ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২০
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২০ নিচে দেয়া হয়েছে।
সেটঃ ১, কোডঃ পদ্মা, সময়ঃ ১ ঘন্টা, পূর্ণমানঃ ১০০
[মোট প্রশ্ন ১০০(একশত)। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১(এক) নম্বর]
(ক) 210°
(খ) 20°
(গ) 110°
(ঘ) 200°
২। সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে?
(ক) বিকিরণ
(খ) পরিচলন
(গ) পরিবহণ
(ঘ) শােষণ
(ক) তেলাপােকা
(খ) মশা
(গ) মাছি
(ঘ) মৌমাছি
৪। অন্ধজনে দেহ আলাে __ এখানে ‘অন্ধজনে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে সপ্তমী
(খ) কর্তৃকারকে শূন্য
(গ) সম্প্রদানে সপ্তমী
(ঘ) অপাদানে সপ্তমী
(ক) জায়া-পতি
(খ) দম্পতি
(গ) স্বামী-স্ত্রী
(ঘ) পতি-পত্নী
৬। রক্তের রং লাল, কারণ রক্তে আছে --
(ক) হিমােগ্লোবিন
(খ) গ্লুকোজ
(গ) প্রােটিন
(ঘ) ভিটামিন
(ক) জীবনানন্দ দাশ
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) শামসুর রাহমান
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৮। রাতকানা রােগ হয় কোন ভিটামিনের অভাবে?
(ক) ভিটামিন ই
(খ) ভিটামিন বি
(গ) ভিটামিন এ
(ঘ) ভিটামিন সি
(ক) শ্বসনতন্ত্র
(খ) পেশীতন্ত্র
(গ) স্নায়ুতন্ত্র
(ঘ) রেচনতন্ত্র
১০। পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়?
(ক) যকৃত
(খ) অগ্ন্যাশয়
(গ) লালা গ্রন্থি
(ঘ) পাকস্থলী
(ক) ডায়াবেটিস
(খ) গলগণ্ড
(গ) রক্তশূন্যতা
(ঘ) রিকেটস
১২। The train will leave the station---2PM.
(ক) on
(খ) by
(গ) in
(ঘ) at
(ক) ৩০ বছর
(খ) ৪৫ বছর
(গ) ২৫ বছর
(ঘ) ৩৫ বছর
১৪। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ কি ধরনের দেশ?
(ক) নিম্ন মধ্যম আয়ের
(খ) উন্নত আয়ের
(গ) উচ্চ মধ্যম আয়ের
(ঘ) নিম্ন আয়ের
(ক) mass grave
(খ) mass gathering
(গ) mass killing
(ঘ) mass attendance
১৬। “আবার আসিব ফিরে, ধান সিঁড়িটির তীরে” – কোন কবির কবিতা থেকে নেয়া?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) গিরিশচন্দ্র সেন
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) কাজী নজরুল ইসলাম
১৭। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘একাত্তরের দিনগুলি’-এর রচয়িতা কে?
(ক) শাহরিয়ার কবির
(খ) আবদুল গাফফার চৌধুরী
(গ) শওকত ওসমান
(ঘ) জাহানারা ইমাম
১৮। মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
(ক) মেহেরপুর
(খ) রাজবাড়ী
(গ) যশাের
(ঘ) ফরিদপুর
১৯। ৫% হার সুদে ১০০০ টাকা ১০ বছরে সুদে আসলে কত টাকা হবে?
(ক) ৯০০
(খ) ১২০০
(গ) ১৩২০
(ঘ) ১৫০০
(ক) পাকস্থলী
(খ) যকৃত
(গ) বৃক্ক
(ঘ) অগ্ন্যাশয়
২১। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত?
(ক) আশুলিয়া
(খ) সিদ্ধিরগঞ্জ
(গ) কাপ্তাই
(ঘ) ঘােড়াশাল
(ক) বিদ্যা + অলয়
(খ) বিদ্যুৎ + আলয়
(গ) বিদ্যা + আলয়
(ঘ) বিদ + আলয়
২৩। Which one is the superlative forın of "Easy"?
