ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৬

ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৬
সময়ঃ ১ ঘন্টা, পূর্ণমানঃ ৮০
[মোট প্রশ্ন ৮০(আশি)]

১। ‘বিরাম চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলােচিত হয়?
(ক) ধ্বনিতত্ত্বে
(খ) শব্দতত্ত্বে
(গ) রূপতত্ত্বে
(ঘ) বাক্যতত্ত্বে


২। নিচের কোন বানান ভুল?
(ক) পরিপক্ক
(খ) মুহূর্ত
(গ) মুমূর্ষু
(ঘ) শুশ্রুষা

৩। Ladies fingers বলতে বােঝায়—
(ক) নারীর আঙ্গুল
(খ) রমণীয় হাত
(গ) বেগুন
(ঘ) ঢেঁড়শ


৪। ‘অভাগা যেখানে যার সাগর শুকিয়ে যায়’- প্রবাদটি কোন গল্পে প্রয়ােগ করা হয়েছে?
(ক) হৈমন্তী
(খ) কলিমদ্দি দফাদার
(গ) একুশের গল্প
(ঘ) অপরাহ্নে গল্প

৫। ‘ডাকাবুকো' শব্দের অর্থ—
(ক) প্রশস্ত বক্ষ
(খ) দুরন্ত
(গ) ডাকাতের বুক
(ঘ) পাষণ্ড


৬। ‘বিশ্বস্ত' বিশেষণ পদের বিশেষ্য রূপ—
(ক) বিশ্বাস্য
(খ) বিশ্বাস
(গ) বিশ্বস্ততা
(ঘ) বিশ্বাসী

৭। কপাট > কবাট-এটি কোন ধরনের ধ্বনি-পরিবর্তন?
(ক) ধ্বনি-বিপর্যয়
(খ) বর্ণ-বিপর্যয়
(গ) অপিনিহিতি
(ঘ) বর্ণবিকার


৮। কোন বানানটি শুদ্ধ?
(ক) স্বায়ত্তশাসন
(খ) স্বায়ত্বশাসন
(গ) স্বায়ত্ত্বশাসন
(ঘ) সায়ত্বশাসন

৯। ‘কৌমুদী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) শাপলা
(খ) জ্যোৎস্না
(গ) পর্বত
(ঘ) সরােবর


১০। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
(ক) ১১টি
(খ) ১২টি
(গ) ৭টি
(ঘ) ৯টি

১১। ‘এইটুকুন’ শব্দের ‘টুকুন’ হলাে—
(ক) প্রত্যয়
(খ) বিভক্তি
(গ) পদাশ্রিত নির্দেশক
(ঘ) বহুধ্যান


১২। নিচের কোনটি জোড়কলম শব্দের দৃষ্টান্ত?
(ক) নিমকদানি
(খ) হাসজারু
(গ) ফুল কুসুম
(ঘ) স্কুলঘর

১৩। “আকাশ' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
(ক) নভ
(খ) অচল
(গ) অন্তরীক্ষ
(ঘ) ব্যোম


১৪। নিচের কোনটি আরবি শব্দ নয়?
(ক) খােদা
(খ) ইমান
(গ) আদালত
(ঘ) দোয়াত

১৫। 'বঙ্গভাষা' কবিতা কোন ছন্দে রচিত?
(ক) স্বরবৃত্ত
(খ) অক্ষরবৃত্ত
(গ) অমিত্রাক্ষর
(ঘ) মাত্রাবৃত্ত


১৬। ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) বিস্ময়
(খ) নির্ভর
(গ) দ্বিধা
(ঘ) প্রত্যয়


১৭। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
(ক) চিলেকোঠার সেপাই
(খ) উপমহাদেশ
(গ) নিষিদ্ধ লােবান
(ঘ) ওঙ্কার

১৮।  ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’-চরণটি কার রচনা?
(ক) ঈশ্বরগুপ্ত
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) রঙ্গলাল
(ঘ) মধুসূদন দত্ত


১৯। Which of the following sentence is correct?
(ক) He neither speaks English nor French
(খ) He speaks nor English or French
(গ) He speaks neither English nor French
(ঘ) Neither he speaks English nor French

