বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২০

২০২০ সালে অনুষ্ঠিত বি.এস.সি নার্সিং ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিচে দেয়া হয়েছে। 
সেটঃ ১, কোডঃ পদ্মা, সময়ঃ ১ ঘন্টা, পূর্ণমানঃ ১০০
[মোট প্রশ্ন ১০০(একশত)। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১(এক)]

১। ইনসুলিন নিঃসৃত হয়—
(ক) অগ্ন্যাশয়ে
(খ) বৃক্কে
(গ) হৃদযন্ত্রে
(ঘ) স্নায়ুতে


২। ভূগােল এর বিশেষণ __
(ক) ভূগােলক
(খ) ভৌগােলিক
(গ) ভূচিত্র
(ঘ) ভৌমিক

৩। স্নায়ুতন্ত্রের একক—
(ক) সেরিব্রাম
(খ) সেরিবেলাম
(গ) নিউরন
(ঘ) থ্যালামাস


৪। হিমােগ্লোবিন থাকে—
(ক) শ্বেত রক্তকণিকায়
(খ) অণুচক্রিকা
(গ) রক্তরসে
(ঘ) লােহিত রক্তকণিকায়

৫। ‘শিখা চিরন্তন' কোথায় অবস্থিত?
(ক) সােহরাওয়ার্দী উদ্যান
(খ) সাভার
(গ) বিজয়সরণি
(ঘ) রাজারবাগ


৬। বাংলাদেশে মাতৃমৃত্যু বেশি হওয়ার সর্বাধিক কারণ কোনটি?
(ক) বাল্যবিবাহ
(খ) গর্ভপাত
(গ) পুষ্টিহীনতা
(ঘ) রক্তশূন্যতা

৭। The antonym of the word 'Active'—
(ক) alive
(খ) industrious
(গ) inactive
(ঘ) working


৮। ১০ জন বালকের গড় বয়স ১৫ বছর। একজন বেশি হওয়াতে
গড় বয়স ১৬ বছর হলাে। ১ জন বালকের বয়স কত?
(ক)  ২৪ বছর
(খ)  ২৫ বছর
(গ) ২৩ বছর
(ঘ) ২৬ বছর

৯। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। দৈর্ঘ্য ৮ ফুট হলে ক্ষেত্রফল কত?
(ক) ১৬
(খ)  ৩০
(গ) ২৫৬
(ঘ) ২৫


১০। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
(ক) তুলসী বনের বাঘ
(খ) মণিকাঞ্চন যােগ
(গ) বিড়াল তপস্বী
(ঘ) বকধার্মিক

১১। নিচের কোনটি মৌলিক সংখ্যা?
(ক) ৪৮
(খ) ৪৯
(গ) ৫৩
(ঘ) ৫০


১২। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে?
(ক) তিনগুণ
(খ) পাঁচগুণ
(গ) চারগুণ
(ঘ) দ্বিগুণ

১৩। সম্প্রতি চালু হওয়া টাকা লেনদেনের নতুন ই-ওয়ালেট কোনটি?
(ক) ডি মানি
(খ)  ব্ল্যাক মানি
(গ) ই-মানি
(ঘ) গ্রিন মানি


১৪। ‘অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের সম্পাদক কে?
(ক) শেখ হাসিনা
(খ) শামসুজ্জামান খান
(গ) সমর মজুমদার
(ঘ) ফকরুল আলম

১৫। x =?
(ক) 2
(খ) 3
(গ) 1
(ঘ) 5


১৬। x = 2 হলে 5x = y + 4y = ?
(ক) 10
(খ) 8
(গ) 11
(ঘ) 6


১৭। বাংলাদেশের জাতীয় ফল কী?
(ক) কাঁঠাল
(খ) আম
(গ) কলা
(ঘ) আনারস

১৮। সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর হয় কবে?
(ক) ১ অক্টোবর ২০১৯
(খ) ১ নভেম্বর ২০১৯
(গ) ১ ডিসেম্বর ২০১৯
(ঘ) ১ জানুয়ারি ২০২০