(ক) much more easy
(খ) easiest
(গ) more easy
(ঘ) easier
(ক) লম্ব
(খ) ব্যাসার্ধ
(গ) ব্যাস
(ঘ) স্পর্শক
২৫। ‘সে স্কুলে যায়না বললেই চলে।' Which translation is correct?
(ক) He never goes to school.
(খ) He hardly goes to school.
(গ) He often goes to school.
(ঘ) He goes to school regularly.
(ক) বন্ধু
(খ) মসৃণ
(গ) শত্রু
(ঘ) কন্টক
২৭। কোন হরমােনটি ডায়াবেটিস রােগের সাথে সংশ্লিষ্ট?
(ক) প্রােল্যাকটিন
(খ) ইনসুলিন
(গ) থাইরসিন
(ঘ) অ্যাড্রিনালিন
(ক) Do the door be opened.
(খ) The door is opened
(গ) The door has opened
(ঘ) Let the door be opened.
২৯। সাপ শুনতে পায় কোন অঙ্গের মাধ্যমে?
(ক) কান
(খ) চোখ
(গ) জিহ্বা
(ঘ) মুখ
(ক) 42
(খ) 19
(গ) 28
(ঘ) 38
৩১। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ছিলেন?
(ক) নিতুন কুণ্ডু
(খ) জয়নুল আবেদিন
(গ) কামরুল হাসান
(ঘ) হামিদুর রহমান
(ক) NaCI
(খ) HCl
(গ) CaSO4
(ঘ) Na2SO4
৩৩। ১ ডজন আম ৩৬ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
(ক) ৫০ টাকা
(খ) ৬০ টাকা
(গ) ৪৫ টাকা
(ঘ) ৪০ টাকা
৩৪। এইডস কি কারণে হয়?
(ক) ভাইরাস
(খ) বংশগত
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) প্যারাসাইট
৩৫। কোনাে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মােট ভূমির কত শতাংশ বনভূমি প্রয়ােজন?
(ক) ৫
(খ) ২৫
(গ) ১০
(ঘ) ৫০
৩৬। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
(ক) 98.4°F
(খ) 100.0°E
(গ) 95.6°E
(ঘ) 92.6°F
(ক) ১০টি
(খ) ১১টি
(গ) ১২টি
(ঘ) ১৩টি
৩৮। মা ও শিশু স্বাস্থ্যের সেবার প্রতীক নিচের কোনটি?
(ক) দোয়েল পাখি
(খ) সূর্যের হাসি
(গ) রংধনু
(ঘ) শাপলা
(ক) 120/80mmHg
(খ) 60/40mm Hg
(গ) 70/50mm Hg
(ঘ) 160/10OmmHg
৪০। দুধ থেকে দই হয় নিচের কোনটির কারণে?
(ক) প্রােটোজোয়া
(খ) ভাইরাস
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) ছত্রাক
৪১। 'খােদা আপনার মঙ্গল করুন'– কি অর্থে ব্যবহার করা হয়েছে?
(ক) বিধান
(খ) উপকার
(গ) অপকার
(ঘ) প্রার্থনা
৪২। “ব্যাঙের সর্দি" -- অর্থ কি?
(ক) সম্ভাব্য ঘটনা
(খ) প্রতারণা
(গ) রােগ বিশেষ
(ঘ) অসম্ভব ঘটনা
(ক) has been raining
(খ) had been raining
(গ) is raining
(ঘ) is rained
৪৪। ভারতীয় ক্রিকেট বাের্ড (বিসিসিআই) এর বর্তমান সভাপতি কে?
(ক) সৌরভ গাঙ্গুলী
(খ) ব্রিজেশ পাটেল
(গ) শারদ পাওয়ার
(ঘ) জগমােহন ডালমিয়া
(ক) অ্যান্টিমনি
(খ) তামা
(গ) সােনা
(ঘ) লােহা
৪৬। Which one is the negative form of "I always support him."
(ক) I never support him
(খ) I never against him
(গ) I am never against him
(ঘ) I do not support him
(ক) at
(খ) for
(গ) with
(ঘ) in
৪৮। Everybody should -- their parents.
(ক) look after
(খ) look into
(গ) look at
(ঘ) look up
(ক) am-n
(খ) am+n
(গ) am/n
(ঘ) a
৫০। বাংলাদেশে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কোন তারিখে?
