ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৭-১৮
সেটঃ ১, কোডঃ পদ্মা, সময়ঃ ১ ঘন্টা, পূর্ণমানঃ৮০
[মোট প্রশ্ন ৮০(আশি)। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১(এক) নম্বর]
(ক) কবীন্দ্র পরমেশ্বর
(খ) কৃত্তিবাস
(গ) নিত্যানন্দ আচার্য
(ঘ) চন্দ্রাবতী
২। আরাকান রাজসভার কবি ছিলেন?
(ক) আলাওল
(খ) দোনাগাজী
(গ) দৌলত উজির বাহরাম খান
(ঘ) ফকির গরীবুল্লাহ
(ক) নীল ময়ূরের যৌবন
(খ) দুই সৈনিক
(গ) রাইফেল রােটি আওরাত
(ঘ) যাত্রা
৪। বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় কোন সালে?
(ক) ১৯০০ সালে
(খ) ১৮০০ সালে
(গ) ১৯৫২ সালে
(ঘ) ১৯৭১ সালে
.
(ক) হরপ্রসাদ শাস্ত্রী
(খ) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
(গ) ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(ঘ) ডক্টর সুকুমার সেন
৬। মধ্যযুগের প্রথম কবি?
(ক) বড়ু চণ্ডীদাস
(খ) বিদ্যাপতি
(গ) দৌলত কাজী
(ঘ) চণ্ডীদাস
(ক) তরঙ্গ, তুঙ্গ
(খ) ঢেউ, পৃথ্বীশ
(গ) বীচি, হিল্লোল
(ঘ) কল্লোল, মনােজ
৮। জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?
(ক) ঝরাপালক
(খ) রূপসী বাংলা
(গ) ধূসর পাণ্ডুলিপি
(ঘ) বনলতা সেন
(ক) মাইকেল মধূসদন দত্ত
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) বিদ্যাপতি
১০। বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে?
(ক) বিজয় গুপ্ত
(খ) মুকুন্দরাম চক্রবর্তী
(গ) ভারতচন্দ্র
(ঘ) কানা হরিদণ্ড
(ক) বেতালপঞ্চবিংশতি
(খ) সীতার বনবাস
(গ) শকুন্তলা
(ঘ) অতি অল্প হইল
১২। প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোন শব্দজোড়ের বানান শুদ্ধ?
(ক) পিপীলিকা, নির্নিমেষ
(খ) পিপিলিকা, নির্নিমেস
(গ) পিপীলিকা, নিৰ্ণিমেষ
(ঘ) পিপিলিকা, নির্নিমেশ
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) প্যারীচাঁদ চিত্র
১৪। সমরেশ বসুর ছদ্মনাম কোনটি?
(ক) অনিলা দেবী
(খ) কালকূট
(গ) মজলুম আদিব
(ঘ) মৈনাক
(ক) পথের দাবী
(খ) গৃহদাহ
(গ) শ্রীকান্ত
(ঘ) শেষ প্রশ্ন
১৬। ‘শেষের কবিতা' কোন ধরনের রচনা?
(ক) নাটক
(খ) উপন্যাস
(গ) ছােটগল্প
(ঘ) কবিতা
১৭। ‘জঙ্গম'-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) স্থাবর
(খ) অরণ্য
(গ) পর্বত
(ঘ) সমুদ্র
১৮। 'অক্ষির সমীপে’-এর সংক্ষেপণ হলো?
(ক) সমক্ষ
(খ) প্রত্যক্ষ
(গ) নিরপেক্ষ
(ঘ) পরােক্ষ
১৯। কোনটি কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাস?
(ক) চক্রবাক
(খ) সাম্যবাদী
(গ) মৃত্যুক্ষুধা
(ঘ) আলেয়া
(ক) ভারতী
(খ) সবুজপত্র
(গ) যুগান্তর
(ঘ) সওগাত
২১। 'Annex' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
(ক) পরিশিষ্ট
(খ) গ্রন্থণঞ্জি
(গ) ক্রোড়পত্র
(ঘ) নির্ঘণ্ট
(ক) cliffs
(খ) index
(গ) crises
(ঘ) mice
২৩। Which word is the determiner in the sentence "Will it take much time?"
(ক) will
(খ) take
(গ) much
(ঘ) time
(ক) attached to them
(খ) committed to them
(গ) addicted to them
(ঘ) devoted to them
২৫। Dhaka is becoming one of the — cities in Asia.
