Master of Science in Nursing (MSN) প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য

Basic B.Sc. এবং Post Basic B.Sc করার পর Master of Science in Nursing (MSN) প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে। নিম্নে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হলোঃ

1. BSMMU ( Bangabandhu Sheikh Mujib Medical University)

সরাসরি BSMMU কর্তৃক পরিচালিত MSN প্রোগ্রাম ২ টি প্রতিষ্ঠানে হয়ে থাকে।

    1. NIANER (The National Institute of Advanced Nursing Education and Research)
    2. Kumudini Weltare Trust, Mirzapur, Tangail

NIANER এর অধীনে মোট ৬ টি প্রোগ্রামে Master of Science in Nursing (MSN) পরিচালিত হয়।

    1. Adult and Elderly Health Nursing
    2. Women’s Health and Midwifery Nursing
    3. Child Health Nursing
    4. Mental Health and Psychiatric Nursing
    5. Community Health Nursing
    6. Nursing Management

Kumudini Weltare Trust এ ০২ টি প্রোগ্রাম রয়েছে।

    1. Women's Health and Midwifery 
    2. Nursing Management

উপরোক্ত ২ টি প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম ও পরিচালনা, পরীক্ষা গ্রহণ সবি BSMMU  এর অধীনে হয়ে থাকে। ভর্তি পরীক্ষায় আবেদনের নূন্যতম যোগ্যতা নিম্নরূপ:

  • B.Sc (Bachelor oF Science) in Nursing অথবা B.Sc in Midwifery অথবা Post Basic B.Sc in Nursing পাশ হতে হবে, Bangladesh Nursing and Midwifery Council  (BNMC) অনূমদিত কোনো প্রতিষ্ঠান থেকে।
  • নিবন্ধিত নার্স হিসাবে কমপক্ষে দুই বছরের ক্লিনিকাল অভিজ্ঞতার থাকতে হবে।
  • BNMC থেকে স্থায়ী নিবন্ধণ (রেজিস্ট্রেশন) কার্ড থাকতে হবে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকতে হবে।
  • যেখানে চাকরি করছেন সেখানকার অনুমতি পত্র থাকতে হবে।
  • বয়স সর্বোচ্চ ৪৫ বছর থাকতে হবে। এর বেশি হলে হবেনা।
ভর্তি পরীক্ষার বিবরণঃ
  • ভর্তি পরীক্ষার সার্ক্রলার BSMMU কর্তৃক প্রকাশিত হবে।
  • ভর্তি পরীক্ষার ফি ২,০০০ টাকা (বিদেশিদের জন্য ১০০ ডলার) পূবালি ব্যাংকের যে কোনো অনলাইন শাখা থেকে সার্কুলারে থাকা ব্যাংক এক্যাউন্টে জমা দিতে হবে।
  • ফি জমার পরে BSMMU এর website থেকে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
বাছাই পক্রিয়াঃ
  • ভর্তি পরীক্ষায় ১০০ মার্কের লিখিত পরীক্ষা অনষ্ঠিত হবে BSMMU ক্যাম্পাসে।
  • সরকারি চাকরিজীবিদের জন্য ৯৫% এবং বেসরকারিদের জন্য ০৫% সীট থাকবে।

2. NIPSOM (National Institute of Preventive & Social Medicine

NIPSOM সরাসরি BSMMU এর ভর্তি যোগ্যতা ও অন্যান্য শর্তসমূহ মেনে কারিকুলাম পরিচালনা করে থাকে। এটি একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে মোট ১০ টি কোর্স (২০৯ টি আসন) রয়েছে মাস্টার্স প্রোগ্রামের জন্য। সরকারি চাকরিজীবিদের জন্য ৫০% এবং বেসরকারিদের জন্য ৫০% সীট থাকবে।

বাছাই পক্রিয়াঃ
  • ভর্তি পরীক্ষায় ১০০ মার্কের MCQ পরীক্ষা অনষ্ঠিত হবে।
  • ১০০ এর মধ্যে ২০ মার্ক ইংরেজিতে দক্ষতার প্রমাণের জন্য প্রশ্ন থাকবে।
  • পাশ মার্ক ৪০ নম্বর।
  • সরকারি চাকরিজীবিদের জন্য ৫০% এবং বেসরকারিদের জন্য ৫০% সীট থাকবে।
এছাড়াও আরো কিছু ভার্সিটিতে বিভন্ন টপিকের উপর মাস্টার্স কোর্সে নার্সি (B.Sc) করার পর ভর্তির সুযোগ রয়েছে। নিম্নে ভার্সিটি নাম ও প্রোগ্রাম/ ফ্যাকাল্টি দেয়া হলোঃ
Dhaka University
1. Masters in- GGW (Gerontology and Geriatric Welfare)
2. CSW (Clinical Social Work)
3. DSM (Disaster Science and Management)
4. Population Science

Kushtia University

1. Masters in- ANFT (Applied Nutrition and Food Technology)

2. Public Health

Rajshahi University

1. Masters in- Public Health

এছাড়াও আরো কিছু ভার্সিটিতে নার্সিং এর উপর মাস্টার্স কোর্স করার সুযোগ রয়েছে। বিভন্ন বেসরকারি ভার্সিটিতে মাস্টার্স করার সুযোগ রয়েছে। যেমনঃ BRAC University, NSU, STATE University of Health Science, Daffodil International University, Northern University ইত্যাদি।

Powered by Blogger.