পরীক্ষা - ৮ ( নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি)
আজকের পরিক্ষা শেষ, পরবর্তী পরীক্ষার রুটিন ও বিষয়বস্তু নিচের লিংক থেকে দেখে নিন। নির্দিষ্ট অংশ আকারে রুটিনে বলে দেয়া হয়েছে কিকি পড়বেন। তারপর সে অংশ পড়ে পরীক্ষায় অংশ নিতে হবে।
আজকের পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং গণিত থেকে মোট ৩০ টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
আজ মোট পরীক্ষার্থী : ১০৬ জন
পরীক্ষার শেষে জমা দিয়েছেন: ১০৬ জন
জমা দেননি বা সময় না থাকায় জমা দিতে পারেননি : Uncounted...
আজকের পরীক্ষার রেসাল্ট সকলের ইমেইলে প্রেরণ করা হয়েছে ৯ টা ৩০ মিনিটে। সাথে উত্তরপত্র রয়েছে।
এই পরীক্ষার মেরিট লিস্ট দেখতে নিচের লিংকে ক্লিক করুন
যারা এখন পরীক্ষা দিতে পারেননি তারা রাত ১০:৩০ মিনিটে মেরিট রেসাল্ট দেয়ার পর প্রশ্নটি দেখতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন, তবে ৯ টার পরীক্ষায় শুধু মেরিট রেসাল্ট দেয়া হয়।
যারা এখন পরীক্ষাটি দিতে চান তারা নিচের লিংকে ক্লিক করুন।
Social Media Icons