(ক) ২১ ফেব্রুয়ারি
(খ) ১৪ ডিসেম্বর
(গ) ৩ নভেম্বর
(ঘ) ২৬ মার্চ
(ক) National anthem
(খ) National lyric
(গ) National music
(ঘ) Jatio Songeet
৫২। রক্তের সর্বজনীন গ্রহীতা হলাে
(ক) AB
(খ) B
(গ) O
(ঘ) A
(ক) শেখ হাসিনা
(খ) নরেন্দ্র মােদী
(গ) অ্যাঞ্জেলা মার্কেল
(ঘ) রনিল বিক্রমাসিংহে
৫৪। All are common gender except -
(ক) orphan
(খ) child
(গ) student
(ঘ) boy
(ক) অস্বীকার
(খ) অসদালাপ
(গ) মিথ্যা
(ঘ) প্রলাপ
৫৬। Find out the synonym of the word 'brittle'.
(ক) Strong
(খ) Soft
(গ) Hard
(ঘ) Fragile
৫৭। 'কৈ মাছের প্রাণ’ - বলতে কি বোেঝায়?
(ক) সঠিক জিনিস
(খ) স্বল্পভুক
(গ) সর্বভুক
(ঘ) দীর্ঘজীবী
(ক) হাইমচর
(খ) চলনবিল
(গ) ভাষানচর
(ঘ) কুলিয়ারচর
৫৯। ২১ ফেব্রুয়ারি বাংলা সালের সাধারণত কত তারিখ?
(ক) ৮ ফাল্গুন
(খ) ২৫ বৈশাখ
(গ) ১০ শ্রাবণ
(ঘ) ১ ফাল্গুন
(ক) English was taught us by him.
(খ) English was teaching us by him.
(গ) English is teaching us by him.
(ঘ) English is taught us by him.
(ক) Freedom day
(খ) Victory day
(গ) Liberty day
(ঘ) Independence day
৬২। কোন ধরনের খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে?
(ক) আমিষ
(খ) শর্করা
(গ) ভিটামিন
(ঘ) স্নেহ
(ক) ২১৬
(খ) ২২৬
(গ) ৩০৬
(ঘ) ২০৬
৬৪। মনের ভাব প্রকাশ করার সবচেয়ে ভালাে মাধ্যম কোনটি?
(ক) ভাষা
(খ) আচরণ
(গ) চিত্র
(ঘ) ইঙ্গিত
(ক) আইসিডিডিআর,বি
(খ) ব্র্যাক
(গ) আইপিএইচ
(ঘ) গণস্বাস্থ্য কেন্দ্র
৬৬। “সে ফল খায়।” Which translation is correct?
(ক) He eats fruits
(খ) He is eating fruits
(গ) He will eat fruits
(ঘ) He ate fruits
৬৭। বর্তমানে বাংলাদেশের সরকারি নারী চাকরিজীবীদের মাতৃত্বকালীন ছুটি কত মাস?
(ক) ৩ মাস
(খ) ২ মাস
(গ) ৪ মাস
(ঘ) ৬ মাস
(ক) ১টি
(খ) ৩টি
(গ) ২টি
(ঘ) ৪টি
৬৯। ‘অলীক' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) অলৌকিক
(খ) অবাস্তব
(গ) বাস্তব
(ঘ) লৌকিক
(ক) ৭২
(খ) ১৪
(গ) ৫২
(ঘ) ১৪০
(ক) She does go to school.
(খ) She go to school.
(গ) She has gone to school.
(ঘ) She goes to school.
৭২। What is the antonym of 'gentle”?
(ক) modest
(খ) rude
(গ) clever
(ঘ) harsh
(ক) চন্দ্রগ্রহণ
(খ) অমাবস্যা
(গ) পূর্ণিমা
(ঘ) সূর্যগ্রহণ
৭৪। মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে?
(ক) ৩টি
(খ) ৬টি
(গ) ২টি
(ঘ) ৪টি
(ক) ৫২ বছর
(খ) ৪২ বছর
(গ) ৬২ বছর
(ঘ) ৩২ বছর
৭৬। ‘বিষাদ সিন্ধু' কার রচনা?
