বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৬

সময়ঃ ১ ঘন্টা, পূর্ণমানঃ ১০০
[মোট প্রশ্ন ১০০(একশত)। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১(এক) নম্বর]

১। The rise in world temperature may affect___
(ক) food production
(খ) food distribution
(গ) food management
(ঘ) food adulteration


২। A paragraph deals with___
(ক) one theme
(খ) double themes
(গ) no theme
(ঘ) many themes

৩। The environment is made up of many things which are___
(ক) independent
(খ) interdependent
(গ) unrelated
(ঘ) interwoven


৪। The word 'rearing' means___
(ক) producing
(খ) giving birth
(গ) bringing up
(ঘ) feeding

৫। People acquire their mother language___
(ক) consciously
(খ) learning
(গ) unconsciously
(ঘ) subconsciously


৬। Greenhouse effect may cause the — of wildlife.
(ক) eradication
(খ) Relimination
(গ) improvement
(ঘ) extinction

৭। The correct translation of__চাঁদ যেন আকাশে প্রদীপ; is___
(ক) The moon is, as it were, the lamp of the sky
(খ) The moon is as the lamp of the sky
(গ) The moon is the lamp of the sky
(ঘ) The moon is similar to the lamp of the sky


৮। An antonym of 'Generous' is___
(ক) parsimonious
(খ) ceremonious
(গ) hilarious
(ঘ) conscious

৯। The person who sacrifices his/her life for the sake of his/her country is a___
(ক) Patriot
(খ) Soldier
(গ) Lover
(ঘ) Martyr


১০। Do you know the solution___the problem?
(ক) of
(খ) to
(গ) with
(ঘ) about

১১। 'Birds of a feather' means___
(ক) helpful persons
(খ) persons of same nature
(গ) birds of same nature
(ঘ) birds of same behaviour


১২। Select the right passive form___
(ক) I was seized at panic
(খ) I was seized with panic
(গ) I was seized by panic Panic
(ঘ) was seized by me

১৩। Which one is correct?
(ক) Where have you born?
(খ) Where were you born?
(গ) Where had you born?
(ঘ) Where are you born?


১৪। Who wrote "Ozymadias"?
(ক) William Shakespeares
(খ) P. B. Shelley
(গ) James Joyce
(ঘ) Jane Austen

১৫। The word "feudal" means___
(ক) fertile
(খ) with
(গ) colonial
(ঘ) aristocrat


১৬। Which one is the correct spelling?
(ক) aristocrat
(খ) aristocrate
(গ) arestocrate
(ঘ) aristicate


১৭। Which one is an Example of 'Homophone?
(ক) right, right
(খ) some, sum
(গ) no, knew
(ঘ) water, drink

১৮। Which one of the following days has got recognition of UNESCO?
(ক) 26th of March
(খ) 21th of February
(গ) 16th of December
(ঘ) 17th of April


১৯। The word 'massive' is a/an___
(ক) noun
(খ) Verb
(গ) Adjective
(ঘ) Adverb

২০। The phrase 'stands for' means___
(ক) symbolizes
(খ) locates
(গ) works
(ঘ) unties


২১। He hardly belive me,___?
(ক) dosen't he
(খ) does he
(গ) hardly he
(ঘ) none of them

২২। Which sentence is not correct?
(ক) If he went there, he may find the man.
(খ) Simi prefers reading to writing.
(গ) I was used to having a glass of milk daily
(ঘ) I wish I flew in the sky.


২৩। The cuckoo sings-spring.
(ক) at variance with
(খ) at sixes and sevens
(গ) at the advent of
(ঘ) at the foot of

২৪। Which one is correct?
(ক) I never mind go there
(খ) If you help me, I could help you.
(গ) We had better to prepare our lessons
(ঘ) He speaks as if he were a scholar.


২৫। I said to the boy, "Are you Akib?"— The indirect form of this sentence is—
(ক) I said to the boy if he is Akib
(খ) I asked the boy that he was Akib
(গ) I asked the boy if he was Akib
(ঘ) I told the boy if he was Akib

২৬। নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়?
(ক) n = 2, L = 1 m = 0, s = +1/2
(খ) n = 3, L=1, m = 2, s = -1/2
(গ) n = 2, L = 0, m = 0, s =-1/2
(ঘ) n = 2, L = 0, m = 0, s = + 1/2


