ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ - MATs Admission 2024
২০২৪ - ২০২৫ শিক্ষাবর্ষে ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজী কোর্সের সকল অনুসদ এবং মেডিক্যাল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলসমূহে ভর্তির উদ্দ্যেশ্যে ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করবে DGME কর্তৃপক্ষ।
একনজরে ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
- ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে: আগস্ট মাসের ১০ থেকে ২০ তারিখের মধ্যে।
- আবেদনের শেষ সময়: সেপ্টেম্বরের ১০ তারিখের মধ্যে।
- প্রবেশপত্র ডাউনলোড করা যাবে: সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত।
- পরীক্ষা অনুষ্ঠিত হবে: ২০ই সেপ্টেম্বর (শুক্রবার)
- পরীক্ষার সময়: সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
ম্যাটস ভর্তি যোগ্যতা ২০২৪
২০২৪ সালে ম্যাটস ভর্তির ক্ষেত্রে নিম্নোক্ত যোগ্যতাসমূহ থাকতে হবে।
- এস.এস.সি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাশ হতে হবে।
- অবশ্যই মাধ্যমিকে জীববিজ্ঞান থাকতে হবে।
- নূন্যতম ২.৫ পয়েন্ট জিপিএ থাকতে হবে।
- বিদেশী পার্থী বা O-level প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা সমমান সার্টিফিকেট গ্রহণ করতে হবে।
২০২৪ সালে ম্যাটস ভর্তি ফি কত টাকা?
ম্যাটস ভর্তি আবেদন ফি ৭০০ টাকা। টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এই ফি পরিশোধ করতে হবে। এক্ষেত্রে নিম্নোক্ত শর্তসমূহ প্রযোজ্য হবে।
- আবেদনের পর ৭২ ঘন্টার মধ্যে ফি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
- ফি জমা দেয়ার পর কোনোভাবেই আবেদন পত্রের কোনো ভূল-ত্রুটি সংশোধন করা যাবেনা।
- প্রয়োজনে নতুন করে আবেদন করে পূণরায় ফি পরিশোধ করতে হবে।
- এক্ষেত্রে সর্বশেষ আবেদনটিই গ্রহণ করা হবে।
ম্যাটস ভর্তি পরীক্ষার মানবন্টন:
এস.এস.সির সিলেবাস থেকে ম্যাটস এর পরীক্ষার প্রশ্ন করা হয়ে থাকে। ভর্তি পরীক্ষার মানবন্ট হবে নিম্নরূপ:
- বাংলা - ১৫
- ইংরেজি - ১৫,
- গণিত - ১৫,
- পদার্থ বিজ্ঞান - ১৫
- রসায়ন - ১৫,
- জীববিজ্ঞান - ১৫,
- বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান - ১০
ম্যাটস মেরিট রেসাল্ট:
এস.এস.সি পরীক্ষার GPA কে ২০ দিয়ে গুণ করে তার সাথে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার যোগ করে চূড়ান্ত মেরিট রেসাল্ট প্রকাশ করা হবে। উদাহরণস্বরূপ কেই যদি SSC পরীক্ষায় 4.5 পয়েন্ট পায় এবং ভর্তি পরীক্ষায় ৬০ নাম্বার পায় তাহলে তার মোট মার্ক হবে = (4.5x20 + 60) = 150 নাম্বার 200 এর মধ্যে।
Social Media Icons