Diploma Nursing Fees in Private College


বেসরকারি ডিপ্লোমা নার্সিং যেকোনো কলেজে ভর্তি হলে আপনাকে নিম্নোক্ত ফিসমূহ দিতে হবে। এই ফিগুলো নার্সিং কাউন্সিল কর্তৃক নির্ধারীত ফি, যা সরকারি বেসরকারী সকল শিক্ষার্থীকেই দিতে হয়।

SL.BSc Nursing Government FeesTK.
১.বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল এ শিক্ষার্থী নিবন্ধন ফি৫৫০/-
২.শিক্ষাবোর্ড থেকে সনদপত্র ও নম্বরপত্র যাচাই ফি৮০০/-
৩.পরিচয়পত্র ফি 
১০০/-
৪.সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর নার্স পেশার নিবন্ধন ফি (স্টাফ রেজিস্ট্রেশন) ২০০০/-

সর্বোমোট ফি 
৩৪৫০/-

অন্যান্য ফি সমূহের ক্ষেত্রে বিভিন্ন কলেজের ক্ষেত্রে ফি এর কিছুটা কম বেশি রয়েছে। নিচে কয়েকটি ভালমানের বেসরকারি ডিপ্লোমা নার্সিং কলেজের ফি এর তথ্য তুলে ধরা হলোঃ

১। ইসলামী ব্যাংক নার্সিং ইন্সটিটিউট, বরিশাল

ভর্তির সময় এককালীন যে ফিসমূহ একসাথে দিতে হবেঃ
উন্নয়ন তহবিল ফি = ১৫০০০ টাকা
ভর্তি ফি = ১০,০০০/=
টিউশন ফি = ৭৫০০/
সেশন চার্জ = ৬০০০
রেজিঃ (কাউন্সিল) = ১০০০
সার্টিফিকেট ভেরিফিকেশন = ১০০০
লাইব্রেরী + ল্যাব + প্রাকটিক্যাল = ১৫০০
ক্রিয়া ও সাংস্কৃতিক = ১৫০০

    1. ভর্তির সময় মোট টাকা দিতে হবে = ৪৩,৫০০ টাকা
    2. ভর্তির পর চতুর্থ মাস থেকে মাসিক টিউশন ফি (১ম বর্ষে) ২০০০ x ৯ = ১৮০০০/=
    3. দ্বিতীয় বছর থেকে মাসিক টিউশন ফি (২য় ও ৩য় বর্ষে)২৫০০ x ২৪ = ৬০০০০/=
    4. দ্বিতীয় ও তৃতীয় বছরে সেশন চার্জ (এককালীন প্রদেয়) ৬০০০ x ২ = ১২০০০/=
    5. পরীক্ষার ফি নির্ধারিত হারে (পরীক্ষার পূর্বে প্রদেয়) = ১১,২৬০/=

সর্বমোট খরচঃ ১,৪৪,৭৬০/=

৩। কালিহাতি নার্সিং ইনস্টিটিউট, ঢাকা

ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী কোর্স ফি সমূহঃ
    1. ভর্তি ফরম  ১,০০০/-
    2. ভর্তি ফি ২৫,০০০/- 
    3. ল্যাব, লাইব্রেরী আইডি ফি ১০,০০০/- 
    4. উন্নয়ন ফি ১৫,০০০/- 
    5. মাসিক বেতন (২,০০০ x ৩৬ =  ৭২,০০০/-
    6. অর্ধ-বার্ষিক ফি (১০,০০০ x ৩ =  ১৫,০০০/-
    7. ফাইনাল পরীক্ষার ফি (১০,০০০ x ৩ = ৩০,০০০/-
সর্বমোট খরচঃ ১,৬৮,০০০/-
      বিশেষ দ্রষ্টব্য-  উপরে বর্ণিত ফি সমূহ ব্যতিত বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক ধার্যকৃত রেজিস্ট্রেশন ফি, মিডটার্ম ফি, সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি যথাসময়ে ছাত্র-ছাত্রীদেরকে পরিশোধ করতে হবে।

      বিঃদ্রঃউপরে দুইটি নার্সিং কলেজের তথ্য দেয়া হয়েছে শুধুমাত্র ধারণা নেয়ার জন্য। অনেক কলেজে এর থেকেও কম টাকা লাগে। তবে ভালোমানের কলেজগুলোতে সাধারণত এরকমই খরচ লেগে থাকে।
      Powered by Blogger.