স্পেশালাইজেশন নার্সিং কোর্সের প্রতিষ্ঠান তালিকা

ভর্তি যোগ্যতাঃ

  • নার্সিং কাউন্সিল কর্তৃক স্বীকৃত Diploma in Nursing Science & Midwifery পাশ ও ০২ বৎসরের ব্যবহারিক/ চাকরির অভিজ্ঞতা।
  • বয়স: অনুর্ধ্ব ৩৫ বৎসর। 
  • প্রশিক্ষন ভাতা ও বেসরকারী নার্সদের মাসিক ১০,০০০/- (দশ হাজার টাকা)।
  • কোর্স ফিঃ কোনো প্রতিষ্ঠানে নেয় আবার কোনোটায় নেয়না। যেমন  ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ডিপ্লোমা ইন-কার্ডিয়াক নার্সিং কোর্সে কোনো ফি নেয়না, বরং প্রতি মাসে প্রশিক্ষন ভাতা ও বেসরকারী নার্সদের মাসিক ১০,০০০/- (দশ হাজার টাকা) করে দেয়।

০১ বছর মেয়াদি স্পেশালাইজেশন নার্সিং কোর্স, প্রতিষ্ঠান-৭ টি আসন-১৪০, তালিকা নিচে দেয়া হলো:

ক্রমবেসরকারি কলেজ (স্পেশালাইজেশন নার্সিং কোর্স)সিট
 ডিপ্লোমা ইন-কার্ডিয়াক নার্সিং, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, মিরপুর, ঢাকা২০
 ডিপ্লােমা ইন-কার্ডিয়াক নার্সিং, কলেজ অব নার্সিং সায়েন্স দিনাজপুর২০
 ডিপ্লোমা ইন-কার্ডিয়াক নার্সিং, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, শাহবাগ, ঢাকা২০
 ডিপ্লোমা ইন-পেডিয়াট্রিক নার্সিং, ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা২০
 নর্থ ইস্ট নার্সিং কলেজ, দক্ষির সুরমা, সিলেট২০
 ইউনাইটেড কলেজ অব নার্সিং, গুলশান, ঢাকা২০
 কিডনী ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা (রেনাল নার্সিং)২০
  মোট আসন/ সিট = ১৪০

Powered by Blogger.