পোস্ট বেসিক ভর্তি যোগ্যতা, শর্ত, ফি, ভর্তি পরিক্ষার প্রশ্নপত্রের নম্বরবন্টন ও বাছাই প্রক্রিয়া

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরাধীন ০৫ টি সরকারি নার্সিং কলেজে ০২(দুই) বছর মেয়াদী পােস্ট বেসিক বিএসসি নার্সিং ও বিএসসি ইন পাবলিক হেলথ নার্সিং কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য নিম্নলিখিত শর্ত ও নিয়মাবলি রয়েছে। (তথ্য সুত্রঃ www.dgnm.gov.bd ওয়েবসাইট)

প্রার্থীর যােগ্যতাঃ

(ক) বাংলাদেশী প্রার্থীঃ

  • এসএসসি বা সমমান/ এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস।
  • ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি/ ডিপ্লোমা ইন নার্সিং বা সমমান;
  • বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত;
  • সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের উক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সিনিয়র স্টাফ নার্স পদে কমপক্ষে ০২ (দুই) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতার স্বপক্ষে স্থানীয় কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যয়নপত্র আছে কিনা তা অন-লাইন আবেদনে উল্লেখ করতে হবে;
  • বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে চাকরীর অভিজ্ঞতা শিথিলযােগ্য;

(খ) বিদেশী প্রার্থীঃ

  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাস;
  • ডিপ্লোমা ইন নার্সিং পাস;
  • সংশ্লিষ্ট দেশের নার্সিং কাউন্সিল থেকে হাল নাগাদ রেজিস্ট্রেশন প্রাপ্ত;
  • ডিপ্লোমা ইন নার্সিং পাসের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ০২(দুই) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
  • উপযুক্ত চিকিৎসক কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদপত্র;
  • বিদেশী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্ত বিদেশী প্রার্থীদের একটি কমিটির মাধ্যমে মূল্যায়ণ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমােদন সাপেক্ষে সংশ্লিষ্ট নার্সিং কলেজে ভর্তি করা হবে।

প্রশ্নপত্রের নম্বরবন্টনঃ

ভর্তিচ্ছুক প্রার্থীকে ১০০ নম্বরের নৈর্ব্যত্তিক (MCQ) প্রশ্নের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোনো কোটা ব্যাবস্থা নেই। ৮০ - ৯০% প্রশ্ন টেকনিক্যাল বিষয়ে এবং বাকি ১০ -২০% নন টেকনিক্যাল থেকে আসে। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার যাতায়াত/ দৈনিক ভাতা প্রদান করা হবে না। পরীক্ষার হলে যে কোন প্রকার ইলেকট্রিক ডিভাইস(ক্যালকুলেটর, মােবাইল ফোন বা এ জাতীয় কোন যন্ত্রপাতি) সংগে আনা যাবে না। শুধুমাত্র পেন্সিল, কলম, রাবার, স্কেল ইত্যাদি ব্যবহার করতে পারবেন

পোস্ট বেসিকের ০৫ টি কলেজের প্রতিটির ১২৫ টি আসনের মধ্যে নিম্নক্তোভাবে সিট বা আসন বন্টন হবে।

(ক) সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মহিলা প্রার্থীদের জন্য আসন সংখ্যা-১০৩ (একশত তিন) ও পুরুষ প্রার্থী সংখ্যা - ১২(বার)। 
(খ) বিদেশী প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা-০৫(পাঁচ)। 
(গ) বেসরকারি প্রার্থীদের জন্য আসন সংখ্যা-০৫(পাঁচ), তন্মদ্ধে মহিলা প্রার্থী সংখ্যা-০৪ (চার) ও পুরুষ প্রার্থী সংখ্যা-০১ (এক)।

অন্যান্য শর্তাবলীঃ

(ক) সিভিল সার্জন বা সমমান/আরপি/আর এস অথবা সমপদমর্যাদা সম্পন্ন চিকিৎসক কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদপত্র ভর্তিকালীন জমা দিতে হবে;
(খ) সরকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মরত সিনিয়র স্টাফ নার্স স্টাফ নার্স/নার্স/ নার্সিং সুপারভাইজার এর সৃষ্ট পদের বিপরীতে ন্যূনতম ১০% ভর্তির জন্য নির্বাচিত নার্সিং কর্মকর্তাকে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রেষণাদেশ | সংযুক্তি আদেশ প্রদান করা হবে।
(গ) নির্বাচিত প্রার্থীকে বর্ণিত কাগজ পত্রাদির অনুলিপি ন্যুনতম ১ম শ্রেণির গেজেটেড সরকারী কর্মকর্তা (৯ম গ্রেড) কর্তৃক সত্যায়িত করে



Powered by Blogger.