(ক) ইসমাইল হােসেন সিরাজী
(খ) কায়কোবাদ
(গ) মােজাম্মেল হক
(ঘ) মীর মশাররফ হােসেন
৭৭। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে পালিত হয় –
(ক) শিক্ষা দিবস
(খ) স্বাস্থ্য দিবস
(গ) নারী দিবস
(ঘ) শিশু দিবস
(ক) among
(খ) in between
(গ) over
(ঘ) between
৭৯। What is the time _your watch?
(ক) by
(খ) in
(গ) with
(ঘ) at
(ক) ১৫০০০ জন
(খ) ২৫০০০ জন
(গ) ৬০০০ জন
(ঘ) ১০০০০ জন
(ক) আগরতলা
(খ) ঢাকা
(গ) কোলকাতা
(ঘ) মেহেরপুর
৮২। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
(ক) কাবাডি
(খ) ক্রিকেট
(গ) ফুটবল
(ঘ) হকি
(ক) ১৮
(খ) ৭০
(গ) ২৭
(ঘ) ৩
৮৪। বাংলাদেশের বৃহত্তম নৃ-গােষ্ঠি কোনটি?
(ক) চাকমা
(খ) সাঁওতাল
(গ) গারাে
(ঘ) মারমা
(ক) রাতকানা
(খ) বেরিবেরি
(গ) অ্যানিমিয়া
(ঘ) ম্যারাসমাস
৮৬। ১ মাইলে কত কিলােমিটার?
(ক) ১.৮
(খ) ১.৬
(গ) ১.০
(ঘ) ২.০
৮৭। বাক্যের মৌলিক উপাদান কোনটি?
(ক) ভাষা
(খ) ধ্বনি
(গ) বর্ণ
(ঘ) শব্দ
(ক) শেরে বাংলা এ কে ফজলুল হক
(খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(গ) হােসেন শহীদ সােহরাওয়ার্দী
(ঘ) মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
৮৯। নিচের কোন বানানটি শুদ্ধ?
(ক) সরত
(খ) শড়ত
(গ) শরত
(ঘ) শরৎ
(ক) ফয়জুন্নেসা
(খ) সামসুন্নাহার
(গ) বদরুন্নেসা
(ঘ) বেগম রােকেয়া
(ক) সুন্দরবন
(খ) ভাওয়াল
(গ) সেন্ট মার্টিন
(ঘ) শালবন
৯২। ‘উত্তম’ এর সমার্থক শব্দ কোনটি?
(ক) দীনতা
(খ) বিভু
(গ) বিকাশ
(ঘ) অগ্রণী
(ক) সাইট্রিক এসিড
(খ) ল্যাকটিক এসিড
(গ) হাইড্রোক্লোরিক এসিড
(ঘ) সালফিউরিক এসিড
৯৪। ‘বনস্পতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) বন + স্পতি
(খ) বন্+ পতি
(গ) বন: + পতি
(ঘ) বনস + পতি
(ক) 20°
(খ) 25°
(গ) 40°
(ঘ) 30°
৯৬। কোনটি সঠিক শব্দ?
(ক) আপাদমস্তক
(খ) আপাদমাস্তক
(গ) আপাদমস্তুক
(ঘ) অপাদমস্তক
৯৭। সম্প্রতি কোন স্যাটেলাইটের মাধ্যমে দেশীয় টেলিভিশন চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচার শুরু হয়েছে?
(ক) সােনার বাংলা স্যাটেলাইট ১
(খ) বেঙ্গল স্যাটেলাইট ১
(গ) বঙ্গবন্ধু স্যাটেলাইট ১
(ঘ) বাংলা স্যাটেলাইট
(ক) ১৭৬
(খ) ২৭৬
(গ) ৩৫০
(ঘ) ৪৫০
.
৯৯। Correct spelling is ---
(ক) Psykology
(খ) Sycology
(গ) Sychology
(ঘ) Psychology
(ক) ৮১.৬
(খ) ৫৬.৪
(গ) ৭১.৬
(ঘ) ৬৫.৪
কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....
Social Media Icons