নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ - Nursing Admission 2024
সরকারি নার্সিং ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ২০২৪ এর আবেদনের নোটিশ প্রকাশিত হয়েছে ২০২৪ সালের ১০ই মার্চ এবং আবেদন করার সময় থাকবে ১২ মার্চ থেকে ০২ এপ্রিল ২০২৪ ইং পর্যন্ত।
একনজরে: Nursing Admission 2024
- ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে: ১০ই মার্চ, ২০২৪ইং।
- অনলাইনে আবেদন শুরু হবে: ১২ই মার্চ, ২০২৪ইং
- আবেদনের শেষ সময়: ০২ এপ্রিল ২০২৪ইং।
- ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে: ২৫ এপ্রিল, ২০২৪ইং
- আবেদন ফি: ৭০০/- (নার্সিং) এবং ৫০০/- (মিডওয়াইফেরি)
- ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ০৩ মে ২০২৪ইং শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
নার্সিং ভর্তি ২০২৪ যোগ্যতা - Nursing Admission 2024 qualification
- HSC পাশ: প্রার্থীকে ২০২১, ২০২২ বা ২০২৩ সালে HSC পাশ হতে হবে।
- SSC পাশ: ২০১৯, ২০২০ বা ২০২১ সালে SSC পাশ হতে হবে।
- বাংলাদেশের নাগরিক হতে হবে।
- বয়স ২২ বছরের বেশি হওয়া যাবেনা।
- অবিবাহিত হতে হবে (ব্যাতিক্রম: মিডওয়াইফেরিতে ভর্তির ক্ষেত্রে বিবাহিত হলে সমস্যা নেই)।
- নার্সিং কোর্সে নারী/ পুরুষ উভয়েই আবেদন করত পারবেন।
- মিডওয়াইফেরি পদে শুধুমাত্র নারী প্রার্থী আবেদন করতে পারবেন।
Nursing Admission 2024 (B.Sc.)
- B.Sc nursing কোর্সে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে।
- SSC তে নূন্যতম ৩ পয়েন্ট এবং HSC তে নূন্যতম ৩ পয়েন্ট এবং SSC+HSC মোট পয়েন্ট ৭ থাকতে হবে।
- HSC তে জীববিজ্ঞান বিষয়ে নূন্যতম ৩ পয়েন্ট থাকতে হবে।
- HSC ভোকেশনাল এর শিক্ষার্থীরাও বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে বিবেচিত হবেন।
- ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে নিম্নোক্তভাবে:
- বাংলা- ২০
- ইংরেজী – ২০
- গনিত – ১০
- বিজ্ঞান (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও রসায়ন)- ৩০
- সাধারন জ্ঞান – ২০
Nursing Admission 2024 (Diploma)
ডিপ্লোমা ক্যাটাগরির মধ্যে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফেরি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফেরি অন্তর্ভুক্ত।
- যেকোনো বিভাগের স্টুডেন্টস ডিপ্লোমা নার্সিং/ মিডওয়াইফেরি কোর্সে ভর্তি হতে পারবেন।
- SSC তে নূন্যতম ২.৫ পয়েন্ট এবং HSC তে নূন্যতম ২.৫ পয়েন্ট এবং SSC+HSC মোট পয়েন্ট ৬ থাকতে হবে।
- ভর্তি পরীক্ষার প্রশ্নের মানবন্টন হবে নিম্নরুপ:
- বাংলা – ২০
- ইংরেজী – ২০
- গণিত – ১০
- সাধারন বিজ্ঞান – ২৫
- সাধারন জ্ঞান – ২৫
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ ডাউনলোড লিংক
File size: 2.8 MB Full HD
Quality: Good
Download Time: 30 seconds
চিত্র: নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
আরো পড়ুন...
Social Media Icons