(ক) more busy
(খ) busy
(গ) busiest
(ঘ) most busiest
(ক) She asked me if I was happy in my new job
(খ) She asked me if I have been happy in my new job
(গ) She asked me whether I am happy in my new job
(ঘ) She asked me if I had been happy in my new job
২৭। Find out the feminine gender,
(ক) Duck
(খ) Tuior
(গ) Bachelor
(ঘ) Price
(ক) Cellulor
(খ) Cellular
(গ) Celloulur
(ঘ) Cellolor
২৯। In the sense of dead body, we may use the word.
(ক) Corps
(খ) Crops
(গ) Corpse
(ঘ) Cropse
(ক) Everybody have gone there.
(খ) Everybody are gone there.
(গ) Everybody has gone there.
(ঘ) Everybody has went there.
৩১। Fill up the blank of the following sentence : My mother gave me --- one taka note.
(ক) a
(খ) an
(গ) the
(ঘ) no article
(ক) busy
(খ) passive
(গ) mature
(ঘ) averse
৩৩। The opposite word of 'violence' is —
(ক) discord
(খ) conflict
(গ) harmony
(ঘ) sympathy
৩৪। To complete the sentence 'Call - a doctor', we need
(ক) in
(খ) for
(গ) at
(ঘ) by
৩৫। The adjective form of the word 'agree' is___
(ক) agree
(খ) disagree
(গ) agreeable
(ঘ) agreement
৩৬। In the sentence 'copying is prohibited in the examintion.' 'Copying' is a/an___
(ক) adjective
(খ) noun
(গ) adverb
(ঘ) verb
(ক) in
(খ) by
(গ) at
(ঘ) on
৩৮।The drama 'Macbeth' was written by___
(ক) G.B. Shaw
(খ) William Shakespeare
(গ) Ben Jóhson
(ঘ) Christopher Marlowe
(ক) weeping
(খ) screaming
(গ) stinking
(ঘ) lamenting
৪০। The phrase 'out and out' means___
(ক) thoroughly
(খ) not at all
(গ) at the end
(ঘ) always
৪১। y = x4 – ex + 4 loga x হলে, dy/dx এর মান কত?
(ক) 4x3 - ex + 4/x loga x
(খ) 4x3 - ex + 4/x
(গ) 4x3 - ex + 4/x loga e
(ঘ) কোনটিই নয়
.
৪২।
(ক)
(খ)
(গ)
(ঘ)
.
(ক)
(খ)
(গ)
(ঘ)
.
৪৪। f (x) = √(9 – x2) এর ডোমেন কত?
(ক) {x ∈ R : x >3}
(খ) {x ∈ R : x ≠–3}
(গ) {x ∈ R : x ≠3}
(ঘ) {x ∈ R : – 3 ≤x ≤3}
(ক) | 8 – x | < 3
(খ) | 3 – x | > – 8
(গ) | 3 – x | < – 2
(ঘ) | 8 – x | > – 3
৪৬। x + y ≤7, 2x + 5y ≤20, x ≥0, y ≥0 শর্তাধীনে z = 3x + 4y গরিষ্ঠ মান কোন বিন্দুতে?
(ক) (5, 2)
(খ) (7, 0)
(গ) (10, 0)
(ঘ) (0, 7)
(ক) 6 - i
(খ) 8
(গ) 5
(ঘ) 9 + 2i
৪৮। কোন দ্বিঘাত সমীকরণটি একটি মূল √–5 –1?
(ক) x2 + 2x+ 6 = 0
(খ) x2 + X +3 = 0
(গ) x2 + 2x -6 = 0
(ঘ) x2 + X-3 = 0
.
(ক) 5/4
(খ) 4/5
(গ) 16/5
(ঘ) 5/16
৫০। y2 = 9x পরাবৃত্তের উপরিস্থিত p বিন্দুর কোটি 12 হলে ঐ বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত?
(ক) 9.50
(খ) 18.25
(গ) 10.50
(ঘ) 20.25
(ক) 45°
(খ) 60°
(গ) 90°
(ঘ) 120°
৫২। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ০.১ এবং ০.২ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
(ক) ১০০ বর্গ সেমি
(খ) ০.০১ বর্গ সেমি
(গ) ২০০ বর্গ সেমি
(ঘ) ০.০২ বর্গ সেমি
(ক) ১০ বছর
(খ) ২০ বছর
(গ) ৩০ বছর
(ঘ) ৪০ বছর
৫৪। রহিম একটি কাজ ৫ দিনে করে, রাজু ঐ কাজটি ১০ দিনে ও কামাল তা ২৫ দিনে করে । তারা একত্রে ঐ কাজটি কত দিনে করবে?
(ক) ৩ দিনে
(খ) ৩ ১/৮ দিনে
(গ) ২ ১৬/১৭ দিনে
(ঘ) ৩ ১/৫ দিনে
.
