ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৯

২০১৯ সালে অনুষ্ঠিত ডিপ্লোমা ইন মিডওয়াইফেরি পরীক্ষার প্রশ্ন সমাধান নিচে দেয়া হয়েছে।
সেটঃ ১, কোডঃ পদ্মা, সময়ঃ ১ ঘন্টা, পূর্ণমানঃ ১০০
[মোট প্রশ্ন ১০০(একশত)। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১(এক) নম্বর]

১। কোকিল-এর সঠিক প্রতিশব্দ কোনটি?
(ক) পিউ
(খ) পরভৃত
(গ) পাবক
(ঘ) অংশু


২। ‘চক্রবাক' কার লেখা?
(ক) শওকত ওসমান
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) শরৎচন্দ্র
(ঘ)  মুহাম্মদ আব্দুল হাই

৩।  বাংলা ভাষায় ব্যবহৃত ‘আদমশুমারি’ কোন শ্রেণির শব্দ?
(ক) খাঁটি বাংলা
(খ) দেশি
(গ) ফারসি
(ঘ) আরবি
.


৪।  ‘তৃণভােজী’ শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত?
(ক) দ্বিগু
(খ) তৎপুরুষ
(গ) অব্যয়ীভাব
(ঘ) কর্মধারয়

৫। ঘর + আনা = ঘরানা-এর প্রত্যয় নির্ণয় কর—
(ক) দেশি কৃৎ প্রত্যয়
(খ) তদ্ধিত প্রত্যয়
(গ) কৃৎ প্রত্যয়
(ঘ) বিদেশি তদ্ধিত প্রত্যয়


৬। বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
(ক) বাক্য সংকোচনের জন্য
(খ) বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য
(গ) বাক্যের সৌন্দর্যের জন্য
(ঘ) বাক্যকে অর্থহীন করার জন্য

৭। নিচের কোনটি ‘খবর’-এর সমার্থক শব্দ নয়?
(ক) তথ্য
(খ) বার্তা
(গ) সংবাদ
(ঘ) প্রচার


৮। ‘খােয়াবনামা' কোন ধরনের রচনা?
(ক) উপন্যাস
(খ) কাব্যগ্রন্থ
(গ) ছােটগল্প
(ঘ) প্রবন্ধ

৯। কুশ ও লব = কুশীলব কোন সমাস?
(ক) দ্বন্দ্ব সমাস
(খ) তৎপুরুষ সমাস
(গ) বহুব্রীহি সমাস
(ঘ) কর্মধারয় সমাস


১০। ‘অভি’ কোন প্রকারের উপসর্গ?
(ক) বাংলা
(খ) তৎসম
(গ) আরবি
(ঘ) হিন্দি

১১। ‘কণ্ঠের সমীপে = উপকণ্ঠ' কোন সমাস?
(ক) অব্যয়ীভাব সমাস
(খ) দ্বিগু সমাস
(গ) কর্মধারয় সমাস
(ঘ) তৎপুরুষ সমাস


১২। ‘ইতি’ কোন প্রকারের উপসর্গ?
(ক) তৎসম
(খ) বাংলা
(গ) আরবি
(ঘ) হিন্দি

১৩। ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?
(ক) নিজ বাসভূমে
(খ) রৌদ্র করােটিতে
(গ) বিধ্বস্ত নীলিমা
(ঘ) বন্দি শিবির থেকে


১৪। ‘বেলা অবেলা কালবেলা' কার লেখা?
(ক)  কাজী নজরুল ইসলাম
(খ) শামসুর রাহমান
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) জীবনানন্দ দাশ

১৫। নিচের কোনটি ‘গর্জন'-এর সমার্থক শব্দ নয়?
(ক) নিনাদ
(খ) চিৎকার
(গ) কলহ
(ঘ) শাের


১৬।  কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
(ক) ব্যথার দান
(খ) বাঁধনহারা
(গ) মুক্তি
(ঘ) অগ্নিবীণা


১৭। নিচের কোনটি শুদ্ধ বানান?
(ক) নুন্যতম
(খ) ন্যূনতম
(গ) নুনতম
(ঘ) নূন্যতম

১৮। ‘মহৌষধি’ শব্দের সঠিক সন্ধি কোনটি?
(ক) মহা + ঔষধি
(খ) মহ + ঔষদি
(গ) মহাঃ + ঔষধি
(ঘ) মহা + ওষধি