১৯। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বীকৃতি দেয় কোন সংস্থা?
(ক) UNICEF
(খ) UNFPA
(গ) UNESCO
(ঘ) UNEP

২০।  বাংলাদেশের সীমান্ত রয়েছে কোন দুটি দেশের সাথে?
(ক) ভারত ও নেপাল
(খ) ভারত ও পাকিস্তান
(গ)  ভারত ও চীন
(ঘ) ভারত ও মিয়ানমার


২১। চাঁদ-এর সমার্থক শব্দ কোনটি?
(ক) শশী
(খ) অর্ক
(গ) অপ
(ঘ) ভানু

২২। Nobody believes a liar. Make the sentence interrogative.
(ক) Who doesn't believe a liar?
(খ) Who believes a liar?
(গ) Does he believe a liar?
(ঘ) Who believed a liar?


২৩। He has been ill — Friday last. Fill in the gap with an appropriate preposition.
(ক) for
(খ) with
(গ) since
(ঘ) to

২৪।  — your shoes before entering the mosque.
(ক) Put out
(খ) Put off
(গ) Put away
(ঘ) Put on


২৫।  ধাতু বা ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে __
(ক) ধাতু প্রত্যয়
(খ) শব্দ প্রত্যয়
(গ) তদ্ধিত প্রত্যয়
(ঘ) কৃৎ প্রত্যয়

২৬। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন __
(ক) মাশরাফি বিন মাের্তজা
(খ) তামিম ইকবাল
(গ) সাকিব আল হাসান
(ঘ) মুশফিকুর রহিম


২৭। সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি?
(ক) চামড়া শিল্প
(খ) পােশাক শিল্প
(গ) মৎস্যসম্পদ
(ঘ) প্রাকৃতিক গ্যাস


২৮। ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত?
(ক) তামা ও সিসা
(খ) তামা ও নিকেল
(গ) কপার ও টিন
(ঘ) তামা ও দস্তা


২৯। কয়লার প্রধান উপাদান—
(ক) গ্রাফাইট
(খ) জিংক
(গ) কার্বন-মনােক্সাইড
(ঘ) কার্বন

৩০। কষ্টিক সােডার রাসায়নিক নাম কি?
(ক) সােডিয়াম হাইড্রোক্সাইড
(খ) সােডিয়াম বাই কার্বনেট
(গ) ম্যাগনেসিয়াম অক্সাইড
(ঘ) ক্যালসিয়াম কার্বনেট


৩১।  ফরমালডিহাইডের ৪০% জলীয় দ্রবণ হলাে—
(ক) ভিনেগার
(খ) ফরমালিন
(গ) সিলিকন
(ঘ) গ্লিসারল

৩২। ৮০০ টাকায় ক্রয় করে ১০০০ টাকায় বিক্রয় করলে লাভ হয় কত?
(ক) ২৮%
(খ) ৩০%
(গ) ২৫%
(ঘ) ৩৫%


৩৩। কোন মাধ্যমে শব্দের বেগ বেশি?
(ক) পানি
(খ) বাতাস
(গ) শূন্যতায়
(ঘ) ইস্পাতে

৩৪। নভাে দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন __
(ক) গ্যালিলিও
(খ) এডিসন
(গ) টরেসিলি
(ঘ)  জর্জ কেলী

৩৫। ‘জজ সাহেব' কোন সমাস?
(ক)  দ্বন্দ্ব
(খ) কর্মধারয়
(গ) তৎপুরুষ
(ঘ) বহুব্রীহি

৩৬। পাগলে কি না বলে। এখানে ‘পাগলে' কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণে সপ্তমী
(খ) কর্তৃকারকে সপ্তমী
(গ) কর্মে দ্বিতীয়া
(ঘ) অধিকরণে সপ্তমী

৩৭। What kind of noun is 'Honesty?
(ক) Proper
(খ) Common
(গ) Abstract
(ঘ) Material


