স্পেশালাইজেশন নার্সিং কোর্সের প্রতিষ্ঠান তালিকা
ভর্তি যোগ্যতাঃ
- নার্সিং কাউন্সিল কর্তৃক স্বীকৃত Diploma in Nursing Science & Midwifery পাশ ও ০২ বৎসরের ব্যবহারিক/ চাকরির অভিজ্ঞতা।
- বয়স: অনুর্ধ্ব ৩৫ বৎসর।
- প্রশিক্ষন ভাতা ও বেসরকারী নার্সদের মাসিক ১০,০০০/- (দশ হাজার টাকা)।
- কোর্স ফিঃ কোনো প্রতিষ্ঠানে নেয় আবার কোনোটায় নেয়না। যেমন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ডিপ্লোমা ইন-কার্ডিয়াক নার্সিং কোর্সে কোনো ফি নেয়না, বরং প্রতি মাসে প্রশিক্ষন ভাতা ও বেসরকারী নার্সদের মাসিক ১০,০০০/- (দশ হাজার টাকা) করে দেয়।
০১ বছর মেয়াদি স্পেশালাইজেশন নার্সিং কোর্স, প্রতিষ্ঠান-৭ টি আসন-১৪০, তালিকা নিচে দেয়া হলো:
ক্রম | বেসরকারি কলেজ (স্পেশালাইজেশন নার্সিং কোর্স) | সিট |
১ | ডিপ্লোমা ইন-কার্ডিয়াক নার্সিং, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, মিরপুর, ঢাকা | ২০ |
২ | ডিপ্লােমা ইন-কার্ডিয়াক নার্সিং, কলেজ অব নার্সিং সায়েন্স দিনাজপুর | ২০ |
৩ | ডিপ্লোমা ইন-কার্ডিয়াক নার্সিং, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, শাহবাগ, ঢাকা | ২০ |
৪ | ডিপ্লোমা ইন-পেডিয়াট্রিক নার্সিং, ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা | ২০ |
৫ | নর্থ ইস্ট নার্সিং কলেজ, দক্ষির সুরমা, সিলেট | ২০ |
৬ | ইউনাইটেড কলেজ অব নার্সিং, গুলশান, ঢাকা | ২০ |
৭ | কিডনী ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা (রেনাল নার্সিং) | ২০ |
১ | মোট আসন/ সিট = ১৪০ | ১ |
Social Media Icons