১৯। নিচের কোনটি ‘নদী'-এর সমার্থক শব্দ নয়?
(ক) প্রবাহিনী
(খ) তটিনী
(গ) বারিধি
(ঘ) কল্লোলিনী

২০। পর্তুগিজ ভাষা থেকে নিচের কোন শব্দটি বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে?
(ক) চেয়ার
(খ) বালতি
(গ) শরবত
(ঘ) হরতাল


২১। কার ছােটগল্পে হাতি একটি গুরুত্বপূর্ণ চরিত্র?
(ক) ত্রৈলােক্যনাথ মুখােপাধ্যায়
(খ) প্রভাতকুমার মুখােপাধ্যায়
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

২২।  কোনটি কবিতা-বিশ্লেষণে প্রাসঙ্গিক নয়?
(ক) স্তব
(খ) চরণ
(গ) পর্ভূক্তি
(ঘ) ছন্দ


২৩। ‘পরধন লােভে মত্ত'-কবিতাংশটি কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে?
(ক)  হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(খ) নবীনচন্দ্র সেন
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) কাজী নজরুল ইসলাম

২৪। ‘চৌহদ্দি' শব্দের অর্থ কী?
(ক) চালাক
(খ) সীমানা
(গ) শকট
(ঘ) চার কোনা


২৫। 'আমাদের দেশে কবে সেই ছেলে হবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে।' পঙক্তিদ্বয় কোন কবির রচনা?
(ক) কুসুমকুমারী দাশ
(খ) বিহারীলাল চক্রবর্তী
(গ) জসীমউদ্দীন
(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

২৬।  'Merchant of Venice' is a play written by __
(ক) George Bernard Shaw
(খ) William Shakespeare
(গ) William Somerset Maugham
(ঘ) O' Henry


২৭। The poem 'The Schoolboy' is written by __
(ক) William Shakespeare
(খ)  Anne Frank
(গ) William Blake
(ঘ) Samuel Taylor


২৮। We submitted our proposal in __
(ক) blue and red
(খ) black and white
(গ) black and blue
(ঘ) black and red


২৯। Find out the correct sentence
(ক) He ended up in jail after stealing goods from his neighbour's house
(খ) He played football across the year
(গ) He bored others through his acts
(ঘ) He is a guy with plentiful noise

৩০। Active form of the sentence 'The ship was burnt' is ---
(ক) Burn a ship
(খ) Fire burnt the ship.
(গ) Burnt the ship
(ঘ) Burning a ship


৩১। Some of the boys — did not come.
(ক) I invited
(খ) whom I invited them
(গ) whose I invited
(ঘ) I invited them

৩২। The verb form of Population' is __
(ক) Popular
(খ) Popularity
(গ) Populate
(ঘ) Popularize


৩৩। The antonym of the word Transparent' is. __
(ক) Clear
(খ) Lucid
(গ) Crystalline
(ঘ) Opaque

৩৪। Which of the following words is not the synonym of 'Vulnerability'?
(ক) Susceptibility
(খ) Weakness
(গ) Resistance
(ঘ) Exposure

৩৫। Which one is correct?
(ক) What kind of a man is he?
(খ) What kind of man is he?
(গ)What kind of man he is?
(ঘ)What kind of the man is he?

৩৬। People believe that honey is a panacea --- all diseases.
(ক) to
(খ) for
(গ) against
(ঘ) upon

৩৭। ‘Swamp' never means __
(ক) Marshy
(খ) Boggy
(গ) Dry
(ঘ) Muddy


৩৮।  Which of following is the correct spelling?
(ক) excessive
(খ) excesive
(গ) axcesive
(ঘ) exccessive

৩৯। One-third of our work — finished.
(ক) have been
(খ) had
(গ) has been
(ঘ) were


৪০। The correct spelling is—
(ক) Voraciously
(খ) Voraciusly
(গ) Voracisively
(ঘ) Vorily

৪১। The antonym of 'Frugal' is ---
(ক) economic
(খ) economical
(গ) extravagant
(ঘ) close-fisted