৩৮। Choose the synonym of the word beautiful'.
(ক) ugly
(খ) interesting
(গ) dull
(ঘ) pretty

৩৯। অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহণ করে—
(ক) ধমনী
(খ) শিরা
(গ) হৃদযন্ত্র
(ঘ) वृक्त


৪০।  মানুষের কশেরুকার সংখ্যা—
(ক) ৩০টি
(খ) ৩৩টি
(গ) ৩৬টি
(ঘ) ৪০টি

৪১। প্রাণী কোষে থাকে না—
(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) সাইটোপ্লাজম
(গ) কোষপ্রাচীর
(ঘ) প্রােটোপ্লাজম


৪২। I was glad to hear your success. Make the sentence complex
(ক) Hearing your success, I was glad
(খ) I was glad and heard your success.
(গ) I was glad to hear that you will succeed.
(ঘ) I was glad to hear that you had succeeded.

৪৩। মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রদত্ত সর্বোচ্চ খেতাব কোনটি?
(ক) বীরশ্রেষ্ঠ
(খ) বীরউত্তম
(গ) বীরবিক্রম
(ঘ) বীরপ্রতীক


৪৪। সার্কের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত?
(ক) নয়াদিল্লি
(খ) ঢাকা
(গ) কলম্বাে
(ঘ) কাঠমান্ডু

৪৫। Independence is synonymous with the word __
(ক) Management
(খ) Slavery
(গ) Freedom
(ঘ) Interest

 
৪৬। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?
(ক) মুক্তির গান
(খ) একাত্তরের যীশু
(গ) নূরলদীনের সারাজীবন
(ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়

৪৭। দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
(ক) রূপপুর
(খ) মেঘনা
(গ) গজারিয়া
(ঘ) আদমজী


৪৮। ‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ—
(ক) জন + ইক
(খ) জন + এক
(গ) জনৈ + এক
(ঘ) জন + ঈক

৪৯। ‘নিদাঘ’ শব্দে ‘নি' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) বিশেষ
(খ) নিশ্চয়
(গ) আতিশয্য
(ঘ) সম্যক


৫০। 1+ 2 + 3 + 4+ 5 + 6 + 7 + ৪ + 9 + ........ 19 = ?
(ক) 180
(খ) 150
(গ) 170
(ঘ) 190

৫১। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
(ক) শেষ লেখা
(খ) শেষ প্রশ্ন
(গ) শেষকথা
(ঘ) শেষদিন


৫২। সার্চ লাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়?
(ক) উত্তল
(খ) অবতল
(গ) সমতল
(ঘ) গােলীয়

৫৩। গলগণ্ড হয়—
(ক) লৌহের অভাবে
(খ) ক্যালসিয়ামের অভাবে
(গ) আয়ােডিনের অভাবে
(ঘ) পটাসিয়ামের অভাবে


৫৪। বিদ্যুৎ পরিবাহী পদার্থ হলাে—
(ক) কাচ
(খ) সিলিকন
(গ) রাবার
(ঘ) তামা

৫৫। One should not lament __ the past.
(ক) with
(খ) for
(গ) to
(ঘ) of

৫৬। কোনটি চৌম্বক পদার্থ?
(ক) লােহা
(খ) সােনা
(গ) তামা
(ঘ) পিতল


৫৭। কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি?
(ক)  সবুজ আলাে
(খ) লাল আলাে
(গ) বেগুনি আলাে
(ঘ) হলুদ আলাে

৫৮। শর্করা পরিপাক হয়ে কিসে পরিণত হয়?
(ক) মলটোজ
(খ) গ্লাইকোজেন
(গ) গ্লুকোজ
(ঘ) ল্যাকটোজ


৫৯। বর্জ্য নিষ্কাশন করে—
(ক) অগ্ন্যাশয়
(খ) ফুসফুস
(গ) যকৃত
(ঘ) বৃক্ক

৬০। একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের রােধ 50 ওহম। এর দুই প্রান্তে বিভব পার্থক্য 200V। এর মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে?
(ক) 4A
(খ) 6A
(গ) 8A
(ঘ) 10A

