract

৬৩। Choose the correct sentence:
(ক) I wish I were you
(খ) I wish I was you
(গ) I wish I am you
(ঘ) I wish I are you


৬৪। Choose the correct preposition in the sentence 'He hankered— fame'.
(ক) for
(খ) to
(গ) from
(ঘ) after

৬৫। Which form of the word is adjective?
(ক) Resolute
(খ) Resolve
(গ) Resolution
(ঘ) Resolutely

৬৬। The door opened automatically. The verb in this sentence is—
(ক) Transitive verb
(খ) Linking verb
(গ) Intransitive verb
(ঘ) None of these


৬৭। 'Man cannot live alone'. The word alone is used here is__
(ক) Pronoun
(খ) Perposition
(গ) Adjective
(ঘ) Adverb

৬৮। Correct passive form of the sentence. 'The boy pleased us' is__
(ক) We were pleased by the boy
(খ) We were pleased with the boy.
(গ) We were pleased to the boy
(ঘ) We were pleased at the boy


৬৯। Choose the correct spelling___
(ক) Asesment
(খ) Asessment
(গ) Assesment
(ঘ) Assessment

৭০। Identify the correct meaning of 'To keep one's head'.
(ক) To save oneself
(খ) To keep calm
(গ) To be self-respectful
(ঘ) None of these

৭১। Blue chips are___
(ক) Securities issued by the Government
(খ) Industrial shares considered to be a risky investment
(গ) Industrial shares considered to be a safe investment
(ঘ) None of these


৭২। What is the antonym of 'Delete'?
(ক) Injure
(খ) Insert
(গ) Delay
(ঘ) Trap

৭৩। 'Neglect' শব্দটির synonym হচ্ছে___
(ক) Care
(খ) Carelesness
(গ) Attention
(ঘ) Watchfullness


৭৪। 'I — to meet you ever since I read your first novel' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?
(ক) have been hoping
(খ) have hoped
(গ) hope
(ঘ) am hopping

৭৫। 'Feed the baby--milk' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?
(ক) to
(খ) in
(গ) on
(ঘ) with

৭৬।  Report the following in 'Indirect speech'. He said to me. "How did you do it?"
(ক) He enquired of me how I had done it
(খ) He said to me if I had done it
(গ) He said to me that I had done it
(ঘ) He enquired of me if I had done it


৭৭। He said to me "Do you like music?" the indirect form of this is___

(ক) He said if I like music
(খ) He asked me do I like music
(গ) He asked to me if I like music
(ঘ) He asked me if I liked music

৭৮। সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়-এই বাক্যটির সঠিক translation কোনটি?
(ক) A stitch in time saves nine
(খ)  Always save the time
(গ) Time flies very fast
(ঘ) Time and tide wait for none


৭৯। Correct negative form of the sentence. Everybody hates a liar.
(ক) Nobody loves a liar
(খ) Anybody loves a lair
(গ) None loves a lair
(ঘ) All do not loves liar

৮০। When Noble Prize on literature was started?
(ক) 1911
(খ) 1891
(গ) 1901
(ঘ) 1892

৮১। কোনটি শুদ্ধ বানান?
(ক) ব্যতীত
(খ) ব্যতিত
(গ) ব্যাতীত
(ঘ) ব্যাতিত


৮২। কোন শব্দটি সঠিক?
(ক) আভ্যন্তরীণ
(খ) অভ্যন্তরীণ
(গ) আভ্যন্তরীন
(ঘ) অভ্যন্তরীন

৮৩। সাক্ষী গােপাল’ অর্থ কী?
(ক) সক্রিয় দর্শক
(খ) কর্তব্যবিমুখ
(গ) কর্তব্যপরায়ণ
(ঘ) নিষ্ক্রিয় দর্শক


৮৪। মনীষা শব্দের বিপরীত অর্থ—
(ক) প্রভা
(খ) স্থিরতা
(গ) নির্বোধ
(ঘ) মনস্বিতা

৮৫। সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) নির্ভয়
(খ) প্রত্যয়
(গ) বিস্ময়
(ঘ) দ্বিধা

৮৬। কোনটি সমার্থক শব্দ নয়—
(ক) গুজব
(খ) সংবাদ
(গ) সন্দেশ
(ঘ) বার্তা


৮৭। সত্ত্ব শব্দের অর্থ—
(ক) নিত্য
(খ) সাধু
(গ) শুভ
(ঘ) অস্তিত্ব

৮৮। 'লাঠালাঠি' কোন সমাস?
(ক)  প্রাদি সমাস
(খ) ব্যতিহার বহুব্রীহি সমাস
(গ) তৎপুরুষ সমাস
(ঘ) কর্মধারয় সমাস


৮৯। 'কালির দাগ দাও’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) অধিকরণে শূন্য
(খ) অপদানে শূন্য
(গ) করণে ষষ্ঠী
(ঘ) কর্মে ২য়

৯০। কাঁদুনি’ শব্দের সন্ধি বিচ্ছেদ___
(ক) কাঁদ + নি
(খ) কাঁদো + উনি
(গ) কাঁদ + ই
(ঘ) কাঁদ + উনি

৯১। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
(ক) পর + পর = পরস্পর
(খ) বাক + দান = বাগদান
(গ) উৎ + ছেদ = উচ্ছেদ
(ঘ) সম + সার = সংসার


৯২। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?
(ক) রায় গুণাকর
(খ) কবিকণ্ঠহার
(গ) কবিকঙ্কন
(ঘ) কবিরঞ্জন

৯৩।  জহির রায়হানের ‘আরেক ফাল্গুন' উপন্যাসটির পটভূমিকা হলাে—
(ক)  ৭১-এর মুক্তিযুদ্ধ
(খ)  ব্রিটিশ বিরােধী আন্দোলন
(গ) একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
(ঘ) এর কোনােটিই নয়


৯৪। বিষাদ সিন্ধু' উপন্যাসের নায়ক—
(ক) ইমাম হাসান
(খ) সীমার
(গ) এজিদ
(ঘ) ইমাম হােসেন

৯৫।  বিদ্রোহী বালিকা বধূ ‘জমিলা’ কোন উপন্যাসের চরিত্র?
(ক) অপুর সংসার
(খ) লালসালু
(গ) গাভী বৃত্তান্ত
(ঘ) চাঁদের অমাবস্যা

৯৬। কোনটি রবীন্দ্রনাথের রচনা?
(ক) চতুরঙ্গ
(খ) চতুর্দশ
(গ) চতুষ্কোণ
(ঘ) চতুম্পাঠী


৯৭। জসীমউদ্দীনের নাটক কোনটি?
(ক) রাখালী
(খ) বেদের মেয়ে
(গ) মাটির কান্না
(ঘ) বােবা কাহিনী

৯৮। ‘সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটি দ্বারা বােঝানাে হয়েছে?
(ক) কেউকেটা
(খ) গোঁফ-খেজুরে
(গ) একাদশে বৃহস্পতি
(ঘ) এলাহি কাণ্ড


৯৯। গঠন অনুসারে বাক্য কত প্রকার?
(ক) দুই প্রকার
(খ) পাঁচ প্রকার
(গ) ছয় প্রকার
(ঘ) তিন প্রকার

১০০। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?
(ক) নতুন শব্দ গঠন
(খ) বাক্যে অলঙ্কার
(গ) শব্দের মিলন
(ঘ) ভাষা সংক্ষেপণ

কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....

Powered by Blogger.