২৭। নিচের কোন যৌগটি cis-trans সমাণু প্রদর্শন করে?
(ক) C6H5CHBrCI
(খ) CICH = CHCI
(গ) CH2 =CH2
(ঘ) CH3CH(OH)COOH


২৮। কোন অবস্থায় গ্যাস আদর্শ আচরণ হতে সবচেয়ে বেশি বিচ্যুতি প্রদর্শন করে?
(ক) উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রা
(খ) নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রা
(গ) নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রা
(ঘ) উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রা


২৯। নিচের কোন যুগল বাফার দ্রবণ তৈরি করে?
(ক) CHI এবং NaOH
(খ) CH2COOH এবং NaOH
(গ) CH3COOH এবং CH3COONa
(ঘ) CaCI2 এবং K2CO3
.


৩০। বিশুদ্ধ বৃষ্টির পানির PH প্রায় 6 । এর জন্য দায়ী গ্যাসটি হচ্ছে—
(ক) Carbon dioxide
(খ) Oxygen
(গ) Nitrogen dioxide
(ঘ) Sulphur dioxide


৩১। নিচের কোন যৌগটি প্রাকৃতিক গ্যাসের উপাদান নয়?
(ক) CH4
(খ) C2H6
(গ) C18H18
(ঘ) C3H8
.

৩২। পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি___
(ক) বাড়ে
(খ) কমে
(গ) অপরিবর্তিত থাকে
(ঘ) কোনােটিই নয়


৩৩। রেকটিফাইড স্পিরিট কোনটি?
(ক) 90% ethanol এবং 10% water
(খ) 95.6% ethanol এবং 4.4% water
(গ) 76% ethanol এবং 24% water
(ঘ) 98% ethanol এবং 2% water

৩৪। N2(g) + H2(g) = 2NH3(g) + Heat__ বিক্রিয়াটির তাপমাত্রা কমালে সাম্যবস্থার ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) বাম দিকে
(খ) ডান দিকে
(গ) অপরিবর্তিত থাকবে
(ঘ) কোনােটিই নয়

৩৫। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথােডে কোন ধরনের বিক্রিয়া ঘটে?
(ক) জারন
(খ) বিজারণ
(গ) জারণ-বিজারণ
(ঘ) প্রতিস্থাপন

৩৬। স্বাদে মিষ্টি হলেও নিচের কোনটি কার্বোহাইড্রেট নয়?
(ক) Glucouse
(খ) Fructose
(গ) Saccharine
(ঘ) Galactose

৩৭। পিতল নিম্নের কোন যুগলের সঙ্কর?
(ক) Cu + Zn
(খ) Fe + C
(গ) Cr + Fe
(ঘ) Ni + Fe


৩৮। জৈব যৌগে নাইট্রোজেন, সালফার ও হ্যালােজেন সনাক্ত করার পদ্ধতি কোনটি?
(ক) Lasyne
(খ) Oxidation
(গ) Reduction
(ঘ) Hydrolysis

৩৯। এসিটিলিনকে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করলে পাওয়া যায়—
(ক) Formic acid
(খ) Acetic Acid
(গ) Oxalic acid
(ঘ) Ethylene glycol


৪০। বিউটেনের ক্ষেত্রে কোনটি প্রযােজ্য?
(ক) স্থূল সংকেত CHjo এবং আনবিক সংকেত C,H,
(খ) স্থূল সংকেত C2H2 এবং আনবিক সংকেত C4H10
(গ) স্থূল সংকেত C4H10 এবং আনবিক সংকেত CnH2n+2
(ঘ) স্থূল সংকেত CnH,n+, এবং আনবিক সংকেত CHjo
.

৪১।  গ্রিন হাউস প্রভাব দেখাতে গ্যাসগুলাে নিচের কোন ধরনের রশ্মি শোষণ করে?
(ক) Infra-red
(খ) Ultra-violet
(গ) Visible
(ঘ) Microwave


৪২। বিক্রিয়কের ঘনমাত্রা কমলে সাধারণত বিক্রিয়ার হার কমে । কোন বিক্রিয়া এই ধারা অনুসরণ করে না?
(ক) Frist-Order reaction
(খ) Zero-Order reaction
(গ) Fractional order
(ঘ) Second order

৪৩। তাপ গতিবিজ্ঞানের কোন সূত্রটি শক্তির নিত্যতা সূত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত?
(ক) ১ম সূত্র
(খ) ২য় সূত্র
(গ) ৩য় সুত্র
(ঘ) কোনােটিই নয়


৪৪।  আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হবে কিনা তা নিম্নের কোনটির উপর নির্ভর করে?
(ক) Hydration enthalpy
(খ) Lattice enthalpy
(গ) উপরের কোনেটিই নয়
(ঘ) উপরের দুটিই

৪৫।  নিচের কোন যৌগটি সমতলীয় নয়?
(ক) BC1
(খ) NH3
(গ) XeF4
(ঘ) C2H4
.