২০। Fill in the blank with the correct choice : How much did you — the book?
(ক) pay
(খ) paid
(গ) pay for
(ঘ) pay on


২১। Another word for prejudice is—
(ক) fear
(খ) disease
(গ) loneliness
(ঘ) bigotry

২২। A review of the patient's eating habits showed that her diet was — in vitamin B.
(ক) lacking
(খ) absorb
(গ) overly
(ঘ) suffering


২৩। The bus is the — expensive way to get around.
(ক) less
(খ) lesser
(গ) least
(ঘ) more

২৪। Which one is the subject in the sentence? To defrost this fridge takes ages.
(ক) fridge
(খ) to defrost
(গ) frost
(ঘ) to defrost the fridge


২৫। We must buy the tickets next week.
(ক) object
(খ) noun
(গ) adverbial
(ঘ) complement

২৬। What is all this noise? The underlined word is a/an
(ক) Adverb
(খ) Adjective
(গ) Noun
(ঘ) Pronoun


২৭। The house is building. The passive form is___
(ক) A house is beeing built by us
(খ) The mansons are building the house
(গ) It is the house which is being built
(ঘ) The house is being built


২৮। Neither Jane nor— have been to the opera.
(ক) me
(খ) I
(গ) he
(ঘ) him


২৯। Nelson is a British warship. Put an article in the gap.
(ক) A
(খ) The
(গ) No article
(ঘ) An

৩০। Which one is correct.
(ক) The ship was drowned in the ocean
(খ) The ship sunk in the ocean
(গ) The ship goes under the ocean
(ঘ) The ship was sunk in the ocean


৩১। What is the antonym of 'Apex'?
(ক) top
(খ) peak
(গ) base
(ঘ) pinnacle

৩২। The word 'ecological' is related to
(ক) atmosphere
(খ) pollution
(গ) environment
(ঘ) demography


৩৩। Which spelling is correct?
(ক) layeing
(খ) lieing
(গ) lying
(ঘ) lahying

৩৪। 'Handy' is the synonym of___
(ক) comfortable
(খ) useful
(গ) convenient to us
(ঘ) necessary

৩৫। Which one is a singular number?
(ক) lice
(খ) errata
(গ) phenomenon
(ঘ)  mice

৩৬। The negative form of the sentence, "It always pours when it rains" is
(ক) I always does not pours when it does not
(খ) It never pours when it does not rain
(গ) It never rains but it pours
(ঘ) It never pours but it rain.

৩৭। /৪, /৫, /৬ ও /৮ এর মধ্যে কোনটি বৃহত্তম?
(ক) /
(খ) /
(গ) /
(ঘ) /
.


৩৮। দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ. সা. গু. ৪ হলে সংখ্যা দুটির ল. সা. গু. কত?
(ক) ১০০
(খ) ১২০
(গ) ১৫০
(ঘ) ১৮০

৩৯। (০.১×০.০১×০.০০৪)➗(০.০২×০.০০২) এর মান কত?
(ক) ০.১
(খ) ০.০১
(গ) ০.০২
(ঘ) ০.০০১


৪০। এক দোকানদার ১৫ টাকা ও ২০ টাকা কেজি দরে দু' ধরনের চা কী অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম প্রতি কেজি ১৬ টাকা ৫০ পয়সা হবে?
(ক) ৫ : ৭
(খ) ৭ : ৩
(গ) ৩ : ৭
(ঘ) ৪ : ৫

৪১। ৩, ৪, ৭, ১১, ১৮, ২৯ .... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
(ক) ৪০
(খ) ৪৭
(গ) ৫৫
(ঘ) ৬০


৪২।  x2 - 8x - ৪y + 16 + y2 এর সাথে কত যােগ করলে যােগফলটি পূর্ণবর্গ হবে?
(ক) -2xy
(খ) 8xy
(গ) 6xy
(ঘ) 2xy

৪৩।  a4 + 4 এর উৎপাদক কি কি?
(ক) (a2 +2a + 2)(a2 -2a +2)
(খ) (a2 +2a+2)(a2 - 2a -2)
(গ) (a2- 2a + 2) (a2+2a -2)
(ঘ) (a2-2a-2)(a2-2a+2)
.