৬১। বিভব পার্থক্য পরিবর্তন করা হয় যার মাধ্যমে?
(ক) লাউডস্পিকার
(খ) ট্রান্সফরমার
(গ) মাইক্রোফোন
(ঘ) অ্যামপ্লিফায়ার


৬২। কপার সালফেটের বর্ণ কিরূপ?
(ক) লাল
(খ) হলুদ
(গ) নীল
(ঘ) সবুজ

৬৩। কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে হয়—
(ক) নিকর
(খ) মালা
(গ) দাম
(ঘ) বর্গ


৬৪। ৩০ : ১০ এর উত্তর রাশির মান ৯০ হলে পূর্ব রাশির মান কত?
(ক) ২৭০
(খ) ২৮০
(গ) ৩০০
(ঘ) ৩২০

৬৫। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
(ক) বর্ণ
(খ) ধ্বনি
(গ) অক্ষর
(ঘ) শব্দ

৬৬। The synonym of the word 'competent is __
(ক) Circumspect
(খ) Discrete
(গ) Capable
(ঘ) Prudent


৬৭। If I were a king __
(ক) I healped the poor.
(খ) I would help the poor.
(গ) I should help the poor.
(ঘ) I would have helped the poor.

৬৮। He is __ L.L.B. Put a suitable article in the gap.
(ক) an
(খ) the
(গ) a
(ঘ) no article is required


৬৯। You and I — good friends. Fill in the gap with the appropriate verb.
(ক) is
(খ) are
(গ) was
(ঘ) has

৭০। It happened long ago.
(ক) Present Indefinite
(খ) Past Continuous
(গ) Past Indefinite
(ঘ) Past Perfect

৭১। I might — to the movies yesterday.
(ক) have gone
(খ) will gone
(গ) gone
(ঘ) be gone


৭২। ৬.০২৩x১০- ২৩ দ্বারা কি বুঝায়?
(ক) অ্যাভােগেড্রোর সংখ্যা
(খ) পরমাণু সংখ্যা
(গ) অণু সংখ্যা
(ঘ) মৌলিক সংখ্যা

৭৩। ড. মুহম্মদ শহীদুল্লাহ মূলত কে ছিলেন?
(ক) ভাষাবিদ
(খ) সাহিত্যের ইতিহাস রচয়িতা
(গ) ইসলাম প্রচারক।
(ঘ) সমাজ সংস্কারক


৭৪। কাঁদুনে গ্যাসের অপর নাম কি?
(ক) ফসজিন গ্যাস
(খ) ক্লোরােপিকরিন
(গ) মিথেন
(ঘ) নাইট্রোজেন গ্যাস

৭৫। বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় __
(ক) কয়লা
(খ) ডিজেল
(গ) প্রাকৃতিক গ্যাস
(ঘ) অকটেন

৭৬। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি?
(ক) আয়ানােস্ফিয়ার
(খ) স্ট্র্যাটোস্ফিয়ার
(গ) এক্সোস্ফিয়ার
(ঘ) ট্রপােস্ফিয়ার


৭৭। ‘হেড-মৌলভি' শব্দটি কোন কোন ভাষার শব্দ যােগে গঠিত হয়েছে?
(ক) ইংরেজি + ফারসি
(খ) তুর্কি + আরবি
(গ) ইংরেজি + তুর্কি
(ঘ) ইংরেজি + পর্তুগিজ

৭৮।  ২০১৯ সালে অর্থনীতিতে নােবেল পেয়েছেন কে?
(ক) অমর্ত্য সেন
(খ) অভিজিৎ ব্যানার্জি
(গ) গুনার মিরডাল
(ঘ) পিটার হ্যান্ডকে


৭৯। ক্যানসার সৃষ্টি করে—
(ক) এন্টাসিড
(খ) র্যাবিপ্রাজল
(গ) রেনিটিড
(ঘ) ইসােমােপ্রাজল