৪২। My mother forbad me ---
(ক) to keep association with bad boys.
(খ) to not keep associatikon with bad boys.
(গ) not to kept association with bad boys.
(ঘ) not to keep association with bad bys

৪৩। In linguistics, 'Collocation' means ---
(ক) words that have the same root
(খ) words that go together
(গ) words that do not go together
(ঘ) words that give the same meaning


৪৪। Although it cannot be proven, — the expansion of the universe will slow down as it approaches a critical radius.
(ক) presumably
(খ) presumption
(গ) presumed
(ঘ) presumable

৪৫। My half-brother visited Cox's Bazar a couple of weeks ago, and __
(ক) so I did
(খ) so I was
(গ) so I had
(ঘ) so did I

 
৪৬। The Taj is __
(ক) so a majestic building that we simply marvel at it.
(খ) so majestic a building that we simply marvel at it.
(গ) so majestic building that we simply marvel at it.
(ঘ) a so majestic a building that we simply marvel at is

৪৭।  The synonym of 'conducive' is __
(ক) helpful
(খ) hostile
(গ) favourable
(ঘ) genuine


৪৮। Which one is a plural number?
(ক) basis
(খ) formula
(গ) arms
(ঘ) dwarf

৪৯। What do you mean by the word 'Gesture'?
(ক) style
(খ) walking
(গ) body movement
(ঘ) talking


৫০। Last night I watched a ---
(ক) touchy movie
(খ) touching movie
(গ) touchable movie
(ঘ) touch movie

৫১। ২০১৮ সালে চিকিৎসা বিজ্ঞানে কত জন বিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেন?
(ক) ৫ জন
(খ) ৩ জন
(গ) ২ জন
(ঘ) ৪ জন


৫২। FAO ঘোষিত International Year of Soils কোনটি?
(ক) ২০০৫
(খ) ২০০৭
(গ) ২০০৯
(ঘ) ২০১৫

৫৩। বাংলাদেশ-ভারত এর অভিন্ন নদীর সংখ্যা __
(ক) ৫৭
(খ) ৫৪
(গ) ৫১
(ঘ) ৫২


৫৪। বর্তমানে সার্কের সভাপতি রাষ্ট্র কোনটি?
(ক) ভারত
(খ) ভুটান
(গ) নেপাল
(ঘ) শ্রীলঙ্কা

৫৫। United Nations Environment Program (UNEP) এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
(ক) ইতালি
(খ) ইন্দোনেশিয়া
(গ) নিউজিল্যান্ড
(ঘ) কেনিয়া

৫৬। সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ' পুরস্কার লাভ করেন?
(ক) EEA
(খ) UNEP
(গ) IPCC
(ঘ) IUCN


৫৭। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান __
(ক) মেহরাব হােসেন অপি
(খ) নাইমুর রহমান দুর্জয়
(গ) আশরাফুল ইসলাম
(ঘ) আমিনুল ইসলাম বুলবুল

৫৮। ‘এনটোমােলজি' কোন বিষয়ের অধ্যয়ন?
(ক) পানি
(খ) কীট-পতঙ্গ
(গ) সরীসৃপ
(ঘ) মাছ


৫৯। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ-এর অন্তর্ভুক্ত করেছে কোন সংস্থা?
(ক) UNICEF
(খ) UNEP
(গ) UNESCO
(ঘ) UNDP

৬০। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল এ পর্যন্ত কতবার চ্যাম্পিয়ন হয়েছে?
(ক) ৩ বার
(খ)  ৪ বার
(গ) ৫ বার
(ঘ)  ৬ বার

৬১। গ্রিনহাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?
(ক) বৃষ্টিপাত কমে যাবে
(খ) উত্তাপ বেড়ে যাবে
(গ) নিম্নভূমি নিমজ্জিত হবে
(ঘ) সাইক্লোনের প্রবণতা বাড়বে


৬২। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল—
(ক) লালাখাল
(খ) লালপুর
(গ) শ্রীমঙ্গল
(ঘ) লালমাই

৬৩। এশিয়ায় প্রলয়ঙ্করী সুনামির উৎস কোথায় ছিল?
(ক) ভারতের অন্দ্রু উপকূলে
(খ)  থাইল্যান্ডের ফুকেটে
(গ) ইন্দোনেশিয়ার বালিতে
(ঘ) ইন্দোনেশিয়ার আচেহতে