 
৪৬।  বাতাসে ইথেনকে পূর্ণ দহন করলে পাওয়া যায়—
(ক) CO2 + H2O
(খ) CO + H2O
(গ) CH4 + CO + H2O
(ঘ) CO2
.

৪৭। নিচের কোনটির প্রাথমিক প্রমাণ দ্রবণ তৈরি করা যায়?
(ক) KMNO4
(খ) NaOH
(গ) K2Cr2O7
(ঘ) AgNO3
.


৪৮। সলভে পদ্ধতির সাহায্যে Na,CO, তৈরিতে নিচের কোন যৌগটি ব্যবহৃত হয় না?
(ক) CaCO3
(খ) CaCl2
(গ) NaCl
(ঘ) NH3
.

৪৯। CH3HgX-এর সাথে নিচের কোন যৌগের বিক্রিয়ায় আইসাে প্রােপানল উৎপন্ন হয়?
(ক) HCHO
(খ) CH3COH
(গ) CH3COCH3
(ঘ) CH3OH
.


৫০। 2.00 মােল নিকেলে সর্বমােট পরমাণুর সংখ্যা কত?
(ক) 58.9
(খ) 1.18.
(গ) 6.023×1023
(ঘ) 1.2 × 1024
.

৫১। গাছে থাকা অবস্থায় একটি আপেল পৃথিবীকে f বল দ্বারা আকর্ষণ করছে এবং পৃথিবী আপেলকে বল F দ্বারা আকর্ষণ করছে । সুতরাং__
(ক) F >>f
(খ) F>F
(গ) F = f
(ঘ) F <f


৫২। একজন বালক 49ms-1 বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করে । বলটি কত সময় শূন্য থাকবে?
(ক) 1 সে
(খ) 10 সে.
(গ) 20 সে.
(ঘ) 30 সে.

৫৩। কৌণিক বেগের একক কোনটি?
(ক) ডিগ্রি/ মি.
(খ) রেডিয়াম /সে.
(গ)  মিটার/সে.
(ঘ) সেন্টিগ্রেড/সে.


৫৪। ক্ষমতার মাত্রা সমীকরণ হলাে—
(ক)  ML2T-2
(খ) ML3T-3
(গ) ML2T-3
(ঘ) M2L2T-2

৫৫। একটি বস্তুর উপর 4N বল 10 সে. ক্রিয়া করলাে । বস্তুটির উপর প্রযুক্ত বলের ঘাত কত?
(ক) 20N-s
(খ) 15N-s
(গ) 10N-s
(ঘ) 40N-s

৫৬। 6 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় ছিল । 30N বল প্রয়ােগ করায় 10 সে. পর বস্তুটির বেগ কত হবে?
(ক) 5ms-1
(খ) 25ms-1
(গ) 15 ms-1
(ঘ) 50ms-1


৫৭। বিকৃতির একক হলাে—
(ক) N/m
(খ) N/m2
(গ) একক নাই
(ঘ) N/m3

৫৮। একটি সরলদোলক গতির বিস্তার A এবং T দোলনকাল । এর সর্বোচ্চ বেগ কত?
(ক) 2πA/T
(খ) 2T/AT
(গ) A/2TT
(ঘ) AT/2


৫৯। পৃথিবীর কেন্দ্রে সরলদোলকের দোলনকাল__
(ক) 0 সে.
(খ) অসীম
(গ) 10 সে.
(ঘ) 100 সে.

