BSc Nursing Course Fees in Government College
বিএসসি নার্সিং এর জন্য ভর্তির সময় ১৩,৪১০ টাকা লাগে, বিস্তারিত নিচে তুলে ধরা হলো
SL. | BSc Nursing Government Fees | TK. |
১. | ভর্তি ফি | ১০০/- |
২. | মাসিক বেতন (২০/- টাকা হারে) | ৯৬০/- |
৩. | বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল এ শিক্ষার্থী নিবন্ধন ফি | ৫৫০/- |
৪. | বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন ফি (বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারণ হবে) | -- |
৫. | শিক্ষাবোর্ড থেকে সনদপত্র ও নম্বরপত্র যাচাই ফি | ৮০০/- |
৬. | কলেজ পরীক্ষা ফি সেমিস্টার প্রতি ১০০০ টাকা (বি.এস.সি ৮ সেমিস্টার) | ৮০০০/- |
৭. | একাডেমিক ফান্ড | ১০০/- |
৮. | পরিচয়পত্র ফি | ১০০/- |
৯. | জাতীয় দিবস উদযাপন বাবদ | ৮০০/- |
১০. | লাইব্রেরী কার্ড ফি | ২০০/- |
১১. | কমন রুম ফি | ৪০০/- |
১২. | লাইব্রেরী জামানত | ১০০০/- |
১৩. | ল্যাব চার্জ | ৪০০/- |
সর্বোমোট ফি বি.এস.সি. নার্সিং = ১৩৪১০/- |
এছাড়া সেমিস্টার মিডটাইম পরীক্ষার নিলে তার জন্য আলাদা ফি ধার্য হবে। বি.এস.সি নার্সিং সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর নার্স পেশার নিবন্ধন ফি (স্টাফ রেজিস্ট্রেশন) ৩০০০ টাকা এবং ৫ বছর পরপর নবায়ন ফি ১৫০০ টাকা করে লাগবে।
উপরে উল্লেখিত খরচগুলির বাইরে অন্যান্য খরচগুলো হলো:
- থাকা খাওয়ার খরচ
- বই খাতার খরচ
- বিভিন্ন এসাইনমেন্টের খাতার খরচ
- নিজের মোবাইল বিল
- আর যদি কেউ কোনো বিষয়ে প্রাইভেট পড়েন তার জন্য বাড়তি খরচ ইত্যাদি ইত্যাদি..
Social Media Icons