(ক) ৩৬
(খ) ৩২
(গ) ৩৪
(ঘ) ৩০
৫৬। সােনিয়া ও লিনিয়ার বর্তমান বয়সের সমষ্টি ১৬ বছর। চার বছর পরে সােনিয়ার বয়স লিনিয়ার তিনগুণ হলে, সােনিয়ার বর্তমান বয়স কত?
(ক) ৮ বছর
(খ) ১০ বছর
(গ) ১২ বছর
(ঘ) ১৪ বছর
৫৭। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয়?
(ক) ২৫ মার্চ ১৯৭২
(খ) ২ ডিসেম্বর ১৯৯৭
(গ) ১২ জুলাই ১৯৯৬
(ঘ) ২ নভেম্বর ২০০১
(ক) 4.8 কিমি
(খ) 5.03 কিমি
(গ) 6.15 কিমি
(ঘ) 7.01 কিমি
৫৯। বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে কত জিবিপিএস ব্যান্ডউইথ পাবে?
(ক) 1000 জিবিপিএস
(খ) 1200 জিবিপিএস
(গ) 1500 জিবিপিএস
(ঘ) 2000 জিবিপিএস
(ক) নাজমা চৌধুরী
(খ) ড. শিরীন শারমিন চৌধুরী
(গ) মাহমুদা চৌধুরী
(ঘ) শিরীন ওসমান চৌধুরী
(ক) 1991
(খ) 1994
(গ) 1992
(ঘ) 1995
৬২। ’রিপাবলিক’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) জন লক
(খ) প্লেটো
(গ) অ্যারিস্টটল
(ঘ) সক্রেটিস
(ক) লিটল বয়
(খ) ফ্যাট ম্যান
(গ) ব্যাটম্যান
(ঘ) ফ্যাট বয়
৬৪। তিন বছর বয়সী সিরিয়ান বালক আইলান কুর্দির মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছিল?
(ক) লােহিত সাগর
(খ) বঙ্গোপসাগর
(গ) ভূমধ্যসাগর
(ঘ) আরব সাগর
(ক) হাউজ অফ কমন্স
(খ) সিনেট
(গ) হাউজ অফ লর্ডস
(ঘ) হাউজ অফ রিপ্রেজেন্টিটিক্স
৬৬। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের নাম কী?
(ক) এলান লােম্যাক্স
(খ) আসমা জাহাঙ্গীর
(গ) শিরিন এবাদি
(ঘ) জেইদ রা'দ আল হুসেইন
.
৬৭। আফিম যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন কোন দেশের মধ্যে?
(ক) চীন ও যুক্তরাজ্য
(খ) চীন ও যুক্তরাষ্ট্র
(গ) চীন ও রাশিয়া
(ঘ) চীন ও ফ্রান্স
(ক) চীন
(খ) নেপাল
(গ) জাপান
(ঘ) ভারত
৬৯। তিস্তা নদীর উৎপত্তিস্থল—
(ক) তিব্বত
(খ) সিকিম
(গ) ভুটান
(ঘ) নেপাল
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
(ক) মহাস্থানগড়
(খ) কক্সবাজার
(গ) ময়নামতি
(ঘ) সােনারগাঁও
৭২। যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চায়—
(ক) নিউইয়র্ক
(খ) আলাস্কা
(গ) ক্যালিফোর্নিয়া
(ঘ) ফ্লোরিডা
(ক) আর্জেন্টিনা
(খ) কাতার
(গ) জার্মানি
(ঘ) ইতালি
৭৪। যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল ভােটের সংখ্যা___
(ক) 538
(খ) 540
(গ) 525
(ঘ) 500
(ক) মানসিক সমস্যা
(খ) আচরণগত সমস্যা
(গ) বর্ধমূলক সমস্যা
(ঘ) কোনােটিই নয়
৭৬। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত___
(ক) ফরিদপুর
(খ) গাজীপুর
(গ) চট্টগ্রাম
(ঘ) ময়মনসিংহ
৭৭। শেষ মুঘল সম্রাট ছিলেন—
(ক) বাবর
(খ) বাহাদুর শাহ জাফর
(গ) আওরঙ্গজেব
(ঘ) শাহজাহান
(ক) গারােরা
(খ) সাঁওতালরা
(গ) চাকমারা
(ঘ) মারমারা
৭৯। কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি হচ্ছে—
(ক) হামিদুর রহমান
(খ) নিতুন কুণ্ডু
(গ) জয়নুল আবেদিন
(ঘ) কামরুল হাসান
(ক) ড, মাহমুদুল হাসান
(খ) ড. মাকসুদুল আলম
(গ) ড. মাহবুবুল আলম
(ঘ) ড. মাকসুদুল ইসলাম
কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....
Social Media Icons