Diploma Nursing Online Application

অনলাইনে ভর্তি আবেদনঃ নার্সিং অধীপ্তরের অধীন নার্সিং কলেজগুলোর জন্য ভর্তি বিজ্ঞপ্তি নার্সিং ও মিডওয়াইফারি ওয়েবসাইট dgnm.gov.bd তে  প্রকাশ করা হয়। 

বি:দ্র: যে কোনো ভর্তি বিজ্ঞপ্তি হওয়ামাত্রই এই ওয়েবসাইটে এবং আমাদের ফেজবুক গ্রুপেও প্রকাশ করা হবে।

আবেদন ফিঃ ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার ফি ৫০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ  অনলাইনে করতে হয়।  

ভর্তি পরীক্ষা পদ্ধতিঃ পরীক্ষায় ১০০ নম্বরের ১০০ টি mcq প্রশ্ন থাকে। প্রশ্ন করা হয়ঃ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান থেকে। এই mcq পরীক্ষায় কোনো পাশ ফেল নেই। মেরিট লিস্টের মেধাক্রম অনুসারে প্রার্থী বাছাই হবে।

এরপর ২০ মার্কের মোখিক পরীক্ষা হবে। মোখিক পরীক্ষার পরে চূরান্ত মেরিট লিস্ট প্রকাশ করা হয়। 

কোটা ব্যাবস্থাঃ নারী ৮৫% ও পুরুষ ১৫%। মুক্তিযোদ্ধা কোটায় ৫% এবং উপজাতী কোটায় ৫% নেয়া হয়। নার্সিং কাউন্সিলের অধীনে জেলা কোটার ভিত্তিতে মেরিট লিস্ট করা হয়। জেলা কোটা সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন >>  https://ad.mynursing.net/2022/06/district-quota.html


Powered by Blogger.