৪৪।  x2-x-24 এবং x2 –6x2 + 18x -27 এর গ. সা.গু___
(ক) (x-1)
(খ) (x-2)
(গ) (x-3)
(ঘ) (x-4)

৪৫। একটি চাকার ব্যাস 4.2 মিটার। চাকাটি 330 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?
(ক) 32
(খ) 30
(গ) 25
(ঘ) 22

 
৪৬। log2√5 400 = x হলে x এর মান কত?
(ক) 400
(খ) 10
(গ) 4
(ঘ) 25

৪৭। ΔABC এ AD, <A এর সমদ্বিখন্ডক এবং <ADB সূক্ষ্মকোণ হলে—
(ক) AD> AC
(খ) AB > AC
(গ) AB < AC
(ঘ) DB <CD


৪৮। যদি দুটি সরলরেখা পরস্পর ছেদ করে, তাহলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলাে___
(ক) পরস্পর সমান
(খ) পরস্পর সমান নয়
(গ) পরস্পর সমকোণ
(ঘ) ক ও গ উভয়ই

৪৯। একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল ১০০ বর্গ সে. মি. এবং আয়তন ১৫০ ঘন সে. মি. । বেলনের ভূমির ব্যাসার্ধ কত?
(ক) ৫ সে. মি.
(খ) ৪ সে. মি.
(গ) ৩ সে. মি.
(ঘ) ৬ সে. মি.


৫০। সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
(ক) ২৯(২)
(খ) ২৮(২)
(গ) ৩৯(১)
(ঘ) ৩৯(২)

৫১। ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত?
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৭টি


৫২। মানবসম্পদ সূচকে (HDI) বাংলাদেশের বর্তমান স্থান কত?
(ক) ১৫৫তম
(খ) ১৩৫তম
(গ) ১৪২তম
(ঘ) ১৩৯তম

৫৩। হাকালুকি হাওড় কোন জেলায় অবস্থিত?
(ক) সিলেট
(খ) মৌলভীবাজার
(গ) হবিগঞ্জ
(ঘ) সুনামগঞ্জ


৫৪। বাংলাদেশে ‘জাতীয় আয়কর দিবস’ কোন তারিখে পালন করা হয়?
(ক) ১৫ জুন
(খ) ১২ জুলাই
(গ) ১৫ সেপ্টেম্বর
(ঘ) ১২ অক্টোবর

৫৫। ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত?
(ক) গােমতী
(খ) তিতাস
(গ) যমুনা
(ঘ) পদ্মা

৫৬। ২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি?
(ক) এমডিজি
(খ) এসডিজি
(গ) সিপিডি
(ঘ) এনএলজি


৫৭। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সােনারগাঁও ভ্রমণ করেন?
(ক) ১৩৪৫
(খ) ১৩৪২
(গ) ১৩৪৪
(ঘ) ১৩৪৬

৫৮। Statue of Peace কোথায় অবস্থিত?
(ক) নাগাসাকি
(খ) নিউইয়র্ক
(গ) লন্ডন
(ঘ) প্যারিস


৫৯। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
(ক) শ্রীমাভাে বন্দরনায়েক
(খ) ইন্দিরা গান্ধী
(গ) মার্গারেট থেচার
(ঘ) সােনিয়া গান্ধী

৬০। যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়?
(ক) ১৮৬৩
(খ) ১৮৭২
(গ) ১৮৬৪
(ঘ) ১৮৬১

৬১। কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ কোনটি?
(ক) রাখাল ছেলে
(খ) সূর্য প্রণাম
(গ) মায়া কাজল
(ঘ) সুলতানার স্বপ্ন


৬২। ‘ইয়ং বেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
(ক) উইলিয়াম কেরি
(খ) হেনরি ডিরােজিও
(গ) প্যারিচাঁদ মিত্র
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত

