BSc Nursing Course Fees in Government College

বিএসসি নার্সিং এর জন্য ভর্তির সময় ১৩,৪১০ টাকা লাগে, বিস্তারিত নিচে তুলে ধরা হলো

SL.BSc Nursing Government FeesTK.
. ভর্তি ফি১০০/-
২. মাসিক বেতন (২০/- টাকা হারে)৯৬০/-
৩. বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল এ শিক্ষার্থী নিবন্ধন ফি৫৫০/-
৪. বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন ফি (বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারণ হবে)--
৫. শিক্ষাবোর্ড থেকে সনদপত্র ও নম্বরপত্র যাচাই ফি৮০০/-
৬. কলেজ পরীক্ষা ফি সেমিস্টার প্রতি ১০০০ টাকা (বি.এস.সি ৮ সেমিস্টার)৮০০০/-
৭. একাডেমিক ফান্ড১০০/-
. পরিচয়পত্র ফি 
১০০/-
৯. জাতীয় দিবস উদযাপন বাবদ৮০০/-
১০. লাইব্রেরী কার্ড ফি ২০০/-
১১. কমন রুম ফি৪০০/-
১২. লাইব্রেরী জামানত ১০০০/- 
১৩. ল্যাব চার্জ৪০০/-

সর্বোমোট ফি
বি.এস.সি. নার্সিং = ১৩৪১০/-


এছাড়া সেমিস্টার মিডটাইম পরীক্ষার নিলে তার জন্য আলাদা ফি ধার্য হবে। বি.এস.সি নার্সিং সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর নার্স পেশার নিবন্ধন ফি (স্টাফ রেজিস্ট্রেশন) ৩০০০ টাকা এবং ৫ বছর পরপর নবায়ন ফি ১৫০০ টাকা করে লাগবে।

উপরে উল্লেখিত খরচগুলির বাইরে অন্যান্য খরচগুলো হলো:
  1. থাকা খাওয়ার খরচ
  2. বই খাতার খরচ
  3. বিভিন্ন এসাইনমেন্টের খাতার খরচ
  4. নিজের মোবাইল বিল
  5. আর যদি কেউ কোনো বিষয়ে প্রাইভেট পড়েন তার জন্য বাড়তি খরচ ইত্যাদি ইত্যাদি..

Powered by Blogger.