Courses After BSc Nursing

বি. এস.সি ইন নার্সিং এবং বি, এসসি ইন পাবলিক হেলথ নার্সিং কোর্সে কৃতকার্য হওয়ার পর মাস্টার্স ইন পাবলিক হেল্থ এবং আরাে অনেক কোর্স করার সুযােগ আছে। তাছাড়া সারা বিশ্বে নার্সিং শিক্ষায় মাস্টার্স এবং পিএইচডি করার সুযােগ আছে।

সরকারিভাবে Master of Science in Nursing (MSN) প্রোগ্রামে ভর্তির কার্যক্রম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্য়াল বিশ্ববিদ্যালয় (BSMMU) কর্তৃক হয়ে থাকে। 

BSMMU এর অধীনে NIANER (The National Institute of Advanced Nursing Education and Research) এবং Kumudini Weltare Trust, MSN প্রোগ্রাম পরিচালোনা করে থাকে।

NIANER ৬ টি প্রোগ্রামে/ বিষয়ে MSN পরিচালোনা করে এবং Kumudini ৩টি বিষয়ে MSN পরিচালোনা করে।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্য়ালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্য়ালয়, রাজশাহী বিশ্ববিদ্য়ালয়ে BSC Nursing  এর পরে সরকারীভাবে Masters করার সুযোগ রয়েছে। এজন্য অবশ্যই আপনাকে খোঁজ রাখতে হবে। এজন্য আমাদের ওয়েবসাইট এবং ফেজবুক গ্রুপে এ বিষয়ে আপডেট জানিয়ে দেয়া হবে।

বিভিন্ন স্বনামধন্য বেসরকারী বিশ্ববিদ্যালয়ে যেমন Daffodil International University, BRAC University, Northern University, NSU, STATE University of Health Science ইত্যাদিতে নার্সিংএ মাস্টার্স করার সুযোগ রয়েছে। 

কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে নার্সদের মাস্টাস করার সুযোগ রয়েছে, তা বিস্তারিত দেখতে নিচের লিংকে ভিজিট করুন।


Powered by Blogger.