৬৪। ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান কিরূপ?
(ক) প্রবল ঝুঁকিপূর্ণ
(খ) কম ঝুঁকিপূর্ণ
(গ) ক্রমেই ঝুঁকিপূর্ণ হচ্ছে
(ঘ) ভূমিকম্প প্রবণ

৬৫। গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র—
(ক) ব্যারােমিটার
(খ) সিসমােগ্রাফ
(গ) ম্যানােমিটার
(ঘ) গ্যাসকোমিটার

৬৬। কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
(ক)  ০°C
(খ)  ১০°C
(গ) ৪°C
(ঘ) ১০০°C


৬৭। টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
(ক) স্থায়ী চুম্বক
(খ) অস্থায়ী চুম্বক
(গ) সংকর চুম্বক
(ঘ) প্রাকৃতিক চুম্বক

৬৮। সােডিয়াম-এর (Na23) একটি পরমাণুতে রয়েছে—
(ক) ১০টি প্রােটন ও ১৩টি নিউট্রন
(খ) ১১টি প্রােটন ও ১২টি নিউট্রন
(গ) ১২টি প্রােটন ও ১১টি নিউট্রন
(ঘ) ১৩টি প্রােটন ও ১০টি নিউট্রন


৬৯।  সিমেন্টে জিপসাম যােগ করা হয় কেন?
(ক) ঘনত্ব বাড়ানাের জন্য
(খ) ওজন বাড়ানাের জন্য
(গ) দ্রুত জমাট রােধ করার জন্য
(ঘ) দ্রুত জমাট বৃদ্ধি করার জন্য

৭০।  মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) অসংখ্য

৭১।  খাবার সােডার সংকেত কোনটি?
(ক) NaCO3
(খ) NaHCO3
(গ) HCl
(ঘ) ZnSO4


৭২। নিচের কোন গাছটি জীবন্ত বেড়া হিসেবে ব্যবহারযােগ্য নয়?
(ক) ঢােলকলমি
(খ) বাবলা
(গ) গর্জন
(ঘ) নিশিন্দা

৭৩। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলাে—
(ক) গ্লাইকোজেন
(খ) গ্লুকোজ
(গ) ফুক্টোজ
(ঘ) সুক্রোজ


৭৪। হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র __
(ক) কম্পাস
(খ) স্টেথােস্কোপ
(গ) গ্যালভানােমিটার
(ঘ) কার্ডিওগ্রাফ

৭৫। কোন গ্রহের আকাশে বছরে ২ বার সূর্য ওঠে ও ২ বার সূর্য অস্ত যায়?
(ক) পৃথিবী
(খ) নেপচুন
(গ) শুক্র
(ঘ) শনি

৭৬।  কৃষ্ণবিবর নামে আখ্যায়িত অঞ্চলের সীমাকে বলে—
(ক)  পূর্ব দিগন্ত
(খ) পশ্চিম দিগন্ত
(গ) আদিগন্ত
(ঘ) ঘটনা দিগন্ত


৭৭।  জন্ডিসে আক্রান্ত হয়—
(ক) যকৃত
(খ) কিডনি
(গ) পাকস্থলী
(ঘ) হৃৎপিণ্ড

৭৮। অতিশক্তিশালী অ্যান্টিবায়ােটিক দ্বারা রােগ নিরাময় ব্যবস্থাকে কি বলে?
(ক) রেডিওথেরাপি
(খ) আলট্রাসনােগ্রাফি
(গ) কেমােথরাপি
(ঘ) হাইড্রোথেরাপি


৭৯।  জোয়ার-ভাটার তেজকটাল কখন হয়?
(ক) অমাবস্যায়
(খ) একাদশীতে
(গ) অষ্টমীতে
(ঘ) পঞ্চমীতে

৮০। লেবুতে কোন এসিড থাকে?
(ক) সাইট্রিক এসিড
(খ) অ্যাসকরবিক এসিড
(গ) টারটারিক এসিড
(ঘ) এক্সালিক এসিড

৮১। শিশুদের পােলিও রােগের জন্য কয়টি ডােজ টিকা দেয়া হয়?
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩াট
(ঘ) ৪টি


