পরীক্ষা - ৫ (লেট রিভিশন)
পরীক্ষার বিবরণ | |
পরীক্ষা – ৫ ০৯/০৬/২১ | BSMMU B.Sc নার্সিং ভর্তি পরীক্ষা ২০১৮-১৯ থেকে ১৫টি, প্রশ্ন আংশিক পরিবর্তন করে ১০ টি এবং প্রশ্নের বাইরে ৫ টি মোট ৩০ টি MCQ থাকবে। |
যারা রাত ৯ টায় পরীক্ষাটি দিতে পারেননি, তাদের জন্য পরীক্ষার প্রশ্নটি উন্মুক্ত করে দেয়া হলো। এখন পরীক্ষা দিলে কোনো মেরিট লিস্ট দেয়া হবেনা। তবে পরীক্ষা দেয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন, আপনার কোন কোন উত্তর ভুল হয়েছে।
মোট প্রশ্ন :৩০টি
সময়: ২০ মিনিট
সেট: ০১
উপরের প্রশ্নের উত্তর দেয়া হলে Submit/ জমা লেখার উপর ক্লিক করবেন। তারপর মোবাইলে সাদা ফাকা পেজ আসলে উপর দিকে টান দিয়ে উপরে জাবেন তাহলে দেখতে পারবেন আপনার পরীক্ষা জমা হয়েছে কিনা।
Social Media Icons