পোস্ট বেসিক নিয়ে অনেকের নাজানা প্রশ্নের সঠিক উত্তর

➜ কারা ভর্তি হতে পারবে পোস্ট বেসিক বি.এস.সি ইন নার্সিং?
উত্তরঃ ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারিতে যারা পড়বেন তারা পোস্ট বেসিক বি.এস.সি নার্সিং ভর্তি হতে পারবেন শুধু।

➜ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পাশ করার পর কি পোস্ট বেসিকে ভর্তি হওয়া যাবেনা?
উত্তরঃ যাবে। তবে আলাদা পোস্ট বেসিক কোর্স রয়ছে মিডওয়াইফারিদের জন্য। বর্তমানে এখনো তেমনভাবে কার্সকর হয়নি, আশা করা যায় ২০২১ সাল থেকে কার্যকর হবে।

➜ চাকরির পাশাপাশি কি পোস্ট বেসিক করা যাবে?
উত্তরঃ হ্যা 

➜ চাকরি করার পাশাপাশি পোস্ট বেসিক পড়তে হলে কি করতে হবে?
উত্তরঃ
সরকারি চাকরীরত অবস্থায় যদি পোস্ট বেসিক পড়তে চান তবে আপনাকে আগে ২ বছর চাকরি করতে হবে ( ২ বছরের অভিজ্ঞতা)
বেসরকারি চাকরি যারা করছেন বা যারা এখনো জব করেননি, তাদের কোনো অভিজ্ঞতা লাগবেনা।
সরকারি চাকরি শুরু করার আগে যারা পোস্ট বেসিক ভর্তি হয়েছেন, তারা পড়া চালিয়ে যেতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবেনা। তবে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, গোপন রেখে কোর্স কমপ্লিট করলে পরবর্তিতে আপনি BNMC কর্তৃক রেজিস্ট্রেশন করতে পারবেননা। অর্থাৎ সার্টিফিকেটের কোনো ভেলু থাকবেনা।

➜ কিভাবে কর্তৃপক্ষের মাধ্যনে আবেদন করতে হবে?
উত্তরঃ প্রতি বছরি BNMC কর্তৃক বছরে একবার করে এ ব্যাপারে নোটিশ দিয়ে থাকে, তখন আবেদন করতে হবে।

➜ আমার বেসরকারিতে ২ বছরের অভিজ্ঞতা আছে, কিন্তু সরকারিতে জব শুরু করেছি, এখনো ২ বছর হয়নি, আমিকি ভর্তি হতে পারবো?
উত্তরঃ পারবেননা। আগে যদি ভর্তি হতেন তাহলে কোনো সমস্যা ছিলনা, কিন্তু এখন সরকারি জব শুরু করেছেন, এখন আপনাকে ২ বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা অর্জন করতে হবে।

➜ আমি এবছরি পাশ করেছি, কোনো অভিজ্ঞতা নেই, আমিকি আবেদন করতে পারবো?
উত্তরঃ হ্যা পারবেন।

➜ আমি বেসরকারি চাকুরী করি,,  আমারো কি ২ বছরের অভিজ্ঞতা লাগবে? 
উত্তরঃ জ্বী না, আপনারা যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীরত আছেন তাদের ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা না হলেও সমস্যা নাই, আবেদন করতে পারবেন।

➜ আমি তো ২০২০ সালে লাইসেন্সিং পরীক্ষা দিয়ে উত্তীর্ন হয়েছি..আমি কি এবার পোস্ট বেসিকে এপ্লাই করতে পারবো? অপশনে তো ২০১৯ সাল পর্যন্ত দেয়া?
উত্তরঃ হ্যা, আপনি অবশ্যই পারবেন.. কেননা আপনি ২০২০ সালে রেজিষ্টার্ড হলেও আপনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্স শেষ করছেন ২০১৯ সালে, তাই আপনি ২০১৯ সাল দিয়েই পূরন করবেন

➜ আমি যদি সরকারি ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদন না করে সরাসরি বেসরকারি প্রতিষ্ঠানে পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি হতে চাই,, পারবো? 
উত্তরঃ জ্বী না, আপনি পারবেন না। আপনাকে অবশ্যই সরকারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। পরিক্ষার পর যারা সরকারিতে ভর্তির সুযোগ পাবেননা তারা বেসরকারিতে ভর্তি হতে পারবেন। তবে ভর্তি পরীক্ষায় পাশ করতে হবে। পাশ মার্ক ৪০, না হলে আপনি কোনোভাবেই বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন না।

➜ আবেদনের জন্য নূন্যতম কত পয়েন্ট লাগবে?
উত্তরঃ ডিপ্লোমা পাশ থাকলেই হবে।

➜ ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয়?
উত্তরঃ নার্সিং টেকনিক্যাল বিষয়ে ৮০ - ৯০% এবং নন টেকনিক্যাল ( বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান) থেকে ১০ - ২০% প্রশ্ন হয়ে থাকে।

➜ ভর্তি পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হয় নাকি ইংরেজিতে?
উত্তরঃ সকল প্রশ্ন বাংলায় হয় (টেকনিক্যাল বিষয়ের, নন টেকনিক্যাল বিষয়ের প্রশ্ন সবি বাংলা) 

➜ ডিপ্লোমা করার পর পোস্ট বেসিক করলেকি বিসিএস দেয়া যাবে?
উত্তরঃ না, বিসিএস দেয়া যাবেনা, শুধুমাত্র বেসিক বি.এস.সি যারা করবেন তারা দিতে পারবেন।



Powered by Blogger.