৬০। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ কোনটির উপর নির্ভর করে?
(ক) তাপমাত্রার পরিবর্তন
(খ) আয়তনের পরিবর্তন
(গ) চাপের পরিবর্তন
(ঘ) তাপমাত্রার ও চাপের পরিবর্তন

৬১। তরলে তাড়িতাহিত করা হলে ঐ তরলের পৃষ্ঠটান—
(ক) বৃদ্ধি পায়
(খ) হ্রাস পায়
(গ) কোনাে পরিবর্তন হয় না
(ঘ) কোনােটিই নয়


৬২। একটি শীতল বস্তুর তাপমাত্রা –33°C হলে তাপমাত্রার গরমস্কেলে এর মান কত?
(ক) 220K
(খ)  235K
(গ) 245K
(ঘ) 240K

৬৩। মাধ্যমে গতির দিক ও শব্দ তরঙ্গের গতির দিক একই হলে কী হবে?
(ক) শব্দ তরঙ্গের গতি বাড়বে
(খ) শব্দের ক্ষমতা বাড়বে
(গ) শব্দের তীব্রতা বাড়বে
(ঘ) শব্দের তরঙ্গদৈর্ঘ্য বাড়বে


৬৪। কত তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 0°C তাপমাত্রায় শব্দের বেগের তিন গুণ হবে?
(ক) 2184°C
(খ) 2184KC
(গ) 819°C
(ঘ)  ৪19K

৬৫। 1 কিলােওয়াট ঘণ্টা সমান কত জুল?
(ক) 36 × 105J
(খ) 35 × 1010J
(গ) 36 × 1010J
(ঘ) 38 × 108J
.

৬৬। একটি পরিবাহীর ধারত্ব 2uF । এতে কি পরিমাণ চার্জ প্রদান করলে এর বিভব ২০ ভােল্ট হবে?
(ক) ৪× 10-5C
(খ) 2x10-5C
(গ) 4 x 10-5C
(ঘ) 10x10-5C


৬৭। দর্শনাভুতির স্থায়িত্ব কাল—
(ক) 0.01 সে.
(খ) 0.1 সে.
(গ) 1 সে.
(ঘ) 0.5 সে.

৬৮। একটি কোষের তড়িৎচালক বল 2V । এতে যখন 5A বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এর বিভব পার্থক্য 1.8V হয় । কোষটির অভ্যন্তরীণ রােধ কত?
(ক) 0.06Ω
(খ) 0.04Ω
(গ) 0.029Ω
(ঘ) 0.08Ω


৬৯। চৌম্বক ভ্রামকের একক কী?
(ক) Am2
(খ) Nm-1
(গ) m
(ঘ) Nm2

৭০। পৃথিবীর দুই মেরুতে বিনতির মান কত?
(ক) 0°
(খ) 90°
(গ) 45°
(ঘ) 60°

৭১। একটি দিক পরিবর্তী প্রবাহের শীর্ষমান 50A হলে এর গড় বৰ্গবেগের বর্গমূল এর মান কত?
(ক) 35.35A
(খ) 70.70A
(গ) 25.00A
(ঘ) 100.00 A


৭২। তড়িৎ চৌম্বক বিকিরণের সকল তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কোন সমীকরণটি প্রযােজ্য___
(ক) c = π2
(খ) c = fλ
(গ) c = f2
(ঘ) c = πfλ

৭৩। অবতল দর্পণের অতি নিকটে একটি বস্তু রাখলে বস্তুটির প্রতিবিম্বের আকার দেখা যাবে___
(ক) বস্তুটির সমান
(খ) বস্তুর চেয়ে ছােট
(গ) বস্তুর চেয়ে বড়
(ঘ) বস্তুর অর্ধেক


৭৪। ট্রান্সফর্মারের কুণ্ডলীদ্বয়ের তড়িচ্চালক বল তাদের পাকসংখ্যার__
(ক) বস্তুটির দ্বিগুণ
(খ) বস্তুর তিনগুণ
(গ) বস্তুর চেয়ে বড়
(ঘ) বস্তুর সমানুপাতিক

৭৫। মরীচিকা সৃষ্টি হয়—
(ক) আলাের প্রতিফলনের ফলে
(খ) আলাের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে
(গ) আলাের সমবর্তনের ফলে
(ঘ) আলাের অপবর্তনের ফলে

৭৬। কোনটি বাক্যটেরিয়া জনিত রােগ নয়?
(ক) জলাতংক
(খ) টাইফয়েড
(গ) নিউমােনিয়া
(ঘ) যক্ষ্মা


৭৭। কার্পাস তুলা গােত্রের উদ্ভিদ___
(ক) Solanaceae
(খ) Liliacae
(গ) Malvaceae
(ঘ) Leguminosae

৭৮। কোনটি একবীজপত্রী উদ্ভিদ?
(ক) আম
(খ) তাল
(গ) লিচু
(ঘ) কাঁঠাল


৭৯। কোনটি খাদ্য হিসাবে ব্যবহৃত হয়?
(ক) Agaricus
(খ) Aspergillus
(গ) Mucor
(ঘ) Penicillium