৬৩। হার্ডিঞ্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত?
(ক) কুষ্টিয়া-পাবনা
(খ) কুষ্টিয়া-রাজশাহী
(গ) পাবনা-সিরাজগঞ্জ
(ঘ) পাবনা-নাটোর


৬৪। পৃথিবীতে সবচেয়ে বেশি লােক কোন ভাষায় কথা বলে
(ক) ইংরেজি
(খ) ফরাসি
(গ) আরবি
(ঘ) মান্দারীন

৬৫। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয়?
(ক) ৫ বছর
(খ) ৩ বছর
(গ) ২ বছর
(ঘ) ১ বছর

৬৬। রাষ্ট্রের উপাদান নয় কোনটি?
(ক) জনসমষ্টি
(খ) নির্দিষ্ট ভূ-খণ্ড
(গ) সামাজিক ন্যায়বিচার
(ঘ) সার্বভৌমত্ব


৬৭। ছিয়াত্তরের মন্বন্তরনামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সনে ঘটে?
(ক) বাংলা ১১৭৬ সনে
(খ) বাংলা ১২৭৬ সনে
(গ) বাংলা ১৩৭৬ সনে
(ঘ) বাংলা ১৪৭৬ সনে

৬৮। দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১° হলে সময়ের পার্থক্য কত?
(ক)  ১ মিনিট
(খ) ২ মিনিট
(গ) ৩ মিনিট
(ঘ) ৪ মিনিট


৬৯। হাজী মােহাম্মদ মহসীন এর বাড়ি কোথায়?
(ক) রাজশাহী
(খ) মুর্শিদাবাদ
(গ) হুগলী
(ঘ) মেদেনীপুর

৭০। ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি?
(ক) তুরস্ক
(খ) ইরান
(গ) ইরাক
(ঘ) কুয়েত
.

৭১। মুজিবনগর সরকার গঠিত হয় কবে?
(ক) ২৫ মার্চ ১৯৭১
(খ) ১০ এপ্রিল ১৯৭১
(গ) ১৭ এপ্রিল ১৯৭১
(ঘ) ৬ জুন ১৯৭১


৭২। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৫টি
(ঘ) ৪টি

৭৩। ড্রোন কি?
(ক) ক্ষেপণাস্ত্র
(খ) উপগ্রহ
(গ) চালকবিহীন বিমান
(ঘ) ঝড়


৭৪। পারমাণবিক বােমা তৈরি হয় কি ধাতু দিয়ে?
(ক) রেডিয়াম
(খ) ইউরেনিয়াম
(গ) সােডিয়াম
(ঘ) ক্যালসিয়াম

৭৫। সবচেয়ে মূল্যবান ধাতু কী?
(ক) প্লাটিনাম
(খ) ইউরেনিয়াম
(গ) সােনা
(ঘ) হীরক

৭৬। কোনটির কারণে মরিচ ঝাল লাগে?
(ক) ভিটামিন-এ
(খ) ক্যাপসিসিন
(গ) ভিটামিন-ডি
(ঘ) টারটারিক এসিড


৭৭। টাচস্ক্রিন মােবাইল ফোন আবিষ্কারক কে?
(ক) বিল গেটস
(খ) চার্লস ব্যাবেজ
(গ) স্টিভ জবস
(ঘ) জর্জ বুস

৭৮। ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি?
(ক) বাদাম
(খ) চুন
(গ) দুধ
(ঘ) সবকয়টি


৭৯। পল্লী উন্নয়ন একাডেমী (বাের্ড) কুমিল্লার প্রতিষ্ঠাতা কে?
(ক) ডা. মােহাম্মদ ইব্রাহিম
(খ) প্রেসিডেন্ট আইয়ুব খান
(গ) ড. আখতার হামিদ খান
(ঘ) ফজলুর রহমান খান

৮০।  ২০১৫ সালে World Food Prize- কে পেয়েছেন?
(ক) ফ্রাঙ্ক ভল্টার স্টেইননেময়ার
(খ) শাইখ সিরাজ
(গ) স্যার ফজলে হাসান আবেদ
(ঘ) কেনেথ কুইন



কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....
Powered by Blogger.