পরীক্ষা - ১৩ (নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি)
পরীক্ষা - ১৩ এর প্রশ্নের উত্তরসমূহ নিচে দেয়া হলো।
তারিখ: ২৮/০৬/২১ ইং
-------------------
০১। ভাষার ক্ষুদ্রতম একক কী?
(ক) শব্দ
(খ) বর্ণ
(গ) ধ্বনি ✓
(ঘ) ছন্দ
০২। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো কয় ভাগে বিভক্ত?
(ক) ৪ ভাগে
(খ) ৩ ভাগে
(গ) ২ ভাগে ✓
(ঘ) ৫ ভাগে
০৩। ঘোষ ধ্বনি কোনটি
(ক) দ ✓
(খ) চ
(গ) ঘ ✓
(ঘ) ঠ
০৪। বর্গের কোন বর্ণমমূহ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি?
(ক) ২য় বর্ণ
(খ) ১ম ও ২য় বর্ণ
(গ) ২য় ও ৪র্থ বর্ণ ✓
(ঘ) ২য় ও ৩য় বর্ণ
০৫। মৌলিক স্বরধ্বনি কতটি?
(ক) ৭টি ✓
(খ) ৬টি
(গ) ৫টি
(ঘ) ৪টি
০৬। স্বরধ্বনিতে হ্রস্ব স্বর কতটি?
(ক) ৪টি ✓
(খ) ৫ টি
(গ) ৬ টি
(ঘ) ৩ টি
০৭। "পিশাচ>পিচাশ ও লাফ>ফাল"কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
(ক) স্বরসঙ্গতি
(খ) ধ্বনি বিপর্যয় ✓
(গ) অপিনিহিতি
(ঘ) আদি স্বরাগম
০৮। "স্কুল>ইস্কুল" কোন ধরনের পরিবর্তন?
(ক) আদি স্বরাগম ✓
(খ) ধ্বনি বিপর্যয়
(গ) অপিনিহিতি
(ঘ) স্বরভক্তি
০৯। "ণ-ত্ব,ষ-ত্ব" বিধান কোন শব্দের নিয়মে ব্যবহৃত হয়?
(ক) তৎসম ✓
(খ) অতৎসম
(গ) অর্ধতৎসম
(ঘ) সঠিক উত্তর নেই
১০। নিচের যুক্তবর্ণগুলোর কোনটি সঠিক?
(ক) ক্ষ্ণ=ক+ষ+ণ
(খ) ক্স=ক+স
(গ) ঞ্চ=ঞ+চ
(ঘ) সবগুলোই ✓
১১। ধপ+ধপ= কি হবে?
(ক) ধপাধপ ✓
(খ) ধপাস
(গ) ধপাস ধপাস
(ঘ) ধুপধুপ
১২। অর্থবিচারে তুরঙ্গম কোন ধরনের শব্দ?
(ক) যোগরূঢ় ✓
(খ) রূঢ়
(গ) যৌগিক
(ঘ) অর্থহীন
১৩। বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি কয়টি?
(ক) ০২ টি ✓
(খ) ০৩ টি
(গ) ০৪ টি
(ঘ) ০৫টি
১৪। The music is very loud. Here "music" is ---
(ক) Adjective
(খ) Interjection
(গ) Noun ✓
(ঘ) Conjunction
১৫। She quickly packed her bag and left. Here "quickly" is ---
(ক) Adjective
(খ) Interjection
(গ) Noun
(ঘ) Adverb ✓
১৬। Take your first left then go over the bridge. Here "Take" is ---
(ক) Adjective
(খ) Verb ✓
(গ) Noun
(ঘ) Conjunction
১৭। Wow, you have got a great score. Here "Wow" is ---
(ক) Conjunction
(খ) Interjection ✓
(গ) Pronoun
(ঘ) Verb
১৮। The Charity of Hatem Tai is known to all, the word charity is
(ক) material noun
(খ) common noun ✓
(গ) abstract noun
(ঘ) collective noun
১৯। The word ‘empower' is-
(ক) an adjective
(খ) a verb ✓
(গ) an adverb
(ঘ) a noun
২০। Remove শব্দটির Noun-
(ক) Removing
(খ) Remove ✓
(গ) Removal ✓
(ঘ) Re-movement
২১। The world diabetic is-
(ক) noun
(খ) an adjective
(গ) both noun and adjective ✓
(ঘ) pronoun
২২। The word ‘Prolific’ is—
(ক) Noun
(খ) pronoun
(গ) adjective ✓
(ঘ) preposition
২৩। The word 'sympathise' is-
(ক) an adjective
(খ) a verb ✓
(গ) a noun
(ঘ) a preposition
২৪। The phrase "Tide over” means:
(ক) overcome ✓
(খ) Passover
(গ) crossover
(ঘ) carry over
২৫। Which word is a 'noun'?
(ক) Assure
(খ) assurance ✓
(গ) assured
(ঘ) Assuredly
২৬। Which one of the following word is an adjective?
(ক) Freedom
(খ) Cheerful ✓
(গ) Beautify
(ঘ) Attentively
২৭। Which one of the following word is adverb?
(ক) Penance
(খ) Penetrate ✓
(গ) Pensive
(ঘ) Pendant
২৮। What is the noun word for 'waste'?
(ক) Waste
(খ) Wasting
(গ) Wasteful
(ঘ) wastage ✓
২৯। Which of the following is an uncountable noun?
(ক) Pen
(খ) Shirt
(গ) Book
(ঘ) Food ✓
৩০। Which one is not an infinitive pronoun?
(ক) Today ✓
(খ) One day
(গ) Some day
(ঘ) Anyday
Social Media Icons