৮০। দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক কোনটি?
(ক) মিটার
(খ) সেন্টিমিটার
(গ) ফুট
(ঘ) মাইক্রোমিটার

৮১। তেজস্ক্রিয় তীব্রতার একক--
(ক) কুরি
(খ) বেকেরেল
(গ) রেডন
(ঘ) রেডিয়াম


৮২। Find out the singular number from the below options.
(ক) Mice
(খ) Tooth
(গ) Agenda
(ঘ) Oxen

৮৩। ‘রিকশা’ কোন ভাষার শব্দ?
(ক) তুর্কি
(খ) পাঞ্জাবি
(গ) জাপানি
(ঘ) গুজরাটি


৮৪। বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ?
(ক) আইভরিকোস্ট
(খ) সেনেগাল
(গ) কঙ্গো প্রজাতন্ত্র
(ঘ) সিয়েরা লিওন

৮৫। উপকারীর উপকার স্বীকার করে যে-এর এককথায় প্রকাশ __
(ক) কৃতজ্ঞ
(খ) অকৃতজ্ঞ
(গ) অন্যতম
(ঘ) কৃতঘ্ন

৮৬। প্রধানবিচারপতি নিয়ােগ দেন কে?
(ক) প্রধানমন্ত্রী
(খ) রাষ্ট্রপতি
(গ) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী
(ঘ) স্পিকার


৮৭। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
(ক) দেবেন্দ্রনাথ সেন
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) মােহিতলাল মজুমদার

৮৮। ৩৫০ টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে শতকরা ৪ টাকা হারে ভ্যাট দিলে ভ্যাট দিতে হবে কত?
(ক)  ৪০ টাকা
(খ)  ৪১ টাকা
(গ) ৩৫ টাকা
(ঘ) ৪২ টাকা


৮৯। কোনটি তদ্ভব শব্দ?
(ক) চাঁদ
(খ) চন্দ্র
(গ) ধর্ম
(ঘ) সূর্য

৯০। বিশুদ্ধ পানির pH __
(ক) 6.0
(খ) 7.0
(গ) 9.0
(ঘ) 10.0

৯১। প্রােটিন তৈরির কারখানা কোনটি?
(ক) প্রােটোপ্লাজম
(খ) সাইটোপ্লাজম
(গ) রাইবােজোম
(ঘ) লাইসােজোম


৯২। বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?
(ক) অধিভাষা
(খ)  সংস্কৃত ভাষা
(গ) সন্ধ্যাভাষা
(ঘ) ব্রজবুলি

৯৩।  চপল--এর বিপরীত শব্দ কোনটি?
(ক) গম্ভীর
(খ) চালাক
(গ) ঠাণ্ডা
(ঘ) সরল


৯৪। কোন বাগধারাটি 'হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়?
(ক) উড়নচণ্ডী
(খ) আটকপালে
(গ) ভূশণ্ডির কাক
(ঘ) ছাপােষা

৯৫। The word 'Dangerous is a/an:
(ক) Noun
(খ) Pronoun
(গ) Adjective
(ঘ) Verb

৯৬। What is the passive form of the sentence, 'I know him?
(ক) He was known to me.
(খ) He is known by me.
(গ) He is known with me.
(ঘ) He is known to me.


৯৭। He is rich but honest. What kind of sentence is it?
(ক) Simple sentence
(খ) Complex sentence
(গ) Compound sentence
(ঘ) Mixed Sentence

৯৮। He is suffering — fever.
(ক) for
(খ) from
(গ) with
(ঘ) of


৯৯। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
(ক) ২ নং
(খ) ১ নং
(গ) ৪ নং
(ঘ) ৮ নং

১০০। আইসােটোপে কোনটি সমান থাকে?
(ক) নিউট্রন
(খ) ইলেকট্রন
(গ) অণু
(ঘ) প্রােটন

কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....

Powered by Blogger.