৮২। শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি?
(ক) শূন্য
(খ) বায়বীয়
(গ) কঠিন
(ঘ) তরল

৮৩। বিড়াল কোন রােগ ছড়ায়?
(ক) হুপিং কফ
(খ) ডিপথেরিয়া
(গ) ধনুষ্টংকার
(ঘ) ডায়াবেটিস


৮৪। ভিটামিন 'ই'-এর অভাবে কোন রােগ হয়?
(ক) বেরিবেরি
(খ) কার্ভি
(গ) হৃদরােগ
(ঘ) বন্ধ্যাত্ব

৮৫।  সূক্ষ্ম সময় মাপার যন্ত্র—
(ক) ব্যারােমিটার
(খ) ক্রোনােমিটার
(গ) গ্যালভানােমিটার
(ঘ) ম্যানােমিটার

৮৬। একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লােহার বল একত্রে ছেড়ে দিলে—
(ক) উভয়টিই একসাথে পড়বে
(খ)  লােহার বলটি আগে পড়বে
(গ) পালকটি আগে পড়বে
(ঘ) আদৌও পড়বে না


৮৭। বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়?
(ক) বাড়ে
(খ) সামান্য কমে
(গ) কমে যায়
(ঘ) অপরিবর্তিত থাকে

৮৮।  মহাজাগতিক রশ্মির আবিষ্কারক __
(ক) হেস
(খ) আইনস্টাইন
(গ) টলেমি
(ঘ) হাবল


৮৯। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি?
(ক) গামা রশ্মি
(খ) অবলােহিত বিকিরণ
(গ) আলােকে তরঙ্গ
(ঘ) মাইক্রোওয়েভ

৯০। ভারী পানির রাসায়নিক সংকেত __
(ক) 2H2O2
(খ) H2O
(গ) D2O
(ঘ) HD2O2

৯১। মঙ্গল গ্রহে অবতরণকারী মহাকাশযানের নাম কি?
(ক) পাথফাইন্ডার
(খ) ক্যাসিনি
(গ) সােজার্নার
(ঘ) ইয়ােগি


৯২। ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়—
(ক) প্রাকৃতিক গ্যাস
(খ)  বর্জ্য পদার্থ
(গ) বায়ােগ্যাস
(ঘ) কাঠ

৯৩। কৃত্রিম জিন আবিষ্কার করেন __
(ক) হরগােবিন্দ খােরানা
(খ) বেন ল্যায়েনেক
(গ) হ্যানিম্যান
(ঘ) ক্রিশ্চিয়ান বার্নার্ড


৯৪। স্বার্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
(ক)  সাইট্রিক অ্যাসিড
(খ) নাইট্রিক অ্যাসিড
(গ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(ঘ)  টারটারিক অ্যাসিড

৯৫। এক অণু সালফিউরিক অ্যাসিডে কতটি পরমাণু আছে?
(ক)  ৩
(খ) ৫
(গ) ৭
(ঘ) ৯

৯৬।  বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম—
(ক) ট্রাপােমণ্ডল
(খ) আয়নােমণ্ডল
(গ) স্ট্রাটোমণ্ডল
(ঘ) এক্সোস্ফিয়ার


৯৭। পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে?
(ক) গাউস
(খ) গে লুস্যাক
(গ) জন ডাল্টন
(ঘ) ডেকোক্রিটাস

৯৮। হােমিওপ্যাথির আবিষ্কারক হচ্ছেন—
(ক) উইলিয়াম কনরাড রনজেন
(খ) এসসিএফ হ্যানিমেন
(গ) চন্দ্রশেখর ভেক্টটরমণ
(ঘ) আব্দুস সালাম


৯৯। কোন রােগে শরীরের ইমিউনিটি (immunity) নষ্ট হয়?
(ক) গণােরিয়া
(খ) পারকিনসন
(গ) ডায়রিয়া
(ঘ) এইডস্

১০০। রেডিও আইসােটোপ ব্যবহৃত হয় __
(ক) কিডনির পাথর গলাতে
(খ) পিত্তপাথর গলাতে
(গ) গলগণ্ড রােগ নির্ণয়ে
(ঘ) নতুন পরমাণু তৈরিতে

কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....

Powered by Blogger.