জুনিয়র মিডওয়াইফারি কোর্সের ভর্তি যোগ্যতা ও প্রতিষ্ঠান তালিকা
- কোর্সের সময়ঃ ১৮ মাস
- যোগ্যতাঃ এস.এস.সি পাশ
- নূন্যতম GPA 2.25 থাকতে হবে
- কোর্স পরিচালনা ও পরিক্ষা গ্রহণ এবং সার্টিফিকেট প্রদান করে থাকেন Bangladesh Nursing & Midwifery Council (BNMC)
১৮ মাস মেয়াদী জুনিয়র মিডওয়াইফারি কোর্স, প্রতিষ্ঠান ১৩ টি আসন সংখ্যা ৩৮০ টি
সরকারি কোনো প্রতিষ্ঠান নেই।
ক্রম | জুনিয়র মিডওয়াইফারি কোর্সের প্রতিষ্ঠান তালিকা | সিট |
১ | হলিফ্যামিলি রেডক্রিসেন্ট নার্সিং কলেজ, মগবাজার, ঢাকা | ৬০ |
২ | জুনিয়র মিডওয়াইফারি ইনস্টিটিউট, শহীদ ময়েজ উদ্দিন মেমােরিয়াল রেডক্রিসেন্ট, মাতৃসদন হাসপাতাল, বাংলাবাজার, ঢাকা | ২০ |
৩ | মেমন মাতৃসদন হাসপাতাল, চট্টগ্রাম সিটি করপােরেশন, ফিরিঙ্গিবাজার, চট্টগ্রাম | ৩০ |
৪ | গিয়াসউদ্দিন আহমেদ রেডক্রিসেন্ট মাতৃসদন হাসঃ ও প্রশিক্ষণ ইনস্টি, চাঁদপুর | ২০ |
৫ | জুনিয়র মিডওয়াইফারি ইনস্টিটিউট, ফাতিমা হাসপাতাল, গরিবশাহ রােড, যশাের | ২০ |
৬ | আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট, ১৫ রেল রােড, যশাের | ২০ |
৭ | জুনিয়র মিডওয়াইফারি ইনস্টিটিউট, খ্রিস্টিয়ান হাসপাতাল, খান্দার, বগুড়া | ২০ |
৮ | জুনিয়র মিডওয়াইফারি ইনস্টিটিউট, কুমুদিনি হাসপাতাল, মির্জাপুর , টাংগাইল | ২০ |
৯ | জেমিসন রেডক্রিসেন্ট মিডওয়াইফারী ইনস্টিটিউট, আন্দরকিল্লা, চট্টগ্রাম | ৫০ |
১০ | খ্রিষ্টিয়ান হাসপাতাল, চন্দ্রঘােণা, রাংগামাটি পার্বত্য জেলা | ২০ |
১১ | প্রাইম নার্সিং কলেজ, ধাপ, রংপুর | ২০ |
১২ | সেন্ট্রাল হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, গ্রীণ রােড, ধানমন্ডি, ঢাকা | ২০ |
১৩ | স্কাবাে নার্সিং কলেজ, ময়মনসিংহ | ৬০ |
১ | মোট আসন/ সিট = ৩৮০ | ১ |
Social Media Icons