নার্সিং ভর্তি প্রস্তুতি ২০২১ এর অনলাইন পরীক্ষার সময়সূচি ও বিষয়বস্তু

বিগত সালের প্রশ্ন ভিত্তিক পরীক্ষার সময়সুচিঃ

পরিক্ষা ও তারিখপরীক্ষার বিবরণ

পরীক্ষা – ১২
২৬/০৬/২১

বাংলা - (ভাষা ও ব্যাকরণ) থেকে ১৫ টি এবং ইংরেজি - (Article) থেকে ১৫ টি mcq থাকবে। 
সময় ২০ মিনিট এবং নম্বর ৩০

পরীক্ষা – ১৩
২৮/০৬/২১

বাংলা - (ধ্বনি) থেকে ১৫ টি এবং ইংরেজি - (Parst of Speech) থেকে ১৫ টি mcq থাকবে।
সময় ২০ মিনিট এবং নম্বর ৩০

পরীক্ষা – ১৪
৩০/০৬/২১

বাংলা - (সন্ধি) থেকে ১৫ টি এবং ইংরেজি - (Number) থেকে ১৫ টি mcq থাকবে।
সময় ২০ মিনিট এবং নম্বর ৩০

পরীক্ষা – ১৫
০২/০৭/২১

বাংলা - (শব্দ) থেকে ১৫ টি এবং ইংরেজি - (Degree) থেকে ১৫ টি mcq থাকবে।
সময় ২০ মিনিট এবং নম্বর ৩০

পরীক্ষা – ১৬
০৪/০৭/২১

বাংলা - (লিঙ্গ ও বচন) থেকে ১৫ টি এবং ইংরেজি - (Sentence) থেকে ১৫ টি mcq থাকবে।
সময় ২০ মিনিট এবং নম্বর ৩০

পরীক্ষা – ১৭
০৬/০৭/২১

বাংলা - (প্রকৃতি ও প্রত্যয়) থেকে ১৫ টি এবং ইংরেজি - (Transformation of Sentence) থেকে ১৫ টি mcq থাকবে।
সময় ২০ মিনিট এবং নম্বর ৩০

পরীক্ষা – ১৮
০৮/০৭/২১

বাংলা - (সমাস) থেকে ১৫ টি এবং ইংরেজি - (Voice) থেকে ১৫ টি mcq থাকবে।
সময় ২০ মিনিট এবং নম্বর ৩০

পরীক্ষা – ১৯
১০/০৭/২১

বাংলা - (সমার্থক শব্দ) থেকে ১৫ টি এবং ইংরেজি - (Narration) থেকে ১৫ টি mcq থাকবে।
সময় ২০ মিনিট এবং নম্বর ৩০

পরীক্ষা – ২০
১২/০৭/২১

বাংলা - (বিপরীতার্থক শব্দ) থেকে ১৫ টি এবং ইংরেজি - (Appropriate Preposition) থেকে ১৫ টি mcq থাকবে।
সময় ২০ মিনিট এবং নম্বর ৩০

পরীক্ষা – ২১
১৪/০৭/২১

বাংলা - (কারক ও বিভক্তি) থেকে ১৫ টি এবং ইংরেজি - (Correct Spelling) থেকে ১৫ টি mcq থাকবে।
সময় ২০ মিনিট এবং নম্বর ৩০

পরীক্ষা – ২২
১৬/০৭/২১

বাংলা - (বাগধারা) থেকে ১৫ টি এবং ইংরেজি - (Synonyms & Antonyms) থেকে ১৫ টি mcq থাকবে।
সময় ২০ মিনিট এবং নম্বর ৩০

প্রশ্ন, নম্বর বন্টন, সময় ও রেসাল্টঃ

নম্বর বন্টনঃ প্রতিটি ৩০ মার্কের পরীক্ষার জন্য ২০ মিনিট ৫০ মার্কের জন্য ৩০ মিনিট এবং ১০০ মার্কের পরীক্ষার জন্য ১ ঘন্টা সময় থাকবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্দিষ্ট সময়ে । পরীক্ষার জন্য মোট ৪ সেট করে প্রশ্ন থাকবে। যে যেই সেটে পরীক্ষা দেবেন পরীক্ষায় সেই সেট সিলেক্ট করবেন। পাশাপাশি বন্ধুরা যাতে আলোচনা করে পরীক্ষা দিতে না পারেন এজন্য এই ব্যাবস্থা করা হবে।

সময়ঃ প্রতিটি পরীক্ষা দুপুর ৩ টায় নেয়া হবে। যারা দুপুর ৩ টার পরীক্ষায় অংশ নিতে পারবেননা তারা রাত ৮ টায় পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রতিদিনের পরীক্ষার রেসাল্ট রাত ৯ টা ৩০ মিনিটে দেয়া হবে।

রেসাল্টঃ পরীক্ষায় অংশ নেয়া সকল পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে  Merit List প্রকাশ করা হবে। একই সাথে একই সময়ে সকলের ইমেইলে পরীক্ষার উত্তরপত্রের কপি সয়ংক্রিয়ভাবে পৌছে যাবে। সমান নম্বর যারা পাবেন, তাদের মধ্যে যিনি আগে পরীক্ষা শেষ করবেন তার নাম সিরিয়ালে প্রথমে থাকবে।


পরবর্তী পরীক্ষার রুটিন ঈদের পরে দেয়া হবে।
পরবর্তী পরীক্ষাগুলো ধীরে ধীরে কঠিন করা হবে। প্রথম ১৫ টি পরীক্ষা সহজ হবে। পরীক্ষা ১৬ থেমে পরীক্ষা ৩০ একটু একটু করে কঠিন করা হবে। ৩১ থেকে পরীক্ষার প্রশ্ন ৫০% কঠিন করা হবে। মোট ১২৫ টি অনলাইন পরীক্ষা নেয়া হবে।


ভর্তি পরীক্ষার নোটিশ আসলে প্রতিদিন একটি করে ৫০ মার্কের এবং পরীক্ষার ১৫ দিন আগে থেকে মোট ১৫ টি ১০০ নম্বরের পূর্ণাঙ্গ ভর্তি পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন অনুসারে পরীক্ষা নেয়া হবে। এক্ষেত্রে প্রতিটি পরীক্ষায় ২০% পূর্ববর্তী ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে দেয়া হবে। বাকি প্রশ্নগুলি বেছে বেছে গুরত্বপূর্ণ প্রশ্নসমূহ নেয়া হবে।

Powered by Blogger.