৮০। ধান গাছের বৈজ্ঞানিক নাম হলাে—
(ক) Mangifera
(খ) Cocosnucifera
(গ) Atocarpus
(ঘ) Oryza sativa

৮১। কোনটি সুন্দরবনের উদ্ভিদ?
(ক) বট
(খ) বকুল
(গ) শাল
(ঘ) সুন্দরী


৮২।  কোনটি উচ্চ রক্তচাপের ঔষধ?
(ক) সর্পগন্ধা
(খ) কালমেঘ
(গ) বাসক
(ঘ) থানকুনি

৮৩।  নিউক্লিয়াস বিহীন জীবিত কোষ হলাে?
(ক) সীভনল
(খ) জাইলেম প্যারেনকাইমা
(গ) ট্রাকিড
(ঘ) সঙ্গীকোষ


৮৪। বংশগতিবিদ্যার জনক হলাে—
(ক) মেন্ডেল
(খ) ডারউইন
(গ) ক্রেবস
(ঘ) ক্যালভিন

৮৫। কোনটি ডায়াটম?
(ক) Spriogyra
(খ) Navicula
(গ) Volvox
(ঘ) Sargassum

৮৬। পেনিসিলিন এর আবিষ্কারক হলাে?
(ক) পাস্তুর
(খ) ট্যালি
(গ) বেন্ডা
(ঘ) ফ্লেমিং


৮৭। কোনটি ব্রায়ােফাইটা?
(ক) Riccia
(খ) Selaginella
(গ) Equisetum
(ঘ) Sacchromyces

৮৮। কোনটি কোষ বিভাজন অংশ নেয়?
(ক) নিউক্লিও ঝিলি
(খ) গলজি বস্তু
(গ) সেন্ট্রিওল
(ঘ) মাইটোকন্ড্রিয়া


৮৯। কোনটিতে এন্টিকোডান থাকে?
(ক) t-RNA
(খ) r-RAN
(গ) m-RNA
(ঘ) DNA

৯০।  মানবদেহে ক্রোমােজোমের সংখ্যা হলাে?
(ক)  ৪০
(খ) ৪২
(গ) ৪৪
(ঘ) ৪৬

৯১। খাদ্যশৃঙ্খলে প্রাথমিক উৎপাদনের ভূমিকা পালন করে কোনটি?
(ক) ব্যাক্টেরিয়া
(খ) ছত্রাক
(গ) শৈবাল
(ঘ) পতঙ্গ


৯২। কোনটিতে গ্ল্যাইকোলাইসিস বিক্রিয়াগুলাে সংঘটিত হয়?
(ক) ক্লোরােপ্লাস্টে
(খ) রাইবােজোমে
(গ) মাইটোকন্ড্রিয়ায়
(ঘ) সাইটোপ্লাজমে

৯৩। কোথায় উদ্ভিদের নিষেক প্রক্রিয়া সংঘটিত হয়?
(ক) গর্ভমুণ্ডে
(খ) গর্ভদণ্ডে
(গ) গর্ভাশয়ে
(ঘ) ডিম্বকে


৯৪। Amoeba- এর চলনাঙ্গের নাম কী?
(ক) সিলিয়া
(খ) সিউডােপিডিয়া
(গ) ফ্লাজেলা
       (ঘ) মাইক্রভিলি

৯৫। কোনটি উভচর প্রাণী?
(ক) সাপ
(খ) ব্যাঙ
(গ) মাছ
(ঘ) তেলাপােকা

৯৬। অ্যালবুমিন কোন জাতীয় পদার্থ?
(ক) আমিষ
(খ) শর্করা
(গ) চর্বি
(ঘ) ভিটামিন


৯৭।  হাইড্রা কোন ধরনের প্রাণি?
(ক) তৃণভােজী
(খ) মাংশাসী
(গ) সর্বভােজী
(ঘ) কোনােটিই নয়

৯৮। কোনটি ম্যালেরিয়ার পরীজীবী?
(ক) Plasmodium
(খ) Periplanata
(গ) Entamoeba
(ঘ) Vibrio


৯৯। কোনটি মৌমাছি পালনের নাম?
(ক) Apiculture
(খ) Sericulture
(গ) Pisciculture
(ঘ) Lac Culture

১০০। We live in___ ground floor of an old house___inverse Kirtankhola
(ক) the, a
(খ) the, the
(গ) article, the
(ঘ) a, no article

কